আমরা যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ সাইট বা অন্যান্য সাইট তৈরী করি তারা আপডেট সমুহ সোস্যাল মিডিয়া (ফেইসবুক ,টুইটার,গুগল প্লাস ইত্যাদি ) তে শেয়ার করি মেনুয়ালী কিংবা অটো ভাবে। আমরা যখন কোন পোষ্ট শেয়ার করতে যায় তখন মাঝে মধ্যে পোষ্টের ইমেজ ছাড়া অন্য ইমেজ চলে আসে এই সমস্যাটি থেকে পরিত্রান পেতে ব্যবহার করতে পারেন facebook-thumb-fixer এই প্লাগইনসটি।
Facebook এ আমি
আমি হারুন রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্লাগিন্সটা আমার মতে, সকল ওয়ার্ডপ্রেস ব্লগ এর জন্য নাহ। কিছু ব্লগে এই ধরনের সমস্যা হয় কিন্তু, প্লাগিন ব্যাবহার নাহ করে ফেসবুক টুল দিয়েই এই সমস্যা সহজে সমাধান করা যায়। আর যতোটা সম্ভব প্লাগিন এর পরিমান কম রাখাই ভালো।
যাদের এই ধরনের সমস্যা হয় তারা, Facebook Debugger ব্যাবহার করতে পারে। যেই লিঙ্ক এর সমস্যা হচ্ছে সেই লিঙ্ক টা পেস্ট করে Debug বাটন এ ক্লিক করলে, ঐ লিঙ্ক এর সঠিক ইমেজ টি দেখাবে যতোবার ঐ লিঙ্ক ফেসবুক এ শেয়ার হবে। এই টুল টি বুকমার্ক করে, প্রতিবার কন্টেন্ট পাবলিশ করার পর লিঙ্ক টা Debug করে দিন।
খুব বেশি হলে ৩০ সেকেন্ড এর কাজ এটা। ধন্যবাদ পোস্ট এর জন্য। (With Respect)