২০১৩ নভেম্বর মাসের সেরা ওয়ার্ডপ্রেস প্লাগিন গুলো দেখেছেন তো?

হ্যালো টেকটিউনারস, কেমন আছেন আপনারা। আশা করি ভালো আছেন। আপনারা সহ সকল ওয়ার্ডপ্রেস প্রেমীদের জন্য শুরু করতে যাচ্ছি সেরা সেরা সব ওয়ার্ডপ্রেস প্লাগিনস নিয়ে প্রতি মাসে একটি করে সুপার হিট টিউন। বন্ধুরা, প্রতি মাসের ওয়ার্ডপ্রেস টিউন পরিক্রমায় আমার প্রথম টিউনে আপনাদের সবাইকে স্বাগত। 🙂

ওয়ার্ডপ্রেস কমিউনিটি নিয়ে কোন কিছু বর্ণনা দিতে গেলেই প্রথম যে কথাটা প্রথম আসে তা হল এটার বিশালত্ব। প্রত্যেকটা দিন বিশ্বের বাঘা বাঘা সব ওয়ার্ডপ্রেস ডেভেলপাররা তাদের নিজেদের বিভিন্ন প্লাগিনস রিলিজ করে যাচ্ছে। সাথে সাথে আপডেটও করছে। নতুন নতুন প্লাগিন গুলোর বিভিন্ন ফিচার ওয়ার্ডপ্রেস কে করেছে আরও সমৃদ্ধ। কিছু প্লাগিন আছে যেগুলো একজন সাধারন ওয়েবসাইট নির্মাতার কাছে উপকারিও বটে তা হতে পারে তার সারা জীবনের জন্য। প্রতি মাসে ওয়ার্ডপ্রেস এর বিশাল রাজ্যে নিত্য নতুন অসংখ্য প্লাগিন আপডেট হচ্ছে। আমি এখানে সম্প্রতি রিলিজ পাওয়া কিছু নতুন প্লাগিন পরিচিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর কথা না বাড়িয়ে চলুন সামনে আগানো যাক....

Subscribr

Subscribr একটি সাধারন ওয়ার্ডপ্রেস ইমেইল নোটিফায়ার প্লাগিন। এটি আপনার সাইটে যে কোন নতুন পোস্টের আপডেট হওয়া মাত্র একজন ইউজারকে ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেয়। এখন যে কেউ আপনার পোস্টকে সাবস্ক্রাইব করে রাখতে পারবে। যে কোন পোস্ট হওয়া মাত্র ইউজারের ইমেইল এ নোটিফিকেশান চলে যাবে। আর এ সুবিধা পেতে হলে অবশ্যই ইউজারকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। বর্তমানে শুধু একটি সুবিধা পাওয়া গেলেও সামনের দিনগুলিতে ইউজারদের কথা মাথায় রেখে তারা উইজেড সাইনআপ মাধ্যমে নোটিফিকেশান, MailChimp এর মত সার্ভিসকে যুক্ত করা, SMS এর মাধ্যমে নোটিফিকেশান পাওয়ার সুবিধা সহ আরও নতুন সার্ভিস চালু করবে subscribr ডেভেলপাররা।

@ওয়ার্ডপ্রেস প্লাগিন পাতা - http://wordpress.org/plugins/subscribr/

প্লাগিনটি ব্যবহার করার জন্য আপনার ওয়ার্ডপ্রেস প্লাগিন ডিরেক্টরিতে প্লাগিনটি ইন্সটল করুন এবং প্লাগিন মেনু থেকে একটিভেট করে নিন।

