প্রকাশিত হলো ওয়ার্ডপ্রেস প্লাগইন্স I Love You Bangladesh এর প্রথম ভার্সন । ওয়ার্ডপ্রেস সাইট বাংলা করার পথে আরো একধাপ এগুলো বাংলাদেশ!!

আসসালামুআলাইকুম,

প্রিয় পাঠকবৃন্দ , আজকে আমি এমন একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন্স এর কথা বলব যা আপনার ওয়ার্ডপ্রেস সাইটে এক ক্লিকে বাংলা ভাষা ইন্সটল করতে সাহায্য করবে। ওয়েবে বাংলা ভাষা ছড়িয়ে দেয়ার লক্ষে অতি সম্প্রতি মার্কস আইটি বাংলাদেশ তাদের ওয়েবসাইটে আই লাভ ইউ বাংলাদেশ নামক ওয়ার্ডপ্রেস প্লাগইন্স প্রকাশ করার খবর প্রকাশ করেছে। উক্ত প্লাগইন্স ব্যবহার করার মাধ্যমে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইট কে বাংলায় রুপান্তর করতে পারবেন।
এখানে অতি সহজ সরল বাংলা ভাষার ব্যবহার করা হয়েছে। যেমন- Dashboard এর বাংলা অর্থ খোরোখাতা হলেও তা সার্বজনীন ভাষা নয় , তাই এ প্লাগইন্স টিতে এর অনুবাদ করা হয়েছে ডেসবোর্ড নামে যা অত্যন্ত শ্রুতি মধুর। একিভাবে Reply এর অনুবাদ রিপ্লে দেয়া হয়েছে। যার ফলে সহজ সরল ও সর্বজন বোধ্য করে আপনার ওয়ার্ডপ্রেস সাইট বাংলা করার ক্ষেত্রে আই লাভ ইউ বাংলাদেশের তুলনা নেই।

এবার দেখুন আই লাভ ইউ বাংলাদেশ ব্যবহার করার ফলে অনুবাদ কৃত কিছু পেজের নমুনা।

কমেন্টস এর অনুবাদ করা হয়েছে এভাবে

 
 ডেসবোর্ড এর অনুবাদ করা হয়েছে এভাবে
 
 নতুন পোস্ট পেজ অনুবাদ করা হয়েছে এভাবে
 
 লগিন পেজ অনুবাদ করা হয়েছে এভাবে

প্লাগইন্স টি কিভাবে ব্যবহার করবেন?

অন্যান্য প্লাগইন্স এর মতই আই লাভ ইউ বাংলাদেশ প্লাগইন্সটি ব্যবহার করতে পারবেন। প্রথমেই নিচের লিংক থেকে প্লাগইন্সটি ডাউনলোড করে নিন
or
এর পর কম্পিউটার থেকে আপলোড দিয়ে প্লাগইন্সটি একটিভ করুন আর উপভোগ করুন ঝকঝকে বাংলা।

অথবা
প্লাগইন সার্চ বাটনে I Love You Bangladesh লিখে সার্চ দিন। এরপর প্লাগইন্সটি ইনস্টল করে এ্যকটিভ করুন।

এভাবে প্লাগইন্সটি ব্যবহারের মাধ্যমে আপনি খুব সহজেই ওয়ার্ডপ্রেসে বাংলা ভাষা একটিভ করতে পারেন।
প্লাগইন্স টি সবার সাথে শেয়ার করুন এবং সবাইকে ওয়ার্ডপ্রেস ব্লগে সহজ সরল বাংলা ব্যবহার করার সুযোগ করে দিন।
বিশেষ দ্রষ্ট্রব্যঃ আপনি যদি ডেসবোর্ড এর জায়গায় অন্যকোন শব্ধ অথবা যে কোন অনুবাদে ভিন্ন অর্থ ব্যবহার করতে চান তাহলে যোগাযোগ করুন মার্কস আইটি সাপোর্ট টিমে। আপনার চাহিদা বিনামূল্যে পূরণ করা হবে । যোগাযোগ করুন শুধুমাত্র নিচের ইমেইল ঠিকানায় ঃ [email protected]

:::এডসেন্স সস্পর্কিত যে কোন জিজ্ঞাসায় আমাদের  ফেসবুক গ্রুপে যোগ দিতে পারেন::

::এডসেন্স সম্পর্কিত ‍ভিডিও লেসন পেতে পারেন ইউটিউবে:::

সৌজন্যেঃ মার্কস আইটি ব্লগ

Level 0

আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারণ। এভাবেই এগিয়ে যাক বাংলাদেশ।

Level 0

ভাই আমাকে হেল্প করেন। ২০০৫ থেকে ২০১৩ পর্যন্ত আমার হার্ড ডিস্কে ডাটা গুলো ছিল। এখন কম্পউটার রান করলে কিট কিট শব্দ করে। হার্ড ডিক্স সাপোর্ট দেখায় না । এখন কি করতে পারলে ডাটা গুলো পাব? দয়া করে জানাবেন।

    @LR: সমস্যাটা হার্ডডিস্ক এর নাও হতে পারে। আপনি অন্য একটি পিসিতে আপনার হার্ডডিস্ক লাগিয়ে নিশ্চিত হোন হার্ডডিস্ক ঠিক আছে কিনা।

অসাধারন !!

Level 0

Many many thanks.

এখন পর্যন্ত টিউনটির ভিউ মাত্র ৩০০ 🙁
বাংলা ভাষার জন্য কিছু করলে তার দাম পাওয়া যায় না। বাঙ্গালী জাতী বড়ই অকৃতজ্ঞ।
অসাধারন একটি জিনিস। থাঙ্কস না জানিয়ে পারলাম না।

    @রাজিব আহসান: বাঙ্গালী হিসেবে নিজেকে আর পরিচয় দিয়েন না।

    @রাজিব আহসান: না ভাই সবাই অকৃতজ্ঞ বলে মনে হয় না। কৃতজ্ঞ লোকের সঙখ্যাও খুব বেশি কম না 😆

চমৎকার এই উদ্যোগের জন্য মার্কস আইটি ব্লগকে জানাই সাধুবাদ। টিউটির জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আরিফ ভাই

    @মোহাম্মদ খালিদ হোসাইন: ধন্যবাদ খালিদ ভাই

অসাধারণ। এভাবেই এগিয়ে যাক বাংলাদেশ।

প্লাগইনটা চেক করে দেখলাম। ভালোয় করেছে। প্রথম অবস্থায় খারাপ নয়।
কিছু বানান ভূল আছে। যেমন ডেসবোর্ড= ড্যাশবোর্ড, আশিকমেট= আকিসমেট, উইগ্যাড নয়= উইজেট ( বানানটা উইগ্যাড হলেও উচ্চারনটা উইজেট হবে, সাম্প্রতিক প্রকাশঃ),
সেটিংস অপশন গুলোর সব গুলো বাংলা করা হয় নাই, যেখানে bn_bd তে এগুলো বাংলাতেই ছিল।
যাই হক, অভারঅল ভালোই হয়েছে। আশা করতেছি পরবর্তি ভার্সনে এসব কিছু সংশোধন হয়ে দ্রুতই চলে আসবে 🙂

    @রাজিব আহসান: rajib vai dhonnobad. settings option gulo sadharonto sob user dekhbena prathomik vabe tai settings option guli change kora hoy nai. Insallah porer version e apnar dekahano somossa gulo somadhan kora hobe.

Level 0

chaliye jan

প্রশংসনীয় উদ্যোগ। শেয়ার করার জন্য লেখককে ধন্যবাদ।

Comments are closed.