কেমন আছেন সবাই? আমি অনেকদিন পর আজ টিউন করছি, আজকের এই টিউনে আমি শেয়ার করব আমার ব্যাবহার করা ওয়ার্ডপ্রেস প্লাগিংস থেকে কয়েকটির নাম। তবে এই টিউনটি ধারাবাহিক ভাবে কয়েক পর্বে হবে। আজ এর প্রথম পর্ব, তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আসল কথা।
পূর্ব প্রকাশঃ আমার নিজস্ব ব্লগে
এই প্লাগিংসটি ছোট হলেও খুব কাজের, এর মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেসের লগইন পেজ ও ড্যাশবোর্ড থেকে ওয়ার্ডপ্রেসের লোগোর জায়গায় আপনার পছন্দমত লোগো দিয়ে রিপ্লেস করতে পারবেন।
এই প্লাগিংসটি দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকএন্ডে ও ফ্রন্টএন্ডে আপনার পছন্দের ফেভিকন এড করতে পারবেন।
বেশ পরিচিত এই প্লাগিংসটি দিয়ে আপনি আপনার সাইটের সাইডবারে লগইন প্যানেল রাখতে পারেন।
এই প্লাগিংসটি দিয়ে সাইটের উপরের দিকে একটি স্লাইডিং লগইন প্যানেল রাখা যাবে, অনেকটা prothom-alo.com এর মত।
এই প্লাগিংসটি সম্পর্কে ওয়ার্ডপ্রেস ডেভলপার মাত্রই অবগত, এটি দিয়ে সাইট, পেজ ও পোস্টের ডিফল্ট টাইটেল ছাড়াও আলাদা টাইটেল দেয়া যায়, বসানো পছন্দ মত মেটা কীওয়ার্ড ও ডেসক্রীপশন।
এই প্লাগিংসটিও খুবই পরিচিত। ওয়ার্ডপ্রেস সাইটের সাইটম্যাপ তৈরী ও আপডেট করার জন্য এর জুড়ি নেই।
অল ইন এসইও প্লাগিংসটি দিয়ে মেটা কীওয়ার্ড আর ডেসক্রীপশন ছাড়া অন্য কোন মেটা বসানো যায় না, তাই ড্যাশ বোর্ড থেকে মেটানেমগুলো বসানোর জন্য এই প্লাগিংসটি খুবই কাজের।
আপনার ব্লগে যদি সাইন আপ অপশন রাখেন আর যদি চান ওয়ার্ডপ্রেসের আপডেট রিমাইন্ডার ম্যাসেজ আপনার সাইটের ইউজাররা না দেখুক তবে এটিই আপনার সলিউশন।
আপনার সাইট থেকে কেউ পোস্ট কপি পেস্ট করে? এই প্লাগিংসটি ইনস্টল করে নিন। এর মাধ্যমে আপনি আপনি সাইটরে কনটেন্ট সিলেক্ট করা বা রাইট ক্লিক ডিজেবল বা দুটোই করে রাখতে পারবেন।
পেজ নেভীগশনের জন্য এই প্লাগিংসটি ব্যাবহার করা হয়।
এই প্লাগিংসটির মাধ্যমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য ইচ্ছে মত কন্টাক্ট ফরম তৈরী করতে পারবেন, আর সেই সব কন্টাক্ট ফরমে ইচ্ছে মতো টেক্সট বক্স, চেক বক্স, রেডিও বাটন বা সিলেক্টে ফিল্ডের অপশন রাখতে পারবেন।
এই প্লাগিংসটি দিয়ে আপনি আপনার সাইটের ৪০৪ পেজ গুলো অন্য কোন পেজে রিডিরেক্ট করে দিতে পারবেন। গুগল মামাকে ম্যানেজ করার জন্য মাঝে মধ্যে এটা দরকার।
