ওয়ার্ডপ্রেস নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। বর্তমানে যেকেউ একটি ব্লগের মালিক হতে পারে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। এর সাথে বিভিন্ন প্লাগিন যুক্ত হওয়াই ওয়ার্ডপ্রেসের ব্যবহার আরও সহজ হয়ে গেছে। আপনাকে আর কোন কোডিং-ই জানতে হয় না, অথচ সহজেই একটি ব্লগের বিভিন্ন কার্যপ্রণালী তৈরি হয়ে যাচ্ছে প্লাগিনের ব্যবহারের কারনে। আজকে আমি তেমনি একটি প্লাগিন সম্পর্কে আলোচনা করবো, যেটা ব্যবহার করে খুব সহজেই আপনি ফিচারড পোস্টগুলো প্রদর্শন করতে পারবেন একটি স্মুথ jQuery স্লাইডার ব্যবহার করে। প্লাগিনের নাম হচ্ছে T4B Featured Slider, যা আপনি ওয়ার্ডপ্রেস স্টিকি পোস্ট এর একটি বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন।
প্রথমে যেটা করতে হবে তা হল, প্লাগিনটি ডাউনলোড করুন এবং আপনার ব্লগে তা আপলোড করে সক্রিয় করুন। আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের অ্যাডমিন প্যানেলের সাইডবারে T4B Slider নামে একটি মেনু পাবেন, যেখানে ৩ টি সাবমেনু আছে।
<?php if(get_option('t4b_option')==Enabled) { if(function_exists(show_Featured_Post_Slider())) { show_Featured_Post_Slider(); } } ?>
ব্যস! আপনার ব্লগে স্লাইডার চালু হয়ে যাবে, যেখানে প্রদর্শিত হবে শুধু সেই পোস্টগুলো যা আপনি ফিচারড লিস্টে যুক্ত করেছেন। এখন আপনি চাইলে আপনার মন মতো স্লাইডারটি কনফিগার করতে পারেন। এর জন্য আপনাকে কোডিং এ কোন হাত দিতে হবে না। প্যানেলে বসেই আপনি ইচ্ছামতো স্লাইডারটি ডিজাইন করতে পারবেন।
স্লাইডারে যে পোস্টগুলো প্রদর্শিত হচ্ছে তা যদি আপনি ঐ পেজে প্রদর্শিত হওয়া অন্যান্য পোস্টে না দেখতে চান তাহলে নিচের কোডটি কপি করে পেস্ট করে দিন ঠিক লুপের আগে। এরফলে সকল পোস্ট প্রদর্শিত হবে শুধুমাত্র ফিচারড পোস্ট ছাড়া।
<?php $stickies = t4bFeaturedPost(); $temp = $wp_query; $wp_query = null; if(get_option('t4b_option') == Enabled) { $wp_query = new WP_Query(array( 'post__not_in' => $stickies )); } else { $wp_query = new WP_Query(); } ?> //Then put the rest of the codes.
যদি আপনার এই পোস্টটি কোন উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের জানাবেন। যদি আপনার কোন মতামত থেকে থাকে অথবা আপনি কোন কিছু সুপারিশ করতে চান, নিশ্চিন্তে নিচে মন্তব্য করতে পারেন।
সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য এবং আপনার মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ।
সৌজন্যেঃ TiPS4BLOG
আমি মোঃ আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মোঃ আলম TiPS4BLOG এর প্রতিষ্ঠাতা লেখক এবং Realwebcare এর ম্যানেজিং পার্টনার। রিয়েলওয়েবকেয়ারে ওয়েব হোস্টিং, ডোমেইন রেজিস্ট্রেশান, ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজাইন সার্ভিসের পাশাপাশি সে ব্লগিং এর বিভিন্ন টিপস এবং ট্রিকস নিয়ে তার নিজস্ব ব্লগ TiPS4BLOG এ লেখালেখি করে।
স্লাইডার নিয়ে আপনার লিখা টা আমার খুব ভালো লিখছেন, ধন্যবাদ