সবাইকে ঈদের আগাম সুভেচ্ছা জানিয়ে আমার টিউন শুরু করছি।
আজকের টিউনে আমি কিছু WordPress plugins সম্পর্কে আলোচনা করব। এই প্লাগিন গুলো এক্তী সাইটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ডাওনলোড করে সংগ্রহে রাখতে পারেন। এই plugin গুলো আপনার wordpress সাইটকে আরো সুন্দর ও user friendly করবে। টিউনটি পড়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ডাওনলোড করবেন। ডাওনলোড link সবশেষে দেয়া হবে।
**প্লাগিনগুলোর ডাউনলোড link এর আগে আমার ব্লগে প্রকাশ হয়েছে। তাই ডাওনলোড হিসাবে আমার ব্লগের ঠিকানা দিলাম**
Profile Builder : WordPress সাইটে user এর প্রোফাইল ম্যানেজমেন্ট এবং login/registration সিস্টেম নিয়ন্ত্রন করতে Profile Builder প্লাগিন টি অত্যন্ত জনপ্রিয়।
কিছু সুবিধা:
*এর মাধ্যমে সাইটের user কে login or registration এর পর নির্দিষ্ট page এ redirect করা যাবে।
* শর্ট কোডের মাধ্যমে যেকোন জায়গায় লগিন প্যানেল যুক্ত করা যাবে
* user আরো নতুন নতুন কিছু সুবিধা দেয়া যাবে
SB Login: সাইটের সাইডবারে লগিন ও রেজিস্ট্রেশন সিস্টেম বসাতে এই প্লাগিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনি সুন্দর একটি ইন্টারফেস যুক্ত লগিন বার পাবেন। আপনি চাইলে আলাদা লগিন পেজও তৈরি করতে পারবেন এই প্লাগিন এর মাধ্যমে।
সুবিধা:
* প্রয়োজন অনুসারে কাস্টোমাজ করা যায়।
* শর্টকোড ব্যবহার করা যায়।
Social Login: এই প্লাগিন টি WordPress site এর জন্য এনে দিয়েছে সোস্যাল সাইট ব্যবহার করে লগিন করার সুযোগ। এটি ব্যবহার করে user রা তাদের facebook, google,Twitter, linked in ইত্যাদি প্রোফাইল ব্যবহার করে রেজিস্ট্রেশন ও লগিন করতে পারবে। ফলে লগিন ও রেজিস্ট্রেশন হয়ে উঠবে আরো সহজ ও কম সময় সাপেক্ষ।
সুবিধা:
*যেকোন সোস্যাল সাইট যোগ অথবা বাদ দেয়া যাবে
সবাইকে ধন্যবাদ।
এটি আগে প্রকাশিত হয় আমার ব্লগে
আমি তানভীর হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
good