ইমেজ হল একটা ওয়েবসাইটের সবথেকে আকর্ষণীয় একটা পার্টস। ভাল ইমেজের জন্যও অনেক সময় সাইট হিট হয়ে থাকে। কিন্তু, বেশী সংখ্যক ইমেজ আপলোড করলে আপনার সাইটের স্পীড অনেকগুণ কমে যেতে পারে। এটার ফলে আপনার পেইজগুলো লোড নিতে অনেক বেশী সময় নিয়ে থাকে। তবে সবসময় 8-bit PNG ছবি ব্যবহার করা ভাল। যদি দেখেন ছবিটা অনেক কমপ্লেক্স তাহলে JPEG বা 24-bit PNG ব্যবহার করতে পারেন।
কোন বড় ছবিকে ছোট আকারে ব্যবহার করতে হলে HTML কোড দিয়ে ছোট করবেন না। এতে সাইজ টা ছোট দেখা যায় কিন্তু ফাইল সাইজ সেই বড়ই থাকে। তাই কোন ইমেজ এডিটর এ ইমেজটি নিয়ে সাইজ ছোট করে সেভ করে আপলোড করতে হয়। এতে ফাইল সাইজ ও ছোট হয়।
তাই সাইটে কম ইমেজ ইউজ করা একটা ভাল ও শর্টকাট উপায়। কিন্তু এটার জন্য অন্য আরেকটা উপায়ও রয়েছে। আপনি ইমেজ সাইটে ঠিকই আপলোড করবেন কিন্তু এটা আপনার সাইটের স্পীডের উপর প্রভাব ফেলবে খুবই কম। আপনি বিভিন্ন টুলস ইউজ করে আপনার ইমেজগুলো অপটিমাইজ করে আপনার সাইটে আপ করতে পারেন।
WP Smush Image Optimizer নামের একটা প্লাগিন এই ইমেজ অপটিমাইজেশনের জন্য খুবই উপকারী। এটা আপনার ওয়ার্ডপ্রেসে আপনি ইনস্টল করতে পারেন।
এর প্রো ভার্সনের কিছু সুবিধা নিচে দেওয়া হলঃ
আপনার ফ্রি WP Smush Image Optimizer কে প্রো ভার্সনে পরিবর্তন করা নিয়মঃ
না বুঝলে নিচের ছবিটি দেখুন। নিচের ছবিতে “if (empty($api_key” ফাংশনটি পরিবর্তন করা হয়েছে।
আমি মুহম্মদ নাফিজ রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"নিজে জানুন, অন্যকে জানান"
টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।
টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।