বন্ধুরা সবাই কেমন আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ছোট্ট প্লাগইন্সের নাম। যা সাইজে ছোট কিন্তু কাজ করে অনেক বড়। আমরা সবাই টেকটিউনসের নামের সাথে পরিচিতি। আমরা যখন টেকটিউনস ব্লগটিতে ভিজিট করি তখন আমরা দেখতে পাই তাদের সাইটে বেশ কিছু প্রতিষ্ঠান বিজ্ঞাপন দেয়। এবং টেকটিউনস কর্তৃপক্ষ সেই বিজ্ঞাপন গুলো খুব সুন্দর ভাবে কন্ট্রোল করে। অপর দিকে তারা বিজ্ঞাপন দাতাদের কাছে থেকে ক্লিক, ইমপ্রেশন, দৈনিক ভিত্তিতে বিজ্ঞাপন বাবদ টাকা রাখে । আজ আমি আপনাদের সাথে ঠিক সেই রকমেরই একটি প্লাগইনসের নাম শেয়ার করব যা দিয়ে আপনিও ৯৯.৯৯% টেকটিউনসের মত করে বিজ্ঞাপন কন্ট্রোল করতে পারবেন।
সুবিধা:
১) উইজেট ব্যবহার করে যে কোন জায়গায় বিজ্ঞাপন বসানো যাবে।
২) গ্রুপ ভিত্তিক বিজ্ঞাপন প্রকাশ করার যাবে।
৩) ক্লিক এমাউন্ট সিলেক্ট করে দেওয়া যাবে।
৪) ইমপ্রেশন এমাউন্ট নির্দিষ্ট্য করে দেওয়া যাবে।
৫) ঘন্ট নির্দিষ্ট্য করে দেওয়া যাবে।
৬) তারিখ নির্দিষ্ট্য করে দেওয়া যাবে।
অসুবিধা
১) আপনি টেকটিউনসের মত ড্যাশবোর্ড তৈরি করতে পারবেন না।
২) টেকটিউনসের মত Ads by tAds লিখতে পারবেন না। তবে আপনি যদি এড এডিট করে থাকেন তাহলে পারবেন।
এখন আসুন এই প্লাগইনস টা এই লিংক হতে ডাউনলোড করে নিন।
আমি আপনাদের মত খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। তাই যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তা ক্ষমার চোখে দেখার জন্য অনুরোধ রইল। আশা করি সামনে আপনাদের সাথে আরোও ভাল কিছু নিয়ে উপস্থিত হবো।
লেখাটি পূর্বে আমার ব্লগবিডি ২৪ ডট কম ব্লগে প্রকাশিত হয়েছে। সময় থাকলে ঘুরে আসতে পারেন। আমার ব্লগ সাইট হতে।
ধন্যবাদ সবাইকে।
[সকলকে কমেন্ট করার জন্য অনুরোধ করছি। কারন আপনাদের মন্তব্যের উপরেই নির্ভর করবে আমার লেখাটি কতটুকু স্বার্থক হয়েচে।]
আমি ব্লগ বিডি ২৪ ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার ব্লগটি দেখলাম ভালই লাগলো, বিশেষ করে আপনার wordpress টিউটোরিয়ালটি ভাল হচ্ছে চালিয়ে যান।