অনেকেই পোষ্ট ভিউ কাউন্ট দেখার জন্যে প্লাগিন ব্যবহার করে থাকেন তাদের জন্যে ছোট একটি প্লাগিন
প্লাগিন ফিচারঃ
১। কোন পোষ্ট কতবার দেখা হয়েছে
২। কোন তারিখে কতবার দেখা হয়েছে
৩। পোষ্ট কোন দেশ এবং শহর থেকে পড়া হয়েছে
৪। পোষ্ট কোন সময়ে পড়া হয়েছে
৫। সবচেয়ে বেশি বার দেখে হয়েছে পোষ্ট এর লিস্ট
৬। কোন তারিখে সবচেয়ে বেশীবার দেখা হয়েছে এর পোষ্ট লিস্ট
আশা করি অনেকের কাজে লাগবে যাদের ভিসিটর এর স্থান সম্পর্কে সামান্য কিছু জানতে চান
প্লাগিনটি আমি নিজেই তৈরী করেছি এবং আশা করি প্লাগিনটি আরো আপডেট করে নতুন কিছু যোগ করতে পারব
প্লাগিনটি ভাল লাগলে ডাউনলোড করুন এবং কোন সমস্যা থাকলে জানাতে পারেন
আর http://wordpress.org এ একাউন্ট থাকলে স্টার রেট দিতে পারেন
ডাউনলোডঃ
http://wordpress.org/plugins/kento-post-view-counter/
কোন শহর থেকে দেখা হয়েছে
কোন তারিখে কতবার পোষ্ট ভিউ হয়েছে
আমি Nur Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শিখে যাচ্ছি যা খুসি ভাল লাগে.... তাই ফেইসবুকে আমিঃ https://www.facebook.com/hasanrang05
ডাটা কী ডেটাবেস এ জমা থাকবে? Database এ তো লোড পড়ে যাবে, হাই পীক এর দিন!