কোন পোস্ট পড়ার সময় যদি আপনি দেখেন পোস্ট পড়া শেষ হতে না হতেই রিলেটেড পোস্ট গুলো বাম কিংবা ডান পাস থেকে ভেসে এসে থেমে যায় । রিলেটেড পোস্ট গুলো প্রথমে লুকিয়ে বা ছোট হয়ে থাকে আর পোষ্ট এর শেষের দিকে আসতেই তা কিছুতা বড় হয়ে দেখা দেয় । আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে এই জিনিস টা । আর যদি তা আপনার নিজের ওয়েব সাইটে যুক্ত করতে পারেন তাহলে কথাই নেই ।
এখন থেকে আপনিও আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এ এই রিলেটেড পোস্ট প্লাগিন টা লাগাতে পারবেন ।
প্রথমে দেখে নিন প্লাগিনটি কিরকম কাজ করছে ।
View Demo (স্ক্রল করে পেজ এর শেষে যেতে হবে)
এবার চলুন জেনে নেই কিভাবে অ্যাড করবেন এই প্লাগিন টি ।
১. ডাউনলোডঃ প্রথমে এখানে ক্লিক করে প্লাগিনটি ডাউনলোড করে নিন । এটি মাত্র ৩৩ কেবি ।
২. আপনার ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট এর Dashboard --> Plugind --> Addnew তে যান ।
৩. এবার আপলোড সিলেক্ট করে প্লাগিন টি আপলোড করে ইন্সটল করুন ।
৪. এবার প্লাগিনটি একটিভ করলেই আপনার কাজ শেষ ।
৫. এখন ওয়েবসাইট এর যেকোনো একটি পোস্ট ওপেন করে পেজের শেষে গেলেই প্লাগিনটির মজা দেখতে পাবেন।
* রিলেটেড পোস্ট গুলো কিভাবে আসবে টা নিয়ন্ত্রন করতে Dashboard --> Settings --> upPrev এ যান ।
এখানে Animation style এখনো একটি সিলেক্ট করুন এবং Save Changes করে বেরিয়ে আসুন ।
সময় হলে বা আমাকে খুজতে এখানে আসতে পারেন ।
আর কিছু জানার থাকলে বা বলতে কমেন্ট করুন ।
আমি Rafsan.zannat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks for the information.but blogger e kivabe hobe?