আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।
আজকে আমি আপনাদের ৬টি রিকমান্ডেড প্লাগইন্স এর সাথে পরিচয় করিয়ে দিবো। আসলে এই টিউনটি মূলত নতুনদের জন্য। বর্তমান ইন্টারনেট বিশ্বে ওয়ার্ডপ্রেস একটি পরিচিত নাম। এই ফ্রীওয়্যার সফটওয়্যারটি গত ১১ বছর ধরে অনেক সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। এর এই সুযোগ সুবিধার পরিপেক্ষিতে গড়ে উঠেছে ছোট বড় অনেক অনেক ব্যবসা প্রতিষ্ঠান। অনেকে আবার গড়েছেন সফল ক্যারিয়ার। আবার অনেক নতুন প্রতিভাবানরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের ক্যারিয়ার গড়ার জন্য। আমি তাদের সাথে।
যাই হোউক, তারা নতুন ওয়ার্ডপ্রেস সাইট খুলেছেন তারদেরকে বলবো নিচের ৬টি প্লাগইন্স ইন্সটল দেওয়ার জন্য। কারণ এই প্লাগইন্স গুলো উপকারিতা নতুনদের জন্য সীমাহীন হতে পারে। তাই আর দেরি না করে ইন্সটল দিয়ে দিন।
বর্তমানে অনেক ওয়ার্ডপ্রেস সাইটই হ্যাক হচ্ছে। যার ফলে সেসব সাইট হারাচ্ছে তাদের ডাটাবেস। BackupBuddy প্লাগইনটি আপনার সাইট এবং আপনার ডাটাবেস ব্যাক-আপ করে রাখে। যার ফলে আপনার সাইটি হ্যাক হলে ও কোন চিন্তা নেই। আপনার ডাটাগুলো আবার পুনরায় ফিরে পাবেন। তাই যতপট ডাউনলোড করে এখনই ইন্সটল দিয়ে দিন। জেনে রাখা ভালো, এটি একটি প্রিমিয়াম প্লাগইন। আপনি চাইলে এই প্লাগইন্টি প্লাগইন ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারেন। আর তা যদি না পারেন তাইলে সমস্যা নেই আমি আপনাকে প্লাগইনটি মাগনাই দিবো 😛
এটি একটি অসাধারন প্লাগইন। এই প্লাগইনটির মাধ্যমে আপনি আপনার সাইটের ছবি ভিডিও ইত্যাদি আকর্ষনীয় করে তুলতে পারবেন। এটি ও একটি প্রিমিয়াম প্লাগইন। আপনি চাইলে এটা প্লাগইন ওয়েবসাইট থেকে ক্রয় করেতে পারেন।
স্ম্যামারদের রোধ করার জন্য Akismet একটি জনপ্রিয় প্লাগইন। এটি স্ম্যামার দের ম্যাসেজ ব্লক করে দেয়। তাছাড়া স্ম্যাম টিউমেন্ট ও এই প্লাগইনটি অটোমেটিকলী ব্লক করে দেয়। এই প্লাগইনটি ফ্রী। এটা ওয়ার্ডপ্রেসে পাওয়া যায়। যদি না পান তাইলে ডাউনলোড করে নিন।
এই প্লাগইনটি অনেক গুলো সুযোগ সুবিধা নিয়া হাজির হয় যা বলে শেষ করতে পারবো না। অটোমেটিকলী সোসিয়াল শেয়ার, কয় বার দেখা হয়েছে, রিলেটেড টিউন, কন্টাক্ট ফর্ম, কাস্টম টিউমেন্ট বক্স ইত্যাদি এই প্লাগইনটি সুযোগ সুবিধা দিয়ে থাকে।
এটি একটি আকর্ষনীয় কন্টাক্ট ফর্ম। তাছাড়া এই প্লাগইনটি এসইও ফ্রেন্ডলী, যা গুগল মামাও পছন্দ করে।
আশা করি এই প্লাগইন সম্পর্কে কিছু বলা লাগবো না। শুধু এটাই বলে রাখি এটা এক বস্তা এসইও এর কাজ করে। আর এসইও গুরুত্ব তো বুঝেনই।
আজ এ পর্যন্তই। আপনাদের কোন সমস্যা হলে টিউমেন্টে জানাবেন। যতাযত উত্তর দিতে চেষ্টা করবো।
এই টিউনটি সর্ব প্রথম প্রকাশিত হয় আমার ব্লগে।
আপনাদের প্রয়োজনীয় ওয়ার্ডপ্রেস থীম এবং প্লাগইন্স এর জন্য ঘুরে আসতে পারেন আমার ব্লগস্পটে।
যেকোন এন্ড্রয়েড এপ্স ডাউনলোড করুন এখনে।
আমি কলিমদ্দি দফাদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না Status from: Maasranga Tv Live
প্রিমিয়াম প্লাগিন ফ্রীতে ব্যবহার করা বিপজ্জনক। এটা মাথায় রাখা উচিত।