টেকটিউনস এর টিউনারবোর্ড প্লাগিনটি এখনি ডাউনলোড করে নিন। আপনি হয়তো এটাই খুজছিলেন (Dashboard User profile Detais)।

সবাইকে ঈদের আগাম সুভেচ্ছা জানিয়ে আমার টিউন শুরু করছি। আজকের টিউনটা তাদের জন্য যারা ইতিমধ্যে ওয়ার্প্রেসের সাথে পরিচিত এবং একে ঘিরেই ঘুরপাক খাচ্ছেন। যারা ওয়ার্ডপ্রেস কি তা জানেন না তারাও কিন্তু এই টিউনটা পড়তে পারেন। কারণ এতে পরবর্তীতে স্মৃতি হাতড়াতে সুবিধা হবে। আজকের টিউনে আমি  একটি  WordPress plugins সম্পর্কে আলোচনা করব। এই প্লাগিন একটি সাইটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আর প্লাগিন টির নামঃ

Dashboard User profile Detais-(DUPD)

screenshot1

টেকটিউনস এর মত ড্যাসবোর্ড উইজেট যুক্ত করতে একটি দারুন প্লাগিন।

এই প্লাগিনটি আপনার সাইটের ড্যাশবোর্ডে একটি সুন্দর প্রফাইল উইজেট যোগ করবে।

এবার প্লাগিনটির ফিচার বা বৈশিষ্ট্য  গুলো দেখে নেই...

বৈশিষ্ট্য গুলো হল:

  1. সাইটের ড্যাসবোর্ড/টিউনারবোর্ডে অটোমেটিক বা সয়ংক্রিয় ভাবে একটি প্রফাইল উইজেট যোক্ত হবে.
  2. সম্পূর্ণ প্রোফাইল এর তথ্য এক পলকে দেখতে পারবে, দরকারি সকল লিংক সামনে থাকবে।
  3. "সেটিং" মেনু অধীনে আপনার উইজেট টেমপ্লেট টেক্সট পরিবর্তন করতে পারবেন, সেটিং করার জন্য সেটিং পাতা আছে।
  4. প্লাগিনটি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন।
  5. কনফিগার করা সহজ।

ডাউনলোড লিংক

Features include:

  • its auto generate widget.
  • full profile show.
  • Setting page "Dashboard User profile Detais-(DUPD)" under "setting" menu to set the Template Text of your Widget.
  • Simple plugin so that you can customize it as per your need.
  • Easy to configure

 

সৌজন্যেঃ বিডিটিউনস.com

 

আমার লেখা আরো কিছু টিউনস"

Level 1

আমি তানবির হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস এ কিভাবে যোগ করব??

    এটা তো টিটির এ্যাড ওন না। এটা WordPress প্লাগিন।

হেব্বি তো

কাজে লাগবে। আমার সাইটের জন্য একটু সাহাজ্য দরকার, যদি করতেন খুব উপকার হত।

আপনার লেখাটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ

ভাই! আপনার একটা হেল্প লাগবে?