আমরা অনেক ওয়েবসাইটে দেখেছি নোটিশ বোর্ড এবং তা উপর নিচ স্ক্রলিং করে। এটি ওয়েবসাইটকে অনেকটা লাইভ করে রাখে। আপনিও ইচ্ছে করলে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে স্ক্রলিং নোটিশ বোর্ড যোগ করতে পারেন।আমরা কতগুলো প্লাগিন নিয়ে আলোচনা করবো যার সাহায্যে আপনি সহজেই স্ক্রলিং নোটিশ বোর্ড তৈরী করতে পারেন।
একটু বুঝিয়ে বলি,আপনি যদি বিভিন্ন কলেজ,ইউনিভারসিটির সাইট ভিজিট করেন তাহলে দেখবেন বিভিন্ন দেখা স্ক্রলিং করতেছে। তা হতে পারে পেজের সাইডে,হতে পারে তা উপরে। যাইহোক,এটি নতুন নিউজ সম্পর্কে আইডিয়া দেয়।মানে কি কি এখন টিউন হলো তা দেখা যায়।
নিচের চিত্রে দেখানো হয়েছে কিভাবে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজেশন করবেন। টাইটেল, কোন ক্যাটেগরি থেকে টিউন দেখাবে তাও সিলেক্ট করে দিতে পারেন।
আপনি এই প্লাগিনের সাহয্যে যা যা করতে পারবেন তা হলো কোন ক্যাটেগরির টিউন এখানে আসবে তা সিলেক্ট করতে পারেন। কেমন টিউন দেখাবে তা সিলেক্ট করে দিতে পারেন।
এই প্লাগিনের সাহয্যে আপনি লেখার কালার থেকে শুরু করে স্ক্রল কোন দিকে যাবে তা সিলেক্ট করতে পারেন।
এটি আপনাকে অনেক সুবিধা দিবে।আপনি ইচ্ছে করলে উপর থেকে নিচ,নিচ থেকে উপর,বাম থেকে ডানে,ডান থেকে বামে স্ক্রলিং করাতে পারবেন
আমি সুমাইয়া সুমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল জিনিস …। শেয়ার করার জন্য ধন্যবাদ