Google Page Speed Insights

Google Page Speed Insights  অত্যাবশ্যকীয় একটি  টুল যা আপনার ওয়েবসাইটের পারফর্মেন্স বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে। এটি আপনার সাইটের বিভিন্ন পেজ গুলি বিশ্লেষণ করে সাইট কতটুকু হালকা না ভারী তার ফলাফল দেখায়। আপনার পেজের হেভি উপাদান(সচরাচর ইমেজ, বিভিন্ন প্লাগিন) গুলোকে চিহ্নিত করে আপনার সামনে হাজির করে। সর্বোপরি আপনার সাইটের সাইজ কমাতে এটি দারুন ভাবে আপনাকে সাহায্য করবে। এছাড়াও এটির এডভান্স ডেটা ভিজুয়ালাইজেশান, ট্যাগিং, ফিল্টারিং, স্নাপশট টেকনোলজি একজন ওয়েবমাস্টারকে তার সাইটের পারফর্মেন্স বাড়াতে, সার্চ ইঞ্জিন রাঙ্কিং বাড়াতে, ভিজিটরের ব্রাউজিং অভিজ্ঞতাকে বদলাতে ব্যাপক ভাবে সাহায্য করবে।

বর্তমানে এটি ফ্রী ও প্রিমিয়াম দুটোতেই বিদ্যমান। তবে ফ্রী ভার্সনটা যে কোন সাইটকে লাইটার ও ফাস্টার করার জন্য একদম যথেষ্ট।

প্লাগিনটি ইন্সটল করার পূর্বে আপনাকে ওয়ার্ডপ্রেস ৩.৩ বা তার আপডেট এবং গুগল প্রোজেক্ট ও কী প্রয়োজন হবে। প্রোজেক্ট তৈরি করে যাবতীয় কাজ শেষে এই প্লাগিনটি একটিভেট করুন এবং আপনার গুগল API key প্লাগিন এডমিন সেকশনে পেস্ট করে উপভোগ করুন দারুন এই প্লাগিন টুলটি। ➡বিস্তারিত ইন্সটল পদ্ধতি

@ওয়ার্ডপ্রেস প্লাগিন পাতা - http://wordpress.org/plugins/google-pagespeed-insights/

Simple Hierarchical Sitemap

Simple Hierarchical Sitemap একটি সাধারন প্লাগিন যা আপনার সাইটের জন্য সুন্দর একটি সাইট ম্যাপ তৈরি করে। জনৈক অথরের মতে এটা এমন একটা পদ্ধতি যা একজন ইউজারকে আপনার পেজের সব গুলো কনটেন্ট লিস্ট আকারে দেখার নিশ্চয়তা প্রদান করে। কিন্তু বড় বড় সাইটের ক্ষেত্রে এটি ব্যবহার অনুপযোগী হলেও এটি সার্চ ইঞ্জিনকে আপনার কনটেন্ট সহজে ও দ্রুত খুঁজে পেতে খুবই কার্যকর ভূমিকা পালন করে।

An example of a sitemap.

@ওয়ার্ডপ্রেস প্লাগিন পাতা - http://wordpress.org/plugins/simple-hierarchical-sitemap/

@প্লাগিন ওয়েব সাইট - http://www.pluginmirror.com/plugins/simple-hierarchical-sitemap/

Manual Image Crop

Manual Image Crop একটি ভিন্নধর্মী ইমেজ ক্রপিং প্লাগিন যার দ্বারা একই ইমেজ থেকে যে কোন সংখ্যক থাম্বনাইল ইমেজ ক্রপ  করতে পারবেন। শুধু আপনার ইমেজ লাইব্রেরী থেকে crop লিঙ্কে ক্লিক করুন। একটা লাইটবক্স ডিসপ্লে শো করা মানে আপনার ইমেজ ক্রপ করার জন্য জন্য প্লাগিনটি এখন প্রস্তুত। পুরো ক্রপিং প্রক্রিয়াই খুব সহজবোধ্য ও সাধারন। এছাড়াও আরও কিছু সুবিধা পাবেন এই প্লাগিন থেকে।

@ওয়ার্ডপ্রেস প্লাগিন পাতা - http://wordpress.org/plugins/manual-image-crop/

@প্লাগিন ওয়েব সাইট -  http://www.rocketmill.co.uk/wordpress-plugin-manual-image-crop

