দেখে নিন ওয়ার্ডপ্রেস এর সবচেয়ে শক্তিশালী সিকিউরিটি প্লাগিন !!!!!

ওয়ার্ডপ্রস এখনকার সবচেয়ে ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট এর বড় হাতিয়ার এবং অনেক সিকিউর তারপর এই সাইট হ্যাক হচ্ছে তার সবচেয়ে বড় কারন সার্ভার দুর্বল কিংবা সিমিলিঙ্ক বা সার্ভার রুট এর কারনে কিন্তু যারা দুর্বল সার্ভার ব্যাবহার করছেন তারা কি তাদের সাইট হুমকির মুখে ফেলে দিবেন তা অবশ্যই কাম্য নয় তাই আজকে আমি আপনাদের ওয়ার্ডপ্রেস এর এমন একটি শক্তিশালী  প্লাগিন এর কথা বলবো  যার মাধ্যমে আপনি আপনার সাইটটিকে ভালো মানের সিকিউরিটি দিতে পারবেন  অন্যান্য প্লাগিন এর চেয়ে দ্বিগুণ ।প্লাগিনটির নাম  সিকিউরিটি নিনজা লাইট (Security Ninja Lite) । সিকিউরিটি নিনজা লাইট (Security Ninja Lite) এর  ডাউনলোড লিঙ্ক

এটার ফ্রি ভার্সন ও প্রিমিয়াম ভার্সন রয়েছে আমি খালি ফ্রি ভার্সন এর কথাই বলবো  । এটা সাধারণত যারা সার্ভার সম্পর্কে ভালো জানেন তাদের জন্য  ম্যানুয়াল ও যারা জানেন না তাদের জন্য অটোমুড সিস্টেমে এ প্লাগিনটি কনফিগার করা যায় । যদি তাও না পরেন যা যা পারেন না তা বাদ দিয়ে যা যা পেরেছেন তা রেখে সেভ করুন অন্তত এটা সিমিলিঙ্ক হ্যাকিং সিস্টেম থেকে মুক্তি দিবে ।

softcoder it institute

আসুন দেখি  কি কি  গুনগান করা যায় এরঃ

  • এটা দিয়ে আপনার .htaccess ফাইল কনফিগার করতে পারবেন শুধু সাইট না পুরা সার্ভারের এবং আপনি যদি মোটামুটি বা ভালো মানের সার্ভার সম্পর্কে বোঝেন তাহলে এই সাইট থেকে আপনি আপনার সার্ভার কে পুরো সিকিউরিটি দিতে পারবেন আপনার হোস্টিং কম্পানি কে বুড়ো আঙ্গুল দেখিয়ে ।
  • এটা দিয়ে কিছুটা ডিএনএস কে নিরাপত্তা দিতে পারেন যদি আপনি ইয়াহুর হায় হায় বা  গোড্যাডির ১$-২$ এর গো টু হেল মার্কা ডোমেইন কিনেন  ।          
  • ডাটাবেজ এর প্রিফেক্স ও প্রিভিলেজ নিয়ে কাজ করতে পারবেন ।
  • সিপ্যানেলে না গিয়ে সি প্যানেল এর কাজ করতে পারবেন এখানে ।
  • যদি মনে করেন হ্যাকিং এল এফ আই বা আর এফ আই (যেটা ফ্রি থিমে থাকে) থাকে তাহলে ওটাও বন্ধ করতে পারবেন ।
  • স্পেশাল ফিল্টারিং সিস্টেম ব্যাবহার করতে পারবেন
  • অন্যান্য অনেক প্ল্যাগিন্স আছে যারা সাইট স্ক্যান করে সিকিউরিটির ব্যাপারে সঠিক তথ্য দেয় না  কিন্তু এটি ৯০% নির্ভুল তথ্য প্রদান করে  খুবই কম সময়ে ।
  • .htaccess যদি ঠিক মত লিখতে পারেন শুধু সাইট নয় পুরো সার্ভার কে স্ক্যান করিয়ে নেওয়া যায় ।
  • এটি সাইট ও ভালো ভাবে কনফিগার করতে পারলে পুরো  সার্ভার কে ডিডস এট্যাক ও ব্যুরেট  ফোর্স  এর হাত থেকে নিশ্চিন্ত থাকবেন ।সার্ভার রুট এক্সপ্লয়েট Sec.out ত্র্য করলেও রুট পাসওয়ার্ড ও পাবে  না ।
  • অথবা কেও যদি এট্যাক করার কিংবা অন্যাভাবে প্রবেশ করার চেস্টা করে তার বিরুদ্ধে শক্তিশালী ঢাল হিসাবে কাজ করবে।
  • আমরা অনেকেই হাজার হাজার টাকা খরচ করি একটা ভালমানের ফায়ারওয়াল এর জন্য কিন্তু আপনি যদি  ফায়ারওয়াল কনফিগার করতে না পারেন তাহলে সমস্যা নেই কারন এর ডিফল্ট ফায়ারওয়াল ও কম যায়না যদি ঠিক মত কনফিগার  করতে পারেন ব্যাস শুধু সাইট কে না পুরো সার্ভার এই এই ফায়ারওয়াল ব্যাবহার করতে পারবেন ।
  • এর ডিফল্ট ফায়ারওয়াল  অন্যান্য প্লাগিন্স এ  নিজস্ব পরিবর্তন করা ফায়ারওয়াল এর চেয়েও শক্তিশালী ।
  • এটি অন্যান্য হ্যাকিং সিস্টেম যেমন  স্ক্রিপ্ট  এর সাহায্যে হ্যাক করা প্রতিরোদ করে ।
  • এটি যেকোন এক্সপ্লয়েট এর বিরুদ্ধে কাজ করতে পারবে ।
  • যদি আপনি এটি ঠিক মত কনফিগারেশন নাও করতে পারেন সমস্যা নাই যারা বাংলাদেশ ও বহিরবিশ্বে কথিত ল্যামার হ্যাকার রয়েছে তারা সারাজীবন চেস্টা করে যাবে কিন্তু কিছুই করতে পারবে না আর যদি আপনি ভালো ভাবে কনফিগার করতে পারেন বড় বড় হ্যাকার রাও হিমশিম খেয়ে যাবে এমনি আপনার সাইট ও সার্ভার হ্যাক করার কথাও মাথায় আনবে না ।
  • এটা ৩৬ জন প্রোগ্রামার ইউজার ও এলিট হ্যাকার দের কে দেওয়া হয়েছে শুধু চেক করার জন্য ।
  • এটা দিয়ে আরো অনেক অনেক ভাবে সিকিউরিটি  দিতে পারবেন আপনি  ।
    তবে সত্যি কথা বলতে এই সাইটটির সিকিউরিটি এই  সিকিউরিটি নিনজা লাইট (Security Ninja Lite) দিয়ে  আমি ভালভাবে কনফিগার করে দেয়েছি । ভালো থাকবেন সবাই ভবিসৎ আরো ভালো কিছু প্লাগিন নিয়ে লিখবো  ।

Level 0

আমি দাঁড় কাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আইটি সিকিউরিটি রিসার্চার । আমি আইটি সিকিউরিটি ও প্রোগ্রামিং নিয়ে কাজ করতে ভালোবাসি । আমাদের মত সল্প উন্নত দেশে আমি চেস্টা করবো বিনামূল্যে বা সল্প মূল্যে উন্নত মানের আইটি সিকিউরিটি আপনাদের কাছে পৌঁছে দিবো । চেস্টা করবো খুলে দিতে সিকিউরিটির প্রত্যেকটি দুয়ার সত্যি কারের সিকিউরিটি কি তা জানাবো আপনাদের...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

থ্যাংকস না জানিয়ে পারলাম না। 🙂

ধন্যবাদ তো দিতে ইচ্ছে করতেছে না। ইচ্ছে করতেছে আরও বড় কিছু দিতে। প্রীয়তে রাখতে বাধ্য করলেন, না রেখে পারলাম না।

nice tune সময় পেলে আমার সাইট টি থেকে ঘুরে আসুন = http://www.todaytrust.com