আমার টিউন-এর শিরোনাম দেখেই বোঝা যাচ্ছে যে আমি আজকে একটি ওয়ার্ডপ্রেস প্লাগিন নিয়ে আলোচনা করব।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে নিজ নিজে আর্টিকেল টিউন হবে এমন একটি সাইট বানাবেন। নিজে নিজে টিউন করবে বলতে মূলত অন্যের অয়েবসাইট থেকে RSS Feed এর মাধ্যমে টিউন গ্রাভিং করে নিয়ে আসবে।
এই প্লাগিন দিয়ে কাজ করার জন্য আপনাকে প্রথমে WordPress ইন্সটল করতে হবে, তারপর আপনি আপনার পছন্দের থিম নির্বাচন করে আপনার সাইট বা ব্লগটি আর্টিকেল টিউন করার জন্য উপযুক্ত করে তুলবেন।
এই কাজটুকু করা শেষ হলে আপনি নিচের লিঙ্ক থেকে প্লাগিন টি ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করতে হলে আগে আপনাকে অবশ্যই প্লাগিন টা কিনতে হবে কারন এটি একটি পেইড প্লাগিন।
প্লাগিন ডাউনলোড করা শেষ হলে সেটি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে আপলোড করুন এবং প্লাগিন টা অ্যাক্টিভ করুন। এবার নিচের আমার দেয়া পদ্ধতি অনুসরণ করুন।
প্লাগিন টা অ্যাক্টিভ হওয়ার পরে ড্যাশবোর্ডে RSS Autopilot নামে নতুন একটি অপশন আসবে। এবার RSS Autopilot অপশনটিতে ক্লিক করুন। তারপর উপরে Add New বাটনে ক্লিক করুন, নতুন যে পাতা আসবে তা সকল দরকারি তথ্য দিয়ে পূরণ করুন।
Source title এর জায়গায় আপনার পছন্দ মত টাইটেল দিন, Feed URL টা সবচেয়ে বেশি গুরুত্বপুর্ন এখানে যে Feed থেকে টিউন বা আর্টিকেল আসবে তার লিঙ্ক দিবেন। Feed URL খুজে না পেলে বা কীভাবে বের করতে হয় না জানলে টিউমেন্ট করবেন।
তার পর Default Status অপশন-এ Published দিন, Post type অপশন-এ post দিন, Limit number of posts অপশন-এ শুধু 3 দিন, বাকি সবকিছু আপনার মত করে Save করুন।
এবার RSS Autopilot এর ড্রপডাউন অপশনগুলি থেকে All Feeds-এ ক্লিক করুন, এখানে কিছুক্ষণ আগে Save করা Feed সোর্সটি দেখতে পাবেন, এবার Automatic updates অপশনটি Turn On করে দিন।
এখন থেকে আপনার দেয়া Feed URL নতুন টিউন আসলেই কিছু সময় পরপর নিজে থেকেই টিউন বা আর্টিকেল টিউন হতে থাকবে।
এটা আমার প্রথম টিউন কোন ভুল হলে ক্ষমা করবেন, আর আপনার সময় হলে আমার Music Search Engine টি দেখে আসবেন।
আমি ইশতিয়াক ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্বন্ধে লিখব এমন কিছু এখনও হতে পারিনি :(
vai eta 5.1mb. eto boro ki plug size hoy naki