উইন্ডোজে ড্যামেজ ফাইল রিপিয়ার করার সেরা ৫ টি টুল

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন টিউন নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

উইন্ডোজ পিসিতে আমরা ফাইল ড্যামেজের কয়েকটা Error দেখতে পাই যেমন,
The file is corrupt and cannot be opened, The file or directory is corrupted and unreadable, There was an error opening this document. The file is damaged ইত্যাদি।

কম্পিউটারের ফাইল হচ্ছে বিভিন্ন ডাটার একটা সেট, যা এমন ভাবে সাজানো থাকে যাতে প্রোগ্রাম ওপেন হতে পারে এবং রিড হতে পারে। কোন কারণে এই ডাটার অর্গানাইজেশন নষ্ট হয়ে গেলে বা কোন ডাটা মিস হয়ে গেলে, ফাইল আন-রিডেবল হয়ে যায়। একেই বলে ফাইল ড্যামেজ বা Corrupted হয়ে যাওয়া।

বিভিন্ন কারণে ফাইল ড্যামেজ হতে পারে। বাগ থাকা সফটওয়্যার দিয়ে ড্যামেজ ফাইল তৈরি হতে পারে। আবার কখনো কিছু সফটওয়্যার রান হতে কিছু ফাইল ওপেন থাকতে হয়। সফটওয়্যার হটাৎ ক্রাশ হলে সেই ফাইল গুলো এলোমেলো হয়ে যেতে পারে। ভাইরাসও ফাইল ড্যামেজ করে দিতে পারে।

দুর্ভাগ্যবশত ড্যামেজ ফাইল রিপেয়ার করা সহজ নয়। এটা নির্ভর করে আপনার ফাইল ফরমেট কতটা ফ্লেক্সিবল। ফাইলের ডাটা কতটা এলোমেলো হয়েছে সেটাও ভাবার বিষয়। তারপরেও কিছু স্মার্ট সফটওয়্যার আছে যেগুলো দিয়ে ফাইল ফিক্স করা যায়। তো সেরা কিছু ফাইল রিপিয়ার টুল এই টিউনে তুলে ধরা হল।

১. Stellar Microsoft Office Repair Toolkit

Stellar Microsoft Office Repair Toolkit এর ফাইল রিপিয়ার করা তিনটা টুল রয়েছে। তিনটা টুল ভিন্ন ভিন্ন ফাইল ফরমেটের জন্য তৈরি করা যেমন, Word documents, Excel spreadsheets, এবং PowerPoint presentations। যারা অফিসে কাজ করেন তাদের জন্য বলা যায় সেরা টুল এটি। কোন অফিস ফাইল ড্যামেজ হলে এটি দিয়ে ফিক্স করা যায়।

আপনি চাইলে পুরো সিস্টেমের ফাইল স্ক্যান করতে পারবেন অথবা নির্দিষ্ট ফাইলও স্ক্যান করতে পারবেন। Stellar File Repair Toolkit ফাইল দিয়ে আপনি পাসওয়ার্ড প্রটেক্ট ফাইলও ঠিক করতে পারবেন। সিঙ্গেল ক্লিকেই আপনি এই ধরনের ডাটা ঠিক করতে পারবেন।

এটি একটি প্রিমিয়াম অ্যাপ, ফ্রিতে স্ক্যান এবং প্রিভিউ দেখতে পারবেন তবে রিপিয়ার ফিচার পেতে আপনাকে ৬৯ ডলার পে করতে হবে।

Stellar Microsoft Office Repair Toolkit

অফিসিয়াল ওয়েবসাইট @ Stellar Microsoft Office Repair Toolkit

২. Repair Toolbox

Repair Toolbox সিঙ্গেল অ্যাপ নয় এখানে ২২ টি ইউটিলিটি রয়েছে যেগুলো ভিন্ন ভিন্ন ফাইল রিপিয়ারে ব্যবহৃত হয়। আপনি আপনার প্রয়োজন মত ইউটিলিটি এখানে ব্যবহার করতে পারেন।

এই সফটওয়্যার সকল ইউটিলিটি একই রুল ফলো করে, আপনি ফাইল সিলেক্ট করে দেবেন, একটি নাম দেবেন এবং Repair এ ক্লিক করবেন। এটি Word, Excel, PowerPoint, Outlook, OneNote, PDF, ZIP, RAR, Illustrator, Photoshop, সহ আরও অনেক ফরমেট সাপোর্ট করে।

Repair Toolbox পুরোপুরি ফ্রি অ্যাপ নয়৷ ডেমো ভার্সনে আপনি PDF ইউটিলিটি দিয়ে প্রথম পেজ সেভ করতে পারবেন, ZIP ইউটিলিটি আপনাকে দেখাবে ফাইলটি রিপিয়ার করা যাবে কি যাবে না, ফাইল সেভ করতে পারবেন না।

Repair Toolbox

অফিসিয়াল ওয়েবসাইট @ Repair Toolbox

৩. Hetman File Repair

ড্যামেজ ইমেজ ফাইল রিপিয়ার করার টুল হচ্ছে Herman File Repair। এটি দিয়ে ড্যামেজ হওয়া ইমেজ ফাইল রিপিয়ার করা যায়৷ তবে এটি ইমেজ রিকোভারি টুলের মত কাজ করে না। আপনার কোন ইমেজ ওপেন না হলে এই টুলটি ব্যবহার করতে পারেন।

ইমেজ কোয়ালিটি এবং EXIF (Compressed এবং Uncompressed ভ্যারিয়েন্ট) ডাটার কোন ক্ষতি ছাড়াই Hetman File Repair আপনার ইমেজকে ঠিক করতে পারবে। এই সফটওয়্যার টি একি সাