আসসালামু আলাইকুম
আগেই আমি word press plugin developer দের কাছ ক্ষমা চেয়ে নিচ্ছি।
আমরা অনেকেই আমাদের word-press সাইট এর স্পিড বাড়ানোর জন্য wp3 total cache প্লাগিন টি ব্যাবহার করি।
কিছু মনে কইরেন না। WP total cache প্লাগিন টি একেবারেই বাজে। এটা আমার সাইট টাকে স্পিড দিবে তো দুরের কথা, অনেক স্লো করে দিয়েছিল। আর তাছাড়া এটার রেটিং ও কম। এমনকি এই প্লাগিনটি যেই সাইটে ব্যাবহার করা হয়,ওই সাইটের WP-admin folder এ .htaccess file টি delete কের দেয়। যা একটা website কে হুমকির মুখে ফেলে দেয়। এমনকি এর কারণে সাইট যে কোন সময়েই হ্যাক হয়ে যেতে পারে। বিশ্বাস না হলে দয়া করে একটু চেক করে দেখুন।
এমনকি, মাঝে মাঝে আপনার administrator এর ইউজার নেম দিয়েও আপনার সাইটে login করতে পারবেন না। ফলে আপনি পড়বেন মহা বিপদে। আবার ও সবার উদ্দেশ্যে বলছি, বিশ্বাস না হলে দয়া করে একটু চেক করে দেখুন।
ভাল লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন, যাতে পরবর্তী পোষ্ট করতে পারি।
ইচ্ছে হলে এইখান থেকে আমার সাইটে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Then what is the solution.
Even I do not this odd plugin and use Wp super cache and wp minify togather.
They work nice. 🙂