ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-২২] :: টেকটিউনসের মত টপ টেন টিউনার সিস্টেম করুন আপনার ওয়েবসাইটে

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে

আস সালামু আলাইকুম,

আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আমাকে ভুলে গেছেন কি না জানি না। তবে আমি কিন্তু আপনাদেরকে ভুলি নি। বার বার হাজির হচ্ছি এমন কিছু টিউটোরিয়াল নিয়ে যেগুলো হয়ত কোনো পেইড কোর্সে পাবেন কি না সন্দেহ আছে। আমি চাই প্রযুক্তির সাথে সবাই এগিয়ে যাক। তাই যতটুকু পারি, টেকটিউনসের মত একটা নলেজ শেয়ারিং প্লাটফর্মে শেয়ার করার চেষ্টা করি। অনেকের কোডিং শেখায় রোগ আছে। কোডিং পছন্দ করে না। আর করবেই বা কিভাবে?? দশ বারো লাইন লিখলে অবশেষে এক লাইনের কাজ হয় ভিজুয়্যালে।যদিও আমি পছন্দ করি। কিন্তু আপনাদের জন্য শেয়ার করতেছি কিভাবে এই কোডিং ছাড়াই আপনি আপনার ওয়েবসাইট টি সফলভাবে পরিচালনা করতে পারেন।

আমি কি বাঁচাল হয়ে গেলাম নাকি??? এত কথা বলে ফেলেছি???

আরে না সব আবেগ। অনেক দিন ধরে টিউন করার সময় পাচ্ছি না তো তাই আজকে যখন এলাম ভাবলাম মনের সব কথা একেবারেই বলে ফেলি। আচ্ছা, আর কথা বাড়াবো না। চলুন আমরা ফিরে যাই আজকের টপিক্সে।

আর একটা কথা আমি অন্য সব টিউনারের মত বলবো না যে, অবশ্যই আমার ভিডিও টা দেখতে হবে। ভিডিও তে যা করেছি তার প্রায় সব টুকু স্ক্রিনশট দিয়ে বুঝানোর চেষ্টা করবো। মানুষ তো,তাই হয়ত দুই একটা জিনিস মিসিং হতে পারে লিখায়। আশা করি সবই পাবেন আমার টিউনে।তবে  যাদের পড়তে ভাল লাগে না।তারা ভিডিও টি দেখতে পারেন।

আজকের বিষয় যেন কি ছিল ??? ভুলে গেছেন নিশ্চই ?? মনে করিয়ে দিচ্ছি,

আজকের বিষয়ঃ কিভাবে টেকটিউনসের মত টপ টেন টিউনার সিস্টেম করবেন আপনার ওয়েবসাইটে

তবে, একটু পার্থক্য রেখেছি। টেকটিউনসে প্রতি মাসের যাদের টিউন বেশি তাদের টিউনার দের লিস্ট দেখায়।কিন্তু আমরা দেখাবো যাদের টিউন ওয়েবসাইটে সব চেয়ে বেশি তাদের লিস্ট... যদি আপনারা হুবহু টেকটিউনসের মত চান তাহলে টিউমেন্টে আমাকে জানাবেন আমি পরবর্তী টিউনে আপনাদের সাথে সেটাও শেয়ার করার চেষ্টা করবো।আসলে টিউটোরিয়াল বানানোর আগে ভাল করে খেয়াল করি নি তো।

যাইহোক কিভাবে করবেন টপ টেন টিউনার সিস্টেম চলুন তা দেখে নিই।

প্রথমেই নিচের লিংক থেকে top-authors নামক প্লাগিনটা ডাউনলোড করে নিন।

top-authors

এরপর plugins>>add new এ যান আর প্লাগিনটা এক্টিভেট করে নিন।

এরপর নিচের ছবিগুলোর মত কাজ করুন

এরপর নিচের ছবির মত কাজ করুন।

এরপর শুধু save করুন।

এবার আপনার ওয়েবসাইটে ভিজিট করুন আর দেখুন আপনার ওয়েবসাইটে নিচের ছবির মত টপ টেন টিউনার সিস্টেম এড হয়ে গেছে।

ধন্যবাদ টিউনটি কষ্ট করে পড়ার জন্য। যদি এত সহজ করে বুঝানোর পরও বুঝতে না পারেন তাহলে নিচের ভিডিও টি দেখতে পারেন।

ভিডিও টিউটোরিয়ালঃ

ধন্যবাদ।

ভাল থাকুন,সুস্থ থাকুন

প্রযুক্তিকে ভালবাসুন আর প্রযুক্তির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ

Level 1

আমি মোঃ আশিকুর রহমান সরল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন প্রযুক্তি প্রেমী।কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি।পৃথিবীকে নতুন কিছু করে দেখাতে চাই। My Website


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউনে নতুন ডাওনলোড লিংক ব্যবহার করুন। টেকটিউনস নিষিদ্ব এমন ডাওনলোড লিংক টিউনে ব্যবহার করবেন না। ধন্যবাদ

    ধন্যবাদ… কমেন্ট করে জানানোর জন্য। আমি ১ঘন্টা পর লিংটি চেঞ্জ করবো। এখন নামাজে যাবো… তাই চেঞ্জ করা সম্ভব হচ্ছে না…

কেমন আছেন, কিভাবে url এ localhost/wordpress নাম পরিবর্তন করে অন্য নাম দেওয়া যায় যেমন mehedi.com. একটু বিস্তরিত বলবেন দয়া করে

Level 2

Top 10 dekhanor jonno ki korte hobe