ওয়ার্ডপ্রেস প্লাগিন – Personal Hit Counter

হিট কাউন্টারের কাজ আমরা সবাই জানি, একটি ওয়েবসাইটে কতবার প্রবেশ করা হয়েছে, এর মাধ্যমে তার হিসাব রাখা যায়। কিন্তু আমি বলছি Personal Hit Counter এর কথা, যা শুধুমাত্র একজন নির্দিষ্ট ভিসিটর একটি নির্দিষ্ট ব্রাউজার দিয়ে একটি নির্দিষ্ট ওয়েব-পেজে কতবার প্রবেশ করেছেন, তার রেকর্ড প্রদর্শন করবে। কোন কারনে ভিসিটরের তা জানার আগ্রহ হতে পারে, আবার কোন কারনে তা জানানোর প্রয়োজন পড়তে পারে। তার জন্যই এই লেখা!  “Personal Hit Counter” নামের এই WordPress PlugIn টি ডাউনলোড করে ইন্সটল করুন।

 

ওয়ার্ডপ্রেস প্লাগিনের বিশেষত্ব

  • আপনার ওয়ার্ডপ্রেস থিম যেরকম-ই হোক তাতে সমস্যা নেই। Personal Hit Counter  স্বয়ংক্রিয়ভাবে থিমের ডিজাইন, রঙ, পারিপার্শ্বিকতার সাথে ম্যাচ করে নিবে। সবাই ভাববে এটা থিমের অংশ। এটা যে আলাদা কোন প্লাগিন দিয়ে করা হয়েছে তা কেউ বুঝতে পারবেন না।
  • পেজের ভিতর, সাইডবার বা ফুটারে যে কোন জায়গায় বসাতে পারবেন। এমনকি পেজ, সাইডবার বা ফুটারের প্রস্থের সাথে অটো এডজাস্ট হবে অর্থাৎ রিস্পন্সিভ।
  • এটা মাত্র কয়েক কিলোবাইটের প্লাগিন – যাদের হোস্টিং স্পেস সীমিত, তাদের জন্য সাশ্রয়ী।

 

ইন্সটলেশন প্রক্রিয়ার বিস্তারিত

আপনাকে এক্টিভেশনের পর কোন শর্টকোড ব্যবহার বা সেটিংস ঠিক করতে হবে না। শুধুমাত্র Widget সেকশনে যান, ও Personal Hit Counter প্লাগিন মাউস দিয়ে ড্রাগ করে সাইডবার, বা ফুটারে বসিয়ে দিন। অথবা এমন যেকোনো জায়গায়, যেখানে Widget ব্যবহার সম্ভব। তাহলেই তা ফ্রন্টএন্ডে দৃশ্যমান হবে। যদি আপনি সাইট-অরিজিন বা অন্য কোন পেজ বিল্ডার ব্যবহার করেন তবে তা আপনি পেজের বা টিউনের ভিতরেও বসাতে পারবেন।

 

ভাল থাকুন

প্লাগিনটি আমার তৈরি। আপনারা ব্যবহার করে উপকৃত হলে আমি খুশি হব।

সবাইকে ধন্যবাদ

তাওহীদুর রহমান ডিয়ার

ফেসবুক  |  লিঙ্কডইন  |  গুগল প্লাস

(যদি ওয়ার্ডপ্রেস বিষয়ক ভিন্ন কোন প্রশ্ন থাকে, আমাকে সোশ্যাল নেটওয়ার্কে করতে পারেন। যদি কোন প্রজেক্টে বা ভিন্ন কাজে ব্যস্ত না থাকি, আমি উত্তর দেবার চেষ্টা করবো)

 

Level 2

আমি তাওহীদুর রহমান ডিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

http://asunjani.com/bn/wordpress-%E0%A6%93%E0%A7%9F%E0%A7%87%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B2%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF-copy-proof-%E0%A6%95/

নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে লেখা সংগ্রহ করে বা কপি পেস্ট করে নিজের নামে টিউন করা আপনার মৌলিক ও সৃজনশিলতা কে ব্যহত করে এবং টেকটিউসে তা সম্পূর্ণ নিষিদ্ধ। টেকটিউনস বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার একটি উন্মুক্ত কমিউনিটি। তাই কমিউনিটির সদস্য হিসেবে টেকটিউনস কমিউনিটিতে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি চিন্তার মৌলিক প্রয়োগ ঘটান। সৃজনশীল বিষয় ও আপনার প্রযুক্তি অভিজ্ঞার প্রকাশ ঘটান। আপনার বাস্তব জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি বিভিন্ন প্রয়োগ যা আপনি নিজে অভিজ্ঞতা লাভ করেছেন তা কমিউনিটির সদস্যদের সাথে নিজের ভাষায় শেয়ার করুন। টেকটিউনস সবসময় মান সম্মত ও মৌলিক টিউন করতে টিউনারদের প্রণদোণা দেয়।

    ভালো মত তদন্ত করে মন্তব্য করা উচিৎ বা পদক্ষেপ নেয়া উচিৎ। এখানে যেই প্লাগিনের ব্যাপারে লিখেছি, তা আমার নিজের তৈরি। আপনাদের দেয়া লিঙ্কের লেখায় যে প্লাগিনের কথা উল্লেখিত (ভিন্ন প্লাগিন), তাও আমার নিজের তৈরি।

    আপনারা যে লিঙ্কটির কথা উল্লেখ করেছেন, সেই লেখার যে প্লাগিনের কথা উল্লেখ করা হয়েছে – সেই ব্যাপারে আমার একটি লেখা TechTunes এ ইতিপূর্বে আমি নিজেই প্রকাশ করেছি এই লিঙ্কেঃ https://www.techtunes.io/wordpress/tune-id/478306 এবং শুধু TechTunes না, আমি আমার ফেসবুক বা গুগল প্লাস প্রোফাইলে নিজের প্লাগিনের বিষয়ে লিখতে পারি, এবং হ্যাশট্যাগ দিয়ে কেউ সেই লেখা পেয়ে অন্যত্র প্রকাশ করতেও পারে।

    আমি মাঝে মধ্যেই নতুন নতুন সব ওয়ার্ডপ্রেস প্লাগিন তৈরি করে বিনামূল্য ব্যবহারের জন্য WordPress.org -তে উম্মুক্ত করি (https://profiles.wordpress.org/tawhidurrahmandear) , যার ইন্সটলেশন প্রক্রিয়া অনেকগুলোই কাছাকাছি, তাই প্লাগিন নিয়ে ভিন্ন ভিন্ন লেখা লিখলেও নিচের অংশে তার ইন্সটলেশন প্রক্রিয়ার বর্ণনা একই রকম হয়। আমার TechTunes প্রোফাইলে যেয়ে অতীতের লেখাগুলো দেখতে পারেন, অতীতের প্লাগিন সংশ্লিষ্ট লেখার ইন্সটলেশন প্রক্রিয়ার বর্ণনা অনেক খানি একরকম।

    আপনি যে লিংক দিয়েছেন, তারাই আমার লেখা কপি করে নিয়ে বসিয়েছে। (ভুলে যাবেন না, আপনাদের লিঙ্কের লেখার বর্ণনায় উল্লেখিত প্লাগিনটি আমারই) ….. আমি ওই ওয়েবসাইটের ব্যাপারে আজ প্রথম জানলাম।