আপনার সাইট কে হ্যাকারদের কাছ থেকে বাঁচাতে চাইলে এই পোষ্টটা পড়ুন!!!!

আসসালামু আলাইকুম

আগেই আমি word press plugin developer দের কাছ ক্ষমা চেয়ে নিচ্ছি।

আমরা অনেকেই আমাদের word-press সাইট এর স্পিড বাড়ানোর জন্য wp3 total cache প্লাগিন টি ব্যাবহার করি।

কিছু মনে কইরেন না। WP total cache প্লাগিন টি  একেবারেই বাজে। এটা আমার সাইট টাকে স্পিড দিবে তো দুরের কথা, অনেক স্লো করে দিয়েছিল। আর তাছাড়া এটার রেটিং ও কম। এমনকি এই প্লাগিনটি যেই সাইটে ব্যাবহার করা হয়,ওই সাইটের WP-admin folder এ .htaccess file  টি delete কের দেয়। যা একটা website কে হুমকির মুখে ফেলে দেয়। এমনকি এর কারণে সাইট যে কোন সময়েই হ্যাক হয়ে যেতে পারে। বিশ্বাস না হলে দয়া করে একটু চেক করে দেখুন।

এমনকি, মাঝে মাঝে আপনার administrator এর ইউজার নেম দিয়েও আপনার সাইটে login করতে পারবেন না। ফলে আপনি পড়বেন মহা বিপদে। আবার ও সবার উদ্দেশ্যে বলছি, বিশ্বাস না হলে দয়া করে একটু চেক করে দেখুন।

ভাল লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন, যাতে পরবর্তী পোষ্ট করতে পারি।

ইচ্ছে হলে এইখান থেকে আমার সাইটে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে

Level 0

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Then what is the solution.
Even I do not this odd plugin and use Wp super cache and wp minify togather.
They work nice. 🙂

ভাই আমার মনের কথা কইছেন । এই কেচে দুইটা প্লাগইনস ব্যবহার করে আমি যে বিপদে পড়েছিলাম তা একমাত্র আল্লাহ রক্ষা করছে । আমার পুরো .htaccess file এর সব পরিবর্তন করে ফেলছে । আর আমার সিপ্যানেল এ কোন কাজ করলে সেটা সাইটে আপডেট হতো না । অনেক কষ্টে কারনটা খুজে পেয়ে এটা জনমের মত ডিলিট মারছি । আর কান ধরছি কোন কেচে ইন্সট্রল দিব না । যারা কেচে প্লাগইন ব্যবহার করেন তারা একটু খেয়াল করেন আপনার .htaccess file টা কেমন হয়েছে ।

newboy ভাই,
wp super cach এবং wp3 total cach একই ধরনের কাজ করে। এগুলার কোনটাই use কইরেন না। যদি আপনার সাইটে এই দুইটা প্লাগিন এর কোন একটা ইনস্টল করা থাকে তাহলে মরবেন। হয়তো আজ অথবা কাল। বিশ্বাস না হলে এখন-ই চেক করে দেখুন যে, আপনার .htaccess file টা আপনার wp admin folder এ নাই। এখন একটা প্রশ্ন কইরা বসতে পারেন যে, তাইলে কিভাবে আপনার সাইট কে High speed করবেন??? ভাইরে, সাইটের স্পিড বাড়াইতে plugin লাগে না। আমার এই ব্লগ টা পড়ুন যে, কিভাবে প্লাগিন ছাড়াই আপনি আপনার সাইট এর স্পিড বাড়াইতে পারবেন https://www.techtunes.io/web-development/tune-id/257331 আশা করি আমার কথা বুঝছেন। @ newboy

Thnks bro @ প্রেমিক মানুষ

    Level 2

    @Tahmid Hasan: Allready i have lost my .htaccess file. Now what should i do? Kindly suggest.