Iframely Responsive Embeds

Iframely প্লাগিন আপনার ওয়েবসাইটের যে কোন পোস্টের url কে রেস্পন্সিভ ইম্বেড url এ পরিনত করে। মানে হল আপনার ইম্বেড করা লিঙ্ক যে কোন রেস্পন্সিভ সাইটে সাইজ অনুযায়ী পরিবর্তন হবে। আপনি Youtube, Vimeo, Instagram, GitHub, Google Plus, Imgur galleries, Facebook posts, SlideShare সহ প্রায় ৯০০+ সাইট থেকে কনটেন্ট ইম্বেড কর যাবে। সর্টকোড এর দ্বারা কোন কনটেন্ট ইম্বেড করলে এটি কোন পূর্বে ইন্সটল প্লাগিনের উপর প্রভাব ফেলে না বিধায় আপনি এটির মেইন প্লাগিন রেস্পসিটরি থেকেই ইন্সটল করতে পারবেন। এটা খুব সিম্পল।

@ওয়ার্ডপ্রেস প্লাগিন পাতা - http://wordpress.org/plugins/iframely/

@প্লাগিন ওয়েব সাইট - http://iframely.com/gateway

Easy Pricing Tables

UI ইলিমেন্ট দিয়ে মার্কআপ করে প্রাইসিং টেবিল তৈরি করা সব সময় ঝামেলা পূর্ণ আমার কাছে। এ জন্য এমন কোন সিস্টেমের দরকার হয় যার দ্বারা আপনি সহজে ইডিট করতে পারেন। সেক্ষেত্রে এই প্লাগিনটি  আপনাকে সাহায্য করবে। এটি একটি প্রাইসিং টেবিল তৈরির প্লাগিন।

@ওয়ার্ডপ্রেস প্লাগিন পাতা - http://wordpress.org/plugins/easy-pricing-tables/

Advanced Comments Moderation

Advanced Coment Moderation সহজে ওয়ার্ডপ্রেস কমেন্ট ম্যানেজ করা যায় এমন একটি সাধারন প্লাগিন। এটির কিছু শক্তিশালী অপশন দ্বারা আপনি সহজে ওয়ার্ডপ্রেস কমেন্ট কে মডারেট করতে পারবেন।

  • ব্লগ অথরদের দ্বারা কমেন্ট অপসারণ।
  • রিপ্লাই কমেন্ট গুলো অপসারণ।
  • Dismiss কমান্ড দ্বারা ম্যানুয়ালি কমেন্ট অপসারণ।
  • Picgbacks কে লুকানো।

এটি ব্যবহার করতে চাইলে আপনাকে অবশ্যই তা কনফিগার করে নিতে হবে।

@ওয়ার্ডপ্রেস প্লাগিন পাতা - http://wordpress.org/plugins/advanced-comments-moderation/

Aeolus – Creative Portfolio

অনেক সময় আমাদের নিজের ওয়ার্ডপ্রেস থিমের সাথে মিল রেখে বিভিন্ন পোর্টফলিও যোগ করতে হয়। এই প্লাগিন  ব্যবহার করে আপনি সুন্দর সুন্দর পোর্টফলিও তৈরি করতে পারেন আপনার বর্তমান থিমটির সাথে মিল রেখে। ধরুন,আপনি ভালো কোড পারেন না এবং আপনার ভালো একটি পোর্টফলিও দরকার। তাহলে এটি আপনার জন্য হতে পারে একটি অনন্য প্লাগিন। প্লাগিনটিতে রয়েছে আনলিমিটেড কালার- আপনার ইচ্ছা মত কালার পছন্দ করার সুবিধা, ফুল রেস্পন্সিভ- যে কোন ডিভাইসে কাজ করে, এডভান্স এডমিন প্যানেল সহ রয়েছে আধুনিক লুক। ➡ প্রিভিউ দেখতে

@ওয়ার্ডপ্রেস প্লাগিন পাতা - http://wordpress.org/plugins/aeolus-creative-portfolio/

BAN – Blocked Ads Notifier Lite

কে কে অ্যাডস পছন্দ করেন? 😀 আসলে অধিকাংশরাই করে না। তারপরও আমাদের মধ্যে অনেকেই আছে যারা অ্যাড নিয়ে থাকতে ভালবাসে। যে কোন এডব্লক অ্যাডঅন যেমন adblock, adblock plus এবং  ghostery যখন কোন অ্যাড কে ব্লক করে তখন এই প্লাগিন আপনাকে তা জানিয়ে দেবে সঙ্গে সঙ্গে। এটি একজন ইউজারকে তাদের অ্যাড-ব্লকারস বন্ধ করতে প্রলুব্ধ করে। 😛

এই প্লাগিনটি  জনপ্রিয় সব ক্যাশ প্লাগিন দিয়ে টেস্ট করা এবং সব লেটেস্ট ব্রাউজারগুলতে কাজ করে। আরও কিছু বাড়তি সুবিধা নিয়ে এটার একটা প্রিমিয়াম প্লাগিন ছাড়া হয়েছে। দেখে নিতে পারেন এখান থেকে।

@ওয়ার্ডপ্রেস প্লাগিন পাতা - http://wordpress.org/plugins/blocked-ads-notifier-lite/

@প্লাগিন ওয়েব সাইট - http://www.pluginmirror.com/plugins/blocked-ads-notifier-lite/

Conditional Themes

এই প্লাগিনটি  শুধু মাত্র ডেভেলপারদের জন্য, সাধারন কোন ইউজারদের জন্য না। এটি একটি সিম্পল API যা কিছু নিদিষ্ট শর্ত সাপেক্ষে কোন ওয়ার্ডপ্রেস থিমকে সুইজ করতে পারে। ধরুন, আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটকে Internet Explorer দিয়ে ব্রাউজ করেন তাহলে প্লাগিনটি আপনার ওয়েব পেজ কে পরিবর্তন করে তার চাহিদা অনুযায়ী নতুন থিমে সুইজ করে। মোবাইল দিয়ে দেখলে অন্য থিমে পরিবর্তিত হয়।

@ওয়ার্ডপ্রেস প্লাগিন পাতা - http://wordpress.org/plugins/wp-conditional-themes/

@প্লাগিন ওয়েব সাইট - https://github.com/nash-ye/WP-Conditional-Themes

gcal-table

হেডিং দেখলেই এটার মিনিং অনেকটা বুজতে পারা যায়। এই প্লাগিন  কে বলা হয় গুগল ক্যালেন্ডার ফিড  যা ওয়েবসাইটের তথ্যকে এইচটিএমএল টেবিল আকারে প্রদর্শিত করে। আপনার সাইটে যেখানে টেবিল প্রদর্শন করাতে চান সেখানে গুগলের সর্টকোড  [gcal-table url="YOUR XML LINK"] বসিয়ে দিন। যদিও বর্তমানে নতুন হওয়ায় ছোট ছোট কিছু সমস্যা আছে ফলে এটা সবার ক্ষেত্রে কাজ না করতেও পারে।

@ওয়ার্ডপ্রেস প্লাগিন পাতা -http://wordpress.org/plugins/gcal-table/

আজ অনেক কিছু প্লাগিন নিয়ে আলোচনা করে ফেললাম। এগুলোর কোন গুলো আপনি ব্যবহার করেছেন এবং করলে আপনার অভিজ্ঞতা কি? টিউমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন।

ফেসবুকে

আমি

Level 0

আমি রনি সাটিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 573 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রনি ভাই খুবি কাজের একটা টিউন করলেন। :mrgreen: ধন্যবাদ আপনাকে।

সুন্দর।

সুন্দর সুন্দর 🙂

Level 0

thanks vai.

Level 0

সুন্দর