আসসালামু আলাইকুম হাই বন্ধুরা তোমরা কেমন আছ? আমি ভাল আছি আশা করি তোমরা সবাই ভালই আছ। আমাদের যাদের ওয়ার্ডপ্রেস ব্লগ আছে বা ব্লগ নিয়ে কাজ করি তাদের জন্য ওয়ার্ডপ্রেস প্লাগিন্স খুব গুরুত্বপূর্ন।
আজকের/এই পর্বের প্লাগইন
প্রতিদিন আমরা অনেকেই আমাদের দরকারি ওয়ার্ডপ্রেস প্লাগিন্স ইন্টারনেটে খুজে বেরাই। প্রতিদিন আমরা ইন্টারনেটে হাজার হাজার ওয়ার্ডপ্রেস প্লাগিন্স পেতে পারি খুব সহজেই। এর মধ্যে কিছু হচ্ছে প্রয়োজনীয় এবং কিছু হচ্ছে অপ্রয়োজনীয়। এটি সম্পূর্ণ আপনার উপরই নির্ভর করে যে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ কতটুকু শক্তিশালী এবং আকর্ষনীয় করে তুলতে চান বিভিন্ন ধরণের প্লাগিন্স ব্যবহার করে যার মাধ্যমে ভিজিটররা পাবে এক অন্য আনন্দ। এবং আপনি পাবেন অন্যরকম অনুভূতি।
আজকের পর্বেও আপনাদের জন্য একটি দরকারি ওয়ার্ডপ্রেস প্লাগইন নিয়ে এসেছি। নাম:Yet Another Posts Plugin আপনার সাইটের একই রকমের টিউন গুলোর লিস্ট তৈরি করে একই রকম বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। টিউন টাইটেল, কন্টেন্ট, ট্যাগ এবং ক্যাটাগরি ইত্যাদিতে একটি এডভান্স এবং বহুমুখী অ্যালগরিদম ব্যবহার করে এই লিস্ট জেনারেট করে যা কাস্টম্যাবল অ্যালগরিদম হিসেবেও ব্যবহৃত হয়।
[অনেকেই এর নাম শুনে থাকতে পারেন। এবং ব্যবহার করে থাকতে পারেন। আমি পর্ব ভিত্তিক টিউন করতেছি তাই প্রথম থেকেই শুরু করছি।
আমি হাসান মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নাম আমার হাসান ; ওয়েব সাইট ডিজাইন করা আমার পেশা । আমার ব্লগ নাম ওব্লগবিডি.কম http://www.bdTuneS.com ছাএ তেমন ভালো না, পড়া লেখায় মন বসেনা, এই তো আমার জীবন ।
ভালো হচ্ছে ভাই। তবে একটা একটা করে না দিয়ে ২/৩টা করে দেন।