আপনার ব্লগ এ পোস্ট করার নিয়ম ঠিক করে দিন প্লাগিন এর মাধ্যমে

সকল techtunes বন্ধুদের সালাম জানিয়ে আজকের পোস্ট লেখা সুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ওয়ার্ডপ্রেস এর প্লাগিন নিয়ে আলোচনা করবো আর প্লাগিন আর নাম হল WyPiekacz ।
আপনার যারা ব্লগিং করেন আমার মনে হয় এমন কোন লোক নাই যারা Techtunes এর নাম শুনে নাই।
এখানে যখন আপনি পোস্ট করবেন তখন কিছু নিয়ম দেখতে পারবেন এই নিয়ম তা আপনি আপনার ব্লগ এ ও করতে পারবেন। এর জন্য লাগবে সুধু একটা প্লাগিন আর এর নাম হল WyPiekacz।

এই প্লাগিন দিয়ে আপনি যা করতে পারবেন তার কিছু বর্ণনা নিছে দিলাম.........

  •   পোস্ট এর সর্বনিম্ন ও সর্বোচ্চ ওয়ার্ড বা শব্দ।
  •   একটি পোস্ট এ কতো গুলো লিঙ্ক allow করবেন।
  •   পোস্ট এর Title এর সর্বনিম্ন ও সর্বোচ্চ ওয়ার্ড বা শব্দ।
  •   সর্বনিম্ন ও সর্বোচ্চ কয়টা ক্যাটেগরি নির্বাচন করতে হবে।
  •   সর্বনিম্ন ও সর্বোচ্চ কয়টা ট্যাগ নির্বাচন করতে হবে।
  •   নির্বাচিত ছবি দিতে হবে কিনা।

এছাড়াও আরও অনেক কিছু। এখন আপনি ঠিক করুন আপনার ব্লগ এ এটি কি দরকার আছে কিনা। যদি থাকে তাহলে নিছে লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন তাড়াতাড়ি।
WyPiekacz ডাউনলোড লিঙ্ক

প্রথম লেখা হয়েছিল অ্যানিটেক এ। আশা করি একবার ঘুরে আসবেন। আমাদের ফেসবুক পেজ

Level 0

আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার! এমন একটা জিনিসই অনেকদিন ধরে খুজছিলাম|