ওয়ার্ডপ্রেস এর জন্য দুটি গুরুত্বপূর্ণ প্লাগিন, ব্রান্ডিং এর জন্য খুবই দরকারি

আমরা যারা ওয়ার্ডপ্রেস ব্লগ চালাই তারা ভালো ভাবেই জানেন ব্রান্ডিং কি? যাহোক যারা নতুন তাদের জন্য আজ দুটি প্লাগিন নিয়ে আলচনা করবো। যদিও কাজ দুটোরই একি তারপরেও জার যেটা পছন্দ সে সেটা ব্যবহার করতে পারেন। আপনার সাইট এ যদি অনেক ইউজার থাকে তাহলে এই দুটি প্লাগিন ব্যবহার করতে পারেন। এই প্লাগিন দুটির কাজ হল আপনি আপনার ইউজারদের কি কি মেনু দেখাতে চান। আপনি এই দুটি প্লাগিন দিয়ে সেটা নিয়ন্ত্রণ করতে পারেন। যাহোক নিছে প্লাগিন দুটির লিঙ্ক দিলাম দেখেশুনে যেটি ভালো লাগে সেটি ব্যবহার করবেন। তবে আমার কাছে  Adminimize প্লাগিনটাই পছন্দ বেশি।

1. Adminimize

2. White Label CMS

প্রথম লেখা হয়েছিল অ্যানিটেক এ। আশা করি একবার ঘুরে আসবেন। আমাদের ফেসবুক পেজ

Level 0

আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বিস্তারিত লিখলে ভালো হত।

বিস্তারিত লিখুন