কিভাবে আপনার নিজের তৈরি প্লাগইন ওয়ার্ডপ্রেস ডিরেক্টরী তে যুক্ত করবেন সে বিষয়টি হয়ত অনেককেরই অজানা। ব্যক্তিগত ভাবে আমি নিজেও এ বিষয়টা জানতাম না কিছুদিন আগ পর্যন্ত।
আমি এই ডকটির মাধ্যমে কিভাবে প্লাগইন ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল সাইটে যুক্ত করতে হয় তা জানানোর চেষ্টা করছি ।
আপনার তৈরি প্লাগইন কেন ওয়ার্ডপ্রেসের সাইটে যুক্ত করবেন?
আপনি যদি আপনার প্লাগইন ওয়ার্ডপ্রেসে সাইট বা ওয়ার্ডপ্রেস ডিরেক্টরী যাই বলি না কেন, তাতে যুক্ত করেন তাহলে আপনার তৈরি প্লাগইন টি যে কেউ যে কোন সময় ব্যবহার করতে পারবে। প্লাগইনটি ওয়ার্ডপ্রেসের সাইটে সুরক্ষিত অবস্থায় থাকবে। প্লাগইনটি অনেক ভালো রেটিং সমৃদ্ধ হলে ওয়ার্ডপ্রেস তা ফিচারড করে রাখবে।
এছাড়া আপনি চাইলে প্রিমিয়াম প্লাগইন তৈরি করে আয়ও করতে পারেন তা থেকে।
প্লাগইন কিভাবে বানাবো? কেন? আপনি কি রাসেল ভাইয়ের পার্ট ৩ টিউটোরিয়াল ডাউনলোড করেন নি? টিউটোরিয়ালগুলো মনেযোগ সহকারে দেখেন আর নিজে নিজে হয়ে উঠুন প্লাগইন ডেভেলপার। প্লাগইন এর সাথে কি কি ফাইল থাকতে হবে?
যদি কোন কারনে এপ্রুভ না হয় তবে ওয়ার্ডপ্রেস টিম আপনাকে মেইলে প্লাগইন এপ্রুভ না হওয়ার কারনটি জানিয়ে দিবে এবং সেটি সমাধান করার জন্য ৭ দিনের সময় দিবে। এই সময়ের মধ্যে আপনি সেটি সমাধান করে মেইলের জবাবে আগের লিংকটি আবার দিয়ে বলবেন পুনরায় চেক করে দেখতে।
ওয়ার্ডপ্রেস টিম পুনরায় পরীক্ষা করে আপনার প্লাগইনটি এপ্রুভ করবে এবং আপনাকে একই এসভিএন লিংক দিবে। সেই লিংকটি হবে এরকম : http://plugins.svn.word press.org/Your_plugin_name
এই চারটি ফোল্ডার দেখতে পারবেন। তিনটিও থাকতে পারে। এখন আপনাকে trunk ফোল্ডারে আপনার প্লাগইন এর ফাইলগুলো আপলোড করতে হবে। এখন প্রশ্ন হলো এটা কিভাবে করবেন। আপনি তো ওয়ার্ডপ্রেসের এফটিপি পাসওয়ার্ড জানেন না।
এজন্য আপনাকে tortoisesvn.net এই সাইট থেকে tortoisesvn সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
এরপর আপনি আপনার কম্পিউটারে যে ফোল্ডারে প্লাগইন এর ফাইলগুলো রেখেছেন সেটি তে প্রবেশ করুন এবং আপনার প্লাগইন ফোল্ডার টির উপর রাইট ক্লিক করে SVN Checkout সিলেক্ট করুন। এবং আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিন।
কটি নতুন উইন্ডো পাবেন সেখানে URL of your plugin repository এর খালি বক্সে আপনি মেইলে সে এসভিএন লিংক পেয়েছেন (উদাহরন: http://plugins.svn.word press.org/Your_plugin_name) সেটি Paste করুন। এবং “Ok” button চাপুন।
এবার আপনার কম্পিউটারে আপনার প্লাগইন ফোল্ডারের নামে আরএকটি নতুন ফোল্ডার তৈরি হবে এবং সেখানে
এই ফোল্ডারগুলো দেখতে পাবেন।
মূল লেখা: Md Nurullah Hussain Member of আর আর ফাউন্ডেশন (অফিসিয়াল গ্রুপ)
আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!