এই প্লাগিংসটির মাধ্যমে আপনি আপনার প্রতিটি পোস্টের নিচে ট্যাগ/ক্যাটাগরি অনুসারে একই ধরনের পোস্টগুলোর থাম্বনেইল সহ টাইটেল দেখাতে পারবেন। আর থাম্বনেই না দেখাতে চাইলে এর বদলে রিলেটেড পোস্ট প্লাগিংসটি ব্যাবহার করতে পারেন।
সাইটের কোন পেজে এডসেন্স বা অন্য যেকোন জাভা স্ক্রীপ্ট কোড বসানোর সহজ উপায় এই প্লাগিংসটি।
সাইটে ক্যাচ অপটিমাইজ সাইট দ্রুত লোড করার কাজে এই প্লাগিংসটি অদ্বীতিয়।
ওয়ার্ডপ্রেস সাইটের বিভিন্ন সিকিউরিটি দিকগুলো অনেক সহজেই ম্যানেজ করতে পারেন এই প্লাগিংসটি দিয়ে, এক্ষেত্রে বেটার ডব্লিউপি সিকিউরিটি প্লাগিংসটি ও বেশ কাজের।
থিমের মধ্যে কোন ভাইরাস কোড আছে নাকি তা খুব সহজেই জেনে নিতে পারেন এই ডব্লিউপি এন্টিভাইরাস প্লাগিংসটি দিয়ে স্ক্যান করে।
এই প্লাগিংসটির মাধ্যমে আপনি আপনার সাইটে গুগলে ক্যাপচা সার্ভিসটি ব্যাবহার করতে পারেন, আর খুব সহজই আটকাতে পারেন স্প্যাম ও বট কমেন্ট বা সাইন আপ।
সাইটের উইজেটে সাইটের অথারদের তালিকা দেখাতে পারেন এই প্লাগিংসটি দিয়ে।
এই প্লাগিংসটি দিয়ে সাইটের ইউজারদের পোস্ট বা পেজে তাদের সম্পর্কে বিস্তারিত দেখানো যায় যা ঐ ইউজার সবার সাথে শেয়ার করতে চায় সে অনুসারে।
এই প্লাগিংসটি দিয়ে আপনি ইউজারের পেজে তার আগের সকল পোস্টের তালিকা দেখাতে পারেন উইজেট থেকে, অনেকটা সামু ব্লগের মত।
এই প্লাগিংসটি দিয়ে সর্বোচ্চ মন্তব্যকারীদের একটি উইজেট আপনার সাইটে দেখাতে পারবেন, টপ কমেন্টার গ্রাভাটারও এমন একটি প্লাগিংস।
এই প্লাগিংসটি দিয়ে আপনি আপনি সর্বোচ্চ পোস্টকারীদের একটি উইজেট আপনার সাইটে দেখাতে পারবেন অনেকটা টিটির টপ টিউনার লিস্টের মত।
এই প্লাগিংসটি খুবই ছোট একটি প্লাগিংস এর তেমন কোন সেটিংস নেই এর মাধ্যমে আপনি সাইডবারে দেখাতে পারেন কতজন ইউজার অনলাইনে আছে। হু ইজ অনলাইন ও এমন আরেকটি প্লাগিংস।
ভিজিটেরের নারী নক্ষত্র জেনে নিতে ওয়ার্ডপ্রেসে এমন প্লাগিংস আর দ্বীতিয়টি নেই, শুধু ভিজিটর নয় স্প্যাম বা বট চিনে নিতেও এই প্লাগিংসটি অতুলনীয়।
এই প্লাগিংসটি একটিভ থাকলে আপনার সাইটে থাকবে আরো কয়েকটি ওয়ার্ডপ্রেস থিম, সেল ফোন ডিভাইস থেকে সাইট ভিজিট করলে ডিভাইসটি অটো ডিটেক্ট করে ঐ থিম দিয়ে ভিজিটরকে সাইট দেখানোই এই প্লাগিংস এর কাজ।
এই প্লাগিংসটি সাইটের প্রতিটি পোস্ট বা পেজে ফন্ট ছোট বা বড় করার দুটি বাটন রাখবে অনেকটা বাংলানিউজ২৪ এর মত। এই প্লাগিংসটির অথার টিটি মডু সাইফুল ও টিউনার আদনান 😀
