DevToys – ডেভেলপারদের জন্য দারুণ অফলাইন অ্যাপ

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন, আমিও ভালো আছি। আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন টিউন নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

আজকের এই টিউনটি বিশেষ করে ডেভেলপারদের জন্য৷ আজকে আমি দারুণ একটি অ্যাপ এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনার কোডিং এক্সপেরিয়েন্স হবে আরও চমৎকার।

ডেভেলপারদের কোডিং এর সময় অনেক গুলো ছোট ছোট কাজ করতে হয় ডিবাগ করা, টেস্ট ইত্যাদি। তো এই কাজ গুলো করার জন্য ডেভেলপারদের আলাদা আলাদা ওয়েবসাইটের সাহায্য নিতে হয়। কেমন হবে যদি এই সব গুলো কাজ একটি অ্যাপে করা যায়?

DevToys কী?

DevToys একটি অফলাইন উইন্ডো1জ অ্যাপ যার মাধ্যমে ডেভেলপাররা তাদের কোড ডিবাগ এবং টেস্ট সহ আরও অনেক কাজ সহজে করে ফেলতে পারবে। দারুণ ব্যাপার হচ্ছে এই কাজ করতে আপনার কোন ইন্টারনেট কানেকশন লাগবে না, সব কাজ অফলাইনেই করতে পারবে।

এই অ্যাপটির দারুণ ফিচার হচ্ছে Smart Detection। আপনি যখন কোন কিছু কপি করবেন তখন DevToys ক্লিপ-বোর্ডের কন্টেন্ট চেক করবে এবং বিভিন্ন টুল সাজেস্ট করবে। কোন টুল ডিটেক্ট হলে ক্লিপ-বোর্ড কন্টেন্ট অটোমেটিক পেস্ট হয়ে যাবে।

এই অ্যাপ এর রয়েছে অনেক গুলো টুল যেমন,

Converters

JSON <> YAML
Timestamp
Number Base
Cron Parser

Encoders / Decoders

HTML
URL
Base64 Text & Image
GZip
JWT Decoder

Formatters

JSON
SQL
XML

Generators

Hash (MD5, SHA1, SHA256, SHA512)
UUID 1 and 4
Lorem Ipsum
Checksum

Text

Escape / Unescape
Inspector & Case Converter
Regex Tester
Text Comparer
XML Validator
Markdown Preview

Graphic

Color Blindness Simulator
Color Picker & Contrast
PNG / JPEG Compressor
Image Converter

DevToys

অফিসিয়াল ওয়েবসাইট @ DevToys

DevToys কীভাবে ব্যবহার করবেন?

প্রথমে DevToys অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন

অ্যাপটি ওপেন করলে সব গুলো টুল দেখতে পারবেন

বামপাশ থেকে যেকোনো টুলে ক্লিক করলে ডানপাশে অপশন গুলো দেখাবে। কনভার্ট করতে Convert এ ক্লিক করুন।

এনকোডার ডিকোডার ব্যবহার করতে Encoders/Decoders এ ক্লিক করুন।

Hash এবং Password  জেনারেটরের মত অপশন গুলো পেতে Generators এ ক্লিক করুন।

 

শেষ কথা

ডেভেলপারদের জন্য বলা যায় DevToys একটি All in One টুলপ্যাক। দারুণ সব টুল এক অ্যাপে ডেভেলপাররা এখন পেয়ে যাবেন। এই অ্যাপ এর Smart Detection টুলটি আসলেই চমৎকার।

তো আজকে এই পর্যন্তই, কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস