যদি কোন কারনে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, ইঞ্চি, ফুট, গজ ও মাইল ইত্যাদি যদি একটা হতে অপরটায় কনভার্ট করতে হয়, তাহলে কি করবো? “Length Converter” নামের এই WordPress PlugIn টি ডাউনলোড করে ইন্সটল করুন। খুব সহজে সমস্যার সমাধান হয়ে যাবে। নিচের ছবিটি দেখুন। পেজের ভিতর, সাইডবার বা ফুটারে যে কোন জায়গায় বসাতে পারবেন।
যদি ওয়েবসাইটে এই প্লাগিন সংযুক্ত করে পাশে AdSense এর Ad পাশে বসানো হয়, এবং SEO করে ভিসিটর নিয়ে আসা হয়, তবে তা হতে এডে ক্লিক পরার সম্ভাবনা কতখানি? প্রায়ই অনেকের বিচিত্র সব কিছুর প্রয়োজন পড়ে, তাই পূর্বে হতে আপনার ওয়েবসাইটে এই ধরনের একটি ফ্যাসিলিটি চালু থাকলে ভিসিটর আশা করা ভুল হবে না।
আপনাকে এক্টিভেশনের পর কোন শর্টকোড ব্যবহার বা সেটিংস ঠিক করতে হবে না। শুধুমাত্র Widget সেকশনে যান, ও Length Converter প্লাগিন মাউস দিয়ে ড্রাগ করে সাইডবার, বা ফুটারে বসিয়ে দিন। অথবা এমন যেকোনো জায়গায়, যেখানে Widget ব্যবহার সম্ভব। তাহলেই তা ফ্রন্টএন্ডে দৃশ্যমান হবে। যদি আপনি সাইট-অরিজিন বা অন্য কোন পেজ বিল্ডার ব্যবহার করেন তবে তা আপনি পেজের বা টিউনের ভিতরেও বসাতে পারবেন।
প্লাগিনটি আমার তৈরি। আপনারা ব্যবহার করে উপকৃত হলে আমি খুশি হব।
সবাইকে ধন্যবাদ
তাওহীদুর রহমান ডিয়ার
ফেসবুক | লিঙ্কডইন | গুগল প্লাস
(যদি ওয়ার্ডপ্রেস বিষয়ক ভিন্ন কোন প্রশ্ন থাকে, আমাকে সোশ্যাল নেটওয়ার্কে করতে পারেন। যদি কোন প্রজেক্টে বা ভিন্ন কাজে ব্যস্ত না থাকি, আমি উত্তর দেবার চেষ্টা করবো)
আমি তাওহীদুর রহমান ডিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।