আসসালামু আলাইকুম, আজ প্রায় এক বছর পরে আবার নিজের একটি প্লাগিন পাবলিশ করলাম। এটা সাধারনত ব্যক্তিগত সাইট বা যে সকল সাইটের রাইটার অনুমতি পাবলিকের জন্য না তারা ব্যবহার করতে পারেন, কারন অনেক সাইট হ্যাকাররা যে সকল পদ্ধতি অবলম্বন করে তার মধ্যে একটি পদ্ধতি হলো সাইটের এ্যডমিন ইউজার নেম জানতে পারলে কয়েকটি পদ্ধতিতে ঐ সাইটের কন্টোল নেন, তার মধ্যে একটি হলো তারা ফরগেট পাসওয়ার্ড অপশন ব্যবহার করে নতুন পাসওয়ার্ড তৈরী করে নেন, আর তাই যে সকল সাইটের ফরর্গেট পাসওয়ার্ড অপশনটি জরুরী নয় তারা চাইলে এই প্লাগিনটি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট অপশন বন্ধ করে দিতে পারেন, প্লাগিন লিংক cb-lost-password-remover
বি: দ্র: প্লাগিনটি আপনার দরকারী মনে হলে বা উপকারী মনে হলে রিভিউ দিতে ভুলবেন না
আমি মোঃ আবুল বাশার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice tune সময় পেলে আমার সাইট টি থেকে ঘুরে আসুন = http://www.todaytrust.com