      @farhadjoy: ভাই, আপনি প্রথমে এই লিঙ্ক থেকে http://wordpress.org/plugins/bulletproof-security/faq/ এই প্লাগিন টি ডাউনলোড করে আপনার সাইটে ইনস্টল করেন। এইটা আপনার সাইট কে করবে মারাত্তক সিকিউর। এবং ইনস্টল করার পরে কিছু কাজ করতে হবে। এই কাজ গুলো করলেই আপনার সাইটের যেসব যায়গায় .htaccess file টা দরকার, সে সকল যায়গায় অটোমিটিক .htaccess file টা দিয়ে দিবে। শুধু দিবেই না, বরং আপনার সাইট কে সকল ধরনের হ্যাক থেকে রক্ষা করবে।
      ইন্সটল করার পর আপনার সাইটে বাম পাশের অপশন বারে দেখবেন BPS security নামের একটা অপশন আসবে। ওখানে ক্লিক করবেন, এরপর যেই পেইজ টা আসবে সেখানে দেখবেন এরকম কিছু লিখা,Activate Website Root Folder .htaccess Security Mode,
      Activate Website wp-admin Folder .htaccess Security Mode
      Activate Deny All htaccess Folder Protection For The BPS Master htaccess Folder
      Activate Deny All htaccess Folder Protection For The BPS Backup Folder
      এই সকল লেখার নিচে দেখবেন একটা বক্স আছে, সেখানে BulletProof Mode লেখাটা সিলেক্ট করে Active Button এ ক্লিক করবেন। এভাবে এই চারটাই আলাদা আলাদা ভাবে করবেন। তাহলে আপনার সাইটের সি-প্যানেল এর যে সব যায়গায় .htaccess file দরকার যে সব যায়গায় এটা copy হবে। এবং আপনার সাইট টা সব ধরনের হ্যাকারদের কবল থেকে বাঁচবে। তবে, আপনার সাইটে যদি wp3 total cache বা wp super cache এর কোন একটা প্লাগিন থাকে, তাহলে এটা কাজ করবে না। আগে এই গুলা uninstall করে নিবেন। আর ওয়েব সাইট এর speed যদি প্লাগিন ছাড়াই super first রাখতে চান তাহলে আমার এই পোস্ট টা পড়ুন। https://www.techtunes.io/web-development/tune-id/257331 ভাল লাগলে জানাবেন। ধন্যবাদ

        Level 2

        @Tahmid Hasan: Tahmid vi, Apni amar jonno kosto kore etogulo line type korsen…………ki bolbo bujte parsi na.
        Apni onek sundor kore eta bujie disen. Apnake onek onek onek ………. Thanks from core of my heart. Feeling Happy 🙂

          @farhadjoy: ধন্যবাদ আপনাকে। কারণ আপনার এই প্রশ্নের কারণে অনেকেই এখান থেকে উপকারী একটা কিছু শিখে নিবে।

Level 0

কি যে বলেন না!!! আসল কথা বলতে কি আমার খুব হাসি পাচ্ছে… 😛 কি ইসু দেখালেন!! 😛 wp3 total cache ব্যবহার করলে কোন সমস্যা হওয়ার কথা নয়। শুধু এটাকে ভালভাবে ব্যবহার করা শিখতে হয়। 🙂

    ok, bebohar ta katu shikhan. r tar age apnar .htaccess file ta thik ase kina check kore nin. atoi jodi valo hoito taile scor 4 ken? 5 hoite parlo na?

    ami aka na. aro onkei somossay porse. apni jedin porben sedin bujben

      Level 0

      @Tahmid Hasan: ভাই, কিছু মনে করবেন না! .htaccess এর কাজ অনেক আগে থেকে জানা আছে। আর আপনার হয়ত WordPress হ্যাকিং সম্পর্কে খুব একটা ভাল ধারণা নেই বলে আমার মনে হচ্ছে। :/ তাই আপনি এসব বলছেন! আর রেটিং 4 হইছে এটা কোন ব্যাপার না। এরকম অনেক ভাল প্লাগইন আছে যেগুলোর রেটিং 4। আর মানুষ অত কষ্ট করে রেটিংকরবে বলুন!! সবাই ব্যবহার করে কিন্তু সবাই রেটিং করে না! আপনিও মনে হয় আপনার ভাল লাগে এরকম প্লাগইন রেট করেছেন কি??? wp3 total cache এর মত ভাল প্লাগইন হয়না Cache প্লাগইন এর মধ্যে। শুধু ভালভাবে ব্যবহার করা শিখতে হয়। ভালভাবে ব্যবহার না করতে পারলে সমস্যায় পড়া স্বাভাবিক। ধন্যবাদ 🙂

Level 0

ধন্যবাদ,
সুন্দর লিখেছেন।
নিজেও কিছু সমস্যায় পরেছিলাম কিছুদিন আগে। এখন ইন্সটল করে নিলাম 🙂