অনেক থিম আছে যেখানে পুরো পোস্টটি হোমপেজে দেখায়, এরকম ক্ষেত্রে আপনি চাচ্ছেন নির্দিষ্ট কিছু শব্দের পর সেটা বিস্তারিত বা Read more লিংক দিয়ে সেই পোস্টের পেজে চলে যাক। তাহলে আপনি এই প্লাগিংসটি ইনস্টল করুন আর সেটিংস থেকে যে কয়টি শব্দ এক্সসার্পর্ট হিসেবে দেখাতে চান তার সংখ্যা এবং বিস্তারিত বা এ জাতীয় কিছু দিন দেখবেন আপনার কাজ হয়ে গেছে। এক্সসার্পট শো করার জন্য ওয়ার্ডপ্রেসে আরো বেশ কিছু ভাল প্লাগিংস আছে।
এই প্লাগিংসটি দিয়ে আপনি পোস্টের তারিখ বাংলায় দেখাতে পারেন। এটা তৈরী করেছেন আমাদের টিটির টিউনার আরিফ নেজামী, তবে ইদানিং কিছু কিছু থিমে এটা সমস্যা করে, এ ব্যাপারে আরিফ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
ওয়ার্ডপ্রেসে পোস্ট কিংবা কমেন্টে বাংলা লেআউট বাটনের জন্য প্লাগিংস এই একটিই। তবে এটির বর্তমান ভার্সনের চাইতে আগেরটাই বেশী ভাল ছিল যেখানে ইউনিজয় লেআউট ও ছিল। ওটা আপনার দরকার হলে আমাকে মেইল করতে পারেন [email protected] এই মেইলে।
এই প্লাগিংসটি দিয়ে আপনি কমেন্ট বক্সে একটি বাংলা ভার্চুয়াল কী বোর্ড যুক্ত করতে পারেন।
আপনি যদি চান ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে থাকা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ডিফল্ট উইজেট গুলো দেখতে বা আপনার ইউজারদের দেখাতে না চান তবে এই প্লাগিংসটি দিয়ে আপনি বিভিন্ন লেবেলের ইউজারদের জন্য পছন্দমত ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের এক বা একাধিক ডিফল্ট উইজেট হাইড করতে পারবেন।
আপনি যদি চান আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডকে ডিফল্ট রং বাদ দিয়ে অন্য কোন রংয়ে রাঙিয়ে নিতে তবে আপনার জন্যই এই প্লাগিংস।
এই প্লাগিংসটির মাধ্যমে আপনি আপনার সাইটের বিভিন্ন পোস্টে ইউজারদের স্টার রেটিং দেবার সুযোগ করে দিতে পারবেন।
ডব্লিউপি পোস্ট রেটিংস প্লাগিংসটিও অনেকটা জিডি স্টার রেটিংস এর মত, তবে এটি দিয়ে স্টার রেটিং ছাড়াও থাম্বআপ, আপ-ডাউন বা সামুর মত সেই প্লাস-মাইনাস রেটিং এর ব্যাবস্থা করতে পারবেন।
এই প্লাগিংসটি সাইটের কাজ চলাকালীন সময়ে আপনি যদি চান ভিজিটররা না দেখুক তবে এটা একটিভ করে একটি আন্ডার কনস্ট্রাকশন ম্যাসেজ দিয়ে রাখতে পারেন। তখন শুধুমাত্র এডমিন লগইন করে সাইট দেখতে পারবে আর বাকী সবাই দেখবে সেই আন্ডার কনস্ট্রাকশন ম্যাসেজ। এরকম আরো দুটি ভাল প্লাগিংস হল ডব্লিউপি মেইনট্যান্যান্স মুড ও থিমফিউজ মেইনট্যান্যান্স মুড।
এই প্লাগিংসটির মাধ্যমে আপনি সর্বশেষ দেখা পোস্ট গুলোর টাইটেল উইজেট থেকে সাইটে দেখাতে পারবেন।
এই প্লাগিংসটি দিয়ে আপনি আপনার সাইটের ইউজারদের তাদের প্রোফাইলে ছবি আপলোড করার সুযোগ করে দিতে পারেন।
এই প্লাগিংসটি দিয়ে আপনি নির্দিষ্ট কোন দেশের আইপিগুলো ব্লক করে দিতে পারেন।
টিটিতে একটা ব্যাপার হয়তো খেয়াল করে থাকবেন, যে সাধারণ ইউজাররা সব ক্যাটাগরিতে পোস্ট করতে পারেন না, তাদের কাছে মাইক্রো টিউন বা নির্বাচিত এমন কিছু ক্যাটাগরি হাইড করে রাখা হয়। আপনিও আপনার সাইটে বিভিন্ন লেবেলের ইউজারদের কাছ থেকে বিভিন্ন ক্যাটাগরি হাইড করে রাখতে পারেন এই প্লাগিংসটি দিয়ে।
টিটিতে পোস্ট করতে গেলে ইউজারদের যেমন কোন না কোন ক্যাটাগরি সিলেক্ট করা বাধ্যাতা মূলক, এটাই করা যায় এই প্লাগিংস দ্বারা।
এটি অনেকটা রিকুয়ার পোস্ট ক্যাটাগরির মতই, পার্থক্য এখানে থাম্বনেইল সিলেক্ট বাধ্যতামূলক করে দেয়া যায় সাইটের পোস্টকারীদের জন্য।
ভার্টিকেল স্ক্রল রিসেন্ট নামের পর পোস্ট/কমেন্ট/রেজিস্টার্ড ইউজার দিয়ে তিনটি প্লাগইংস আছে। যেগুলোর মাধ্যমে উইজেট থেকে রিসেন্ট পোস্ট/কমেন্ট/রেজিস্টার্ড ইউজার দেখানো যায়, আর এই উইজেটগুলো ওপর/নীচে স্ক্রল করতে থাকে।
এই প্লাগিংসটি একটিভ থাকলে কমেন্ট বক্সে ছবি আপলোডের অপশন থাকবে সামু ব্লগের মত।
সামুর পোস্ট আর কমেন্টের সেই ইমোটিকন গুলোর সাথে বাংলা ব্লগার মাত্রই পরিচিত। আপনার সাইটের পোস্ট বা কমেন্টে স্মাইলি দেয়ার অপশন খুব সহজেই এড করা যায়, এই প্লাগিংসটি দিয়ে।
নামেই বোঝা যাচ্ছে কোন ইউজারকে যদি ব্যান করতে চান তবে আপনার দরকার এই প্লাগিংস।
বিভিন্ন পেজ আর পোস্টে ফেসবুক লাইক আর শেয়ার বাটন খুব সহজেই এড করা যায়, এই প্লাগিংসটি দিয়ে। তবে এরকম আরো বেশ কিছু প্লাগিংস রয়েছে।
আমার সাইট earnhelp.com এ গেলে দেখতে পাবেন শুরুতেই একটি ফেসবুক লাইক বক্স আসবে, এটা এই প্লাগিংস দিয়েই করা হয়েছে।
টিটিতে প্রতিটি পোস্টের সাথেই দেখা যাচ্ছে সেটা কতবার পড়া হয়েছে। এটা করা হয়েছে এই প্লাগিংসটি দিয়েই।
উইজেটে সবচেয়ে বেশীবার পড়া পোস্টগুলোর টাইটেল দেখাতে পারেন এই প্লাগিংস দিয়ে।
টিটিতে প্রতিটি পোস্টের সাথেই রয়েছে সেটি নিজের প্রিয় তালিকায় নেবার একটি অপশন, আর প্রতিটা ইউজারের ড্যাশবোর্ডে থাকে এমন একটি প্রিয় পোস্টের তালিকা। এমনটা আপনার সাইটেও এড করার জন্য এ প্লাগিংসটি।
সাইটের উইজেটে জরিপ এড করা যায় এই প্লাগিংস দিয়ে অনেকটা prothom-alo.com এর অনলাইন ভোট উইজেটটির মত।
