প্রথমে আমার সালাম নেবেন। আশা করি ভালো আছেন। কারণ Techtunes এর সাথে থাকলে সবাই ভালো থাকে। আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি। তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস।আর কথা বাড়াবো না কাজের কথায় আসি।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য অতি গুরুত্বপূর্ণ ৪ টি প্লাগইন। এই ৪ টি প্লাগইন গুলু আসা করি আপনাদের উপকারে আসবে। আর আপনাদের উপকারে আসলেই আমার আজকের টিউন সার্থক হবে।
১. WAP BANএই প্লাগইন টি ভিজিটরদের ব্যান করতে ব্যবহৃত হয়। এর সাহায্য IP, IP Range, host name, user aent and referer url দ্বারা ব্যান করতে পারবেন।
.
২. Comment Navi টিউমেন্ট অনেক বেশী হয়ে গেলে দেখতে খারাপ লাগে আবার পেজ লোড হতেও সময় নেয়। এই প্লাগইন টি টিউমেন্ট গুলোকে সুন্দরভাবে উপস্থাপনে সাহায্য করে।
.
৩. DB managerএই প্লাগইনটি দ্বারা আপনার WP এর ডেটাবেস ব্যকআপ, রিস্টোর, রিমুভ ইত্যাদি করতে পারবেন।
.
৪. User Onlineএই প্লাগইনটি দ্বারা আপনার WordPress ব্লগে এখন কয়জন ভিজিটর আছে, সেটা আপনার ব্লগে সো করবে
টিউনটি পূর্বে OurTips24.comএ প্রকাশিত।
যারা ওয়েব সাইটের কাজ শিখতে চান, এবং ওয়েব সাইট বানাতে চান তারা আমাদের সাইটে রেজিস্ট্রেশন করুন
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন এবং সব সময় Techtune এর সাথেই থাকুন।
আমি হৃদয় মিনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।