আসসালামু আলাইকুম হাই বন্ধুরা তোমরা কেমন আছ? আমি ভাল আছি আশা করি তোমরা সবাই ভালই আছ। আমাদের যাদের ওয়ার্ডপ্রেস ব্লগ আছে বা ব্লগ নিয়ে কাজ করি তাদের জন্য ওয়ার্ডপ্রেস প্লাগিন্স খুব গুরুত্বপূর্ন।
আজকের/এই পর্বের প্লাগইন Contact Form7:
প্রতিদিন আমরা অনেকেই আমাদের দরকারি ওয়ার্ডপ্রেস প্লাগিন্স ইন্টারনেটে খুজে বেরাই। প্রতিদিন আমরা ইন্টারনেটে হাজার হাজার ওয়ার্ডপ্রেস প্লাগিন্স পেতে পারি খুব সহজেই। এর মধ্যে কিছু হচ্ছে প্রয়োজনীয় এবং কিছু হচ্ছে অপ্রয়োজনীয়। এটি সম্পূর্ণ আপনার উপরই নির্ভর করে যে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ কতটুকু শক্তিশালী এবং আকর্ষনীয় করে তুলতে চান বিভিন্ন ধরণের প্লাগিন্স ব্যবহার করে যার মাধ্যমে ভিজিটররা পাবে এক অন্য আনন্দ। এবং আপনি পাবেন অন্যরকম অনুভূতি।
আজকের পর্বেও আপনাদের জন্য একটি দরকারি ওয়ার্ডপ্রেস প্লাগইন নিয়ে এসেছি। নাম:Contact Form7 মাল্টিপ্যাল কন্টাক্ট ফর্ম, প্লাস ইত্যাদি ব্যবস্থাপনা করে যা আপনি সহজে মার্কআপের মাধ্যমে মেইল কন্টেন্ট কাস্টমাইজ করতে পারেন। এছাড়াও রয়েছে অ্যাজাক্স, ক্যাপচা এবং আস্কিমেট সাপোর্ট। এটি দারা টিটির মত ক্যাপচা দিতে পারবেন।
[অনেকেই এর নাম শুনে থাকতে পারেন। এবং ব্যবহার করে থাকতে পারেন। আমি পর্ব ভিত্তিক টিউন করতেছি তাই প্রথম থেকেই শুরু করছি]
আমি হাসান মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নাম আমার হাসান ; ওয়েব সাইট ডিজাইন করা আমার পেশা । আমার ব্লগ নাম ওব্লগবিডি.কম http://www.bdTuneS.com ছাএ তেমন ভালো না, পড়া লেখায় মন বসেনা, এই তো আমার জীবন ।
খুব ভাল ধন্যবাদ।