ওয়ার্ডপ্রেসে সাইনআপ পেজ খুবই সিম্পল, ধরুন আপনি যদি চান এমন একটি সাইন আপ পেজে যেখানে ইউজার দেবে তার বিস্তারিত তথ্য বিভিন্ন তথ্য, তার জন্য আপনি খুব সহজেই এড করতে পারবেন পাসওয়ার্ড ফিল্ড, টেক্সট ফিল্ড, টেক্সট বক্স, চেক বক্স, রেডিও বাটন, সিলেক্ট অপশন, জন্ম তারিখ ফিল্ড বা টার্মস এগ্রিমেন্ট এর জন্য বিভিন্ন অপশন।
ধরুন আপনি আপনার সাইটে এমন একটা উইজেট রাখবেন যেটা নির্দিষ্ট কোন দিন, সময় বা ইভেন্ট কে টার্গেট করে কাউন্টডাউন করতে থাকবে। তবে আপনাকে ব্যাবহার করতে হবে এই প্লাগিংসটি।
নাম শুনেই বুঝতে পারছেন এই প্লাগিংসটির কাজ। হা এটার মাধ্যমে আপনার সাইটের যে কোন জায়গায় মারকিউ টেক্সট শো করতে পারবেন।
সাইডবারেও চমতকার ড্রপডাউন মেনু তৈরী করতে পারেন এ প্লাগিংস দ্বার।
এই প্লাগিংসটি একটিভ থাকলে সাইটের বিভিন্ন পেজে থাকা ছবিগুলোতে ক্লিক করলে তা এজাক্স পপআপ আকারে পুরোটা দেখাবে।
এই প্লাগিংসটি অনেকটা ম্যাগনিফাইং গ্লাসের মত। সাইটের যে কোন পোস্টের ছবির উপর কার্সর নিলে সেখানে ছবিটির উপরে একটি ম্যাগনিফাইং গ্লাসের মত টুল শো করবে যা দ্বারা ছবিটি আরো স্পষ্ট দেখা যাবে, এটা পিক্সেল কমানো বা বাড়ানো যাবে।
এই প্লাগিংসটি দিয়ে উইজেটে সাইটের আপলোড করা বিভিন্ন ছবি দিয়ে চমতকার একটি স্লাইডশো তৈরী করা যাবে।
সুপার ট্রান্সিশন স্লাইড শো নামে ক্রিয়েটিভ ক্লাস স্লাইড শো প্লাগিংসের মত একই কাজের দারুন আরো একটি প্লাগিংস।
আপনার বা অন্য যে কোন ইউটিউব চ্যানলের আপলোড করা লেটেস্ট ভিডিওটি আপনার সাইটের উইজেটের মাধ্যমে দেখাতে পারবেন এই প্লাগিংস দ্বারা।
এই প্লাগিংসটি দিয়ে আপনার সাইটে একাধিক গ্যালারী তৈরী করে তা এড করতে পারবেন বিভিন্ন পেজ বা পোস্টে, এডসেন্সের সর্বাধিক জনপ্রিয় প্লাগিংসগুলোর মধ্যে এটা অন্যতম।
সাইটের হেডারের নীচে একাধিক ইমেজ এর সাহায্যে চমতকার জেকুয়েরী স্লাইড এড করা যায় এই প্লাগিংসটির মাধ্যমে।
এই প্লাগিংসটির মাধ্যমে ওয়ার্ডপ্রেস সাইটের মেনুর নিচে বা যে কোন জায়গায় সর্বশেষ পোস্টগুলোর একটা স্লাইড তৈরী করতে পারবেন। আর সেটিংস থেকে স্লাইডার সাইজ, রং সবই কাস্টমাইজ করতে পারবেন।
এই প্লাগিংস দিয়ে পেজ থেকে পোস্টে বা পোস্ট থেকে পেজে কনভার্ট করা যাবে।
বিভিন্ন নিউজ সাইটের হেডারে সর্বশেষ বা ব্রেকিং নিউজের টিকারের মত টিকার বা স্ক্রল এড করা যাবে এই প্লাগিংস দিয়ে। আপনি যদি ওয়ার্ডপ্রসে নিউজ বা ম্যাগাজিন সাইট করেন তবে এটা আপনার কাজে দেব। এরকম আরো দুটি ভাল প্লাগিংস হল ডব্লিউপি নিউজটিকার ও লিওপিডিয়া নিউজটিকার।
