-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।
বর্তমান বিশ্বে ওয়ার্ডপ্রেস হলো সবচেয়ে জনপ্রিয় সিএমএস (কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম)। ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্স সিএমএস হওয়াতে ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীর সংখ্যায় সর্বাধিক। ওয়ার্ডপ্রেস খুব বেশি ব্যবহার বান্ধব হওয়াতে যে কেউ খুব সহজে একটি ওয়ার্ডপ্রেস সাইট তৈরী করে ফেলছে। এর মধ্যে হয়তো আপনি এবং আমিও আছি। কিন্তু এত্তো এত্তো ওয়ার্ডপ্রেস সাইটের ভেতরে আপনার সাইটটিকে কিভাবে স্পেশাল প্রমাণ করবেন? কিভাবে আপনার সাইটটিকে শতভাগ নিরাপদ এবং ব্যবহার বান্ধব করবেন এবং অনেক বেশি সুযোগ সুবিধা যোগ করবেন? উত্তর জানেন কি? না জানলেও সমস্যা নেই। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি শুধুমাত্র আপনাদের এই প্রশ্নগুলোর সমাধানের জন্যই। টিউনের শিরোনাম দেখেই হয়তো বুঝতে পারছেন আমি পর্বভিত্তিক টিউন করবো। আসলে ২০টি প্লাগিন বিষয়ে একটা টিউন করা আমার জন্য খুব কষ্টকর একটা ব্যাপার হতো।তাই আমি আমার সমস্ত টিউনটিকে ৪টি ভাগে ভাগ করে আপনাদের সামনে উপস্থাপন করবো। তো চলুন জেনে নেওয়া যাক কী কী থাকছে আমার সমস্ত টিউনে।
তাহলে আর দেরি কেন? চলুন তাহলে আমাদের প্রথম পর্ব শুরু করা যাক । আমি যদি প্লাগিনগুলো বিষয়ে বিস্তারিত বলতে চাই তাহলে ২০ টি প্লাগিনের জন্য কমপক্ষে ২০টি টিউন লাগবে। তাই আমি এই টিউনে প্লাগিন গুলো বিষয়ে শুধু প্রাথমিক ধারনা দেওয়ার চেষ্টা করবো এবং বিস্তারিত তথ্যের জন্য আপনাকে প্লাগিনের অফিশিয়াল পেজে নিয়ে যাবো।
Anti-Spam প্লাগিনের সাহায্যে আপনি খুব সহজ ভাবে স্প্যামিং কমেন্ট গুলোকে এভয়েড করতে পারবেন। তাছাড়া অনেক সাইটে নিজেকে মানুষ প্রমাণ করার জন্য ক্যাপচা সল্ভ করতে হয়, যা খুব বিরক্তিকর একটা ব্যাপার। Anti-Spam ব্যবহার করলে ভিউয়ারকে এ ধরনের সমস্যায় পড়তে হবেনা। কারন Anti-Spam এর ডেভেলপারবৃন্দ বিশ্বাস করেন মানুষকে কখনোই প্রমাণ করার দরকার নেই যে সে একজন মানুষ।
তাহলে এখানে ক্লিক করে এখনই একটু এক-নজরে ঘুরে আসুন Anti-Spam এর পেজ থেকে।
ওয়ার্ডপ্রেস সব সময় ব্লগারদেরকে ভালো মানের কন্টেন্ট লিখতে সাহায্য করে। সুতরাং আপনি যখনই কোন কিছু লিখতে যাবেন তখন WordPress SEO প্লাগিন সবচেয়ে বেশি ব্যবহৃত কিওয়ার্ডগুলো আপনার সামনে ফোকাস করবে। ফলে লেখা শেষে আপনি বুঝতে পারবেন আপনার লেখাটিতে সবচেয়ে বেশি কিওয়ার্ড রয়েছে। SEO সহায়ক হওয়ার জন্য এর চেয়ে বেশি আর কী’বা চাইবার আছে বলুন? চিত্রে একবার চোখ রাখলেই ঘটনা কী বুঝতে পারবেন।
তাহলে এখানে ক্লিক করে এখনই একটু এক-নজরে ঘুরে আসুন WordPress SEO by Yoast এর পেজ থেকে।
এই প্লাগিনটি আপনার সাইটে WordPress.org সাইটের সকল সুবিধা প্রদান করবে। আপনি যখন আপনার নিজের কোন সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখন এটা আপনাকে WordPress.org এর সকল কিছু এনে দেবে কোন প্রকার ঝামেলা ছাড়ায়। তাছাড়া আপনি ড্যাশবোর্ড আপনার সাইটের সকল তথ্য জানতে পারবেন। এছাড়া এই প্লাগিনের সাহায্যে আপনি আপনার পোস্ট বা কমেন্টর এর জন্য ইমেইল সাবস্ক্রিপশন এড করতে পারবেন। তাহলে আরো কি কিছু লাগবে?
এখানে ক্লিক করে এখনই একটু এক-নজরে ঘুরে আসুন Jetpack এর পেজ থেকে।
এটা হলো সবচাইতে সহজ একটি জিনিস। আপনি শুধু মাত্র আপনার ট্র্যাকিং আইডি প্রবেশ করান আর জেনে নিন আপনার সাইটের বর্তমান অবস্থা। না বুঝলে চিত্র দেখুন।
এখানে ক্লিক করে এখনই একটু এক-নজরে ঘুরে আসুন GA Google Analytics এর পেজ থেকে।
এই প্লাগিনটি অত্যন্ত প্রয়োজনীয় একটি প্লাগিন। আপনি যখন GA Google Analytics প্লাগিনের সাহায্যে আপনার ট্র্যাকিং কোড বসাবেন তখন ড্যাশবোর্ড থেকেই আপনি Google Analytics ডাটা দেখতে পারবেন। এর সাহায্যে আপনি খুব সহজেই আপনার সাইটে ভিজিটর সংখ্যা, সার্চ সংখ্যা, প্রত্যেক পেজে কতজন ভিজিট করেছে, আপনার সাইটের বাউন্সরেট, কতবার সাইট ভিজিট হয়েছে ইত্যাদি সহ আরো অনেক তথ্য জানতে পারবেন।
এখানে ক্লিক করে এখনই একটু এক-নজরে ঘুরে আসুন Google Analytics Dashboard এর পেজ থেকে।
টিউনটি আপনাদের কতোটুকু কাজে এসেছে কিংবা কোন উপকার পেলেন কিনা সেটা আমাকে টিউমেন্টের মাধ্যমে অবশ্যেই জানাবেন। কারন এখানে আপনাদের মন্তব্যের উপরেই নির্ভর করবে এ ব্যাপারে আগামি পর্ব গুলো হবে কিনা। আপনারা উপকৃত হলেই কেবল আগামি পর্বগুলো দেখতে পাবেন। আজকের টিউনটিতে অনেক ইংরেজি শব্দ বাংলায় লিখেছি, আপনারা বিষয়টা কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাছাড়া টিউনটি বুঝতে যদি কোন সমস্যা হয় তাহলে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
ভাই নতুনদের জন্য খুব ভাল