সবাইকে স্বাগতম!
আপনারা যারা ওয়ার্ডপ্রেস সাইটে ব্লগিং করেন এবং পোষ্টে ভোট বা থাম্ব আপ টাইপের প্লাগিন যুক্ত করতে চান তাদের জন্যে ছোট একটি প্লাগিন
কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে যুক্ত করবেন ?
১। অন্যান্য প্লাগিন এর মতই নিচের লিঙ্ক থেকে প্লাগিন টি ডাউনলোড করে নিন
http://wordpress.org/plugins/kento-vote/
২। এবং আপনার সাইটে আপলোড করে দিন এবং একটিভেট করুন
২। অথবা আপনার সাইটের প্লাগিন পেজ এ সার্চ করুন "kento vote" এবং ইন্সটল করে নিন
# Install Now বাটনে ক্লিক করে ইন্সটল করে নিন এবং একটিভেট করুন
# এরপর আপনার সাইটের যেকোণ পোষ্ট ভিসিট করুন তাহলে দেখতে পাবেন
এবং ভোট দিয়ে পেজ রিফ্রেশ করুন তাহলে দেখতে পাবেন আপনার গ্রাভাটার এ থাকা ছবি নিচের মত দেখাচ্ছে
প্লাগিন টির লাইভ ভিউ দেখতে চাইলে ভিসিট করতে পারেন
http://kentothemes.com/demos/kento-vote/kento-vote-plugin/
আরো কিছু
প্লাগিন টি আমি নিজেই তৈরী করেছি এবং এটি প্রথম ভার্শন আপনারা চাইলে রিভিউ দিতে পারেন এবং স্টার রেট দিবেন আশা করি নিচে লিঙ্কে যাদের একাউন্ট আছে
http://wordpress.org/plugins/kento-vote/
প্লাগিন টির কোন সেটিং পেজ নাই আশা করি পরবর্তী ভার্শনে আরো নতুন কিছু যুক্ত করতে পারব
অনেক ধন্যবাদ
আমি Nur Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শিখে যাচ্ছি যা খুসি ভাল লাগে.... তাই ফেইসবুকে আমিঃ https://www.facebook.com/hasanrang05
নুর ভাই,
অনেক ভালো লিখেছেন। পরবর্তী টিউন এর অপেক্ষায় রইলাম 🙂