বিডি নিউজ বা বাংলা নিউজে দেখে থাকবেন বিভিন্ন কলামে নির্দিষ্ট ক্যাটাগরির সর্বশেষ পোস্টগুলো শো করছে, আপনিও এটা করতে পারেন পারেন আপনার ওয়ার্ডপ্রেস সাইটের বিভিন্ন উইজেটে। আর নিউজ সাইট করতে গেলে তো দরকার হবেই। আপনার ইচ্ছে মত পোস্টগুলো থাম্বনেইল ছাড়া বা সহ শো করতে পারবেন হোমপেজে। এরকম আরো কিছু প্লাগিংস আছে যেমন ক্যাটেগরি পোস্ট, পোস্ট ফ্রম ক্যাটেগরি।
বিডি নিউজের ভিম্যাগ টি দেখছেন নিশ্চই? হা এই প্লাগইংসটি দিয়ে আপনি এমন পেজ ফ্লিপিং ম্যাগাজিন বানাতে পারবেন। পেজ ফ্লীপের আরো বেশ কিছু প্লাগইংস আছে।
ওয়ার্ডপ্রেসে অনেক ইকমার্স প্লাগইংস আছে, তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে এটি, আলাদা ভাবে প্রোডাক্ট এড করা, প্রোডাক্টের ডিটেইলস দেবার, যে কোন পোস্টেই প্রডাক্ট কোড দিয়ে পাবলিশ করলেই প্রোডাক্টটি তার নির্দিষ্ট জায়গায় পোস্ট হয়ে যাবে। এছাড়া "মার্কেটপ্লেস" ইকমার্স প্লাগইংসটিও আমার কাছে বেশ ভালো লেগেছে।
নাম শুনেই বোঝা যায় এই প্লাগইংস দিয়ে পিটিসি টাইপ সাইট তৈরী করা যায়।
এই প্লাগইংসটির মাধ্যমে অনলাইনে এক্সাম নেবার জন্য মাল্টিপল চয়েস এক্সাম পেজ তৈরী করা যেতে পারে।
এই প্লাগিংসটি ইনস্টল করলে আপনি সহজেই প্রায় ফেসবুকের কাছাকাছি প্রায় সব অপশনের একটি সোশ্যাল সাইট তৈরী করতে পারবেন।
বাডিপ্রেস ইনস্টল করার পর বাডিপ্রেস সাইটে হুবুহু ফেসবুকের মত একটি চ্যাট এড করতে পারেন এই প্লাগিংস দ্বারা তবে এটি এখনো ওয়ার্ডপ্রেসের প্লাগইংস ডিরেক্টরীতে পাবেন না কিন্তু গুগলে সার্চ করলেই পাওয়া যাবে। না পেলে আমাকে মেইল করতে পারেন।
বাডি প্রেস সাইটের হুবুহু ফেসবুকের মত একটি ইমেজ গ্যালারী তৈরী করতে এই প্লাগইংস এর জুড়ি নেই।
প্লাগইনসগুলো যেহেতু ওয়ার্ডপ্রেস ডিরেক্টরীতে সার্চ করলেই পাবেন তাই আর লিংক দিলাম না আলাদা করে, তবে কারো লিংক লাগলে কমেন্টে জানাতে পারেন, ধন্যবাদ সবাইকে, ভাল থাকুন, পরের পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই, হ্যাপি টিউনিং।
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সে অনেকদিন পরে শাকিল আরেফিন ভায়ের টিউন দেখলাম 🙂 তাছাড়া এত জনপ্রিয় ওয়ার্ডপ্রেস সিএমএস এর প্লাগিনের পরিচয় নিয়ে আলোচনা করা দেখে বেশ ভালই লাগলো।
প্লাগিনগুলোর সাথে প্লাগিনের লিংক গুলো যুক্ত করে দিলে আরোও ভালো হত।
ধন্যবাদ!