রেখে দিন অসাধারন একটি ওয়ার্ডপ্রেস প্লাগিন

আসসালামু আলাইকুম , কেমন আছেন সবাই  আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন, আজ আমি  ওয়ার্ডপ্রেস প্রেমিকদের জন্য একটি অসাধারন প্লাগিন শেয়ার করছি যা আপনার ওয়েব পেজকে  আকর্ষনীয় করে তুল্বে এতে কোন সন্দেহ নেই । জানতে ইচ্ছা করছে কি সে প্লাগিন  হা আমি এখনি প্লাগিন্টি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করছি তাহলে চলুন ........................

যাদের  WordPress  এ ব্লগ আছে বা  WordPress  ব্লগ তৈরি করবেন বলে ভাবছেন তারা এই প্লাগিনটি রেখে দিতে পারেন । এই প্লাগিনটি  WordPress এর যে কোন থিমে ইন্সটল করে এক্টিভ করলে পেজের উপরের ডান কোনাই একটু ভাজ করে দেবে , আপনার মাউস পয়েন্টার ঐ ভাজের উপর নিয়ে গেলে ভাজটি আরোও  বড় হয়ে যাবে , সেখানে আপনি চাইলে অন্য কোন পেজের লিঙ্ক এড করতে পারবেন , প্লাগিনটির ডেমো দেখার জন্য আমার ব্লগ  এর উপরে ডান কোনাই খেয়াল করুন দেখুন   New Offer লেখা আছে ঐ খানে মাউস পয়েন্টার নিয়ে গেলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে । ফাইলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

এই টিউনস টি  কমেন্টে জানাতে ভুল্বেন না কিন্তু  আর হা যদি সময় পান তাহলে একবার ঘুরে আসবেন আমার ব্লগ   থেকে আসা করি ঠোকবেন না , তাহলে আজ এই পর্যন্ত , আল্লাহ হাফেজ ।

Level 0

আমি কাবির হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগলো