অনেকের কাছে একটি বিরক্তকর বিষয় হল ওয়ার্ডপ্রেসে আপডেট করতে হলে ড্যাশ বোর্ড যেতে । সরাসরি থীমের মধ্যে কোন কিছুই থাকে । অনেকটা পিছন থেকে আপডেট করার মত । এটা অনেকের কাছে চরম একটি বিরক্তকর বিষয় । অনেকেই যায় ড্যাশবোড থেকে না করে কিভাবে আপডেট করা যায় বা বল্গিং করা যায় । একদম ঠিক সামুর মত। ঘুরতে ঘুরতে এই রকম একটি প্লাগিন পেলাম । যেটার নাম wp-user-frontend
এই প্লাগিন দিয়ে আপনি :
ড্যাশবোর্ড না গিয়েও আপনার বল্গ আপডেট করতে পারবেন ।
ইউজার রেজিস্ট্রশনের জন্য আলাদা কাস্টম ফিল্ড তৈরি করতে পারবেন ।
Avatar Upload করতে পারবেন
Frontend profile edit করতে পারবেন
Captcha Support করতে পারবেন
Registration form builder করতে পারবেন
আরো অনেক অনেক সুবিধা আছে । এক কথায় আমার কাছে অসাধারন লেগেছে ।
প্লাগিনটি এইখানে থেকে ডাউনলোড করতে পারবেন wp-user-frontend
আমি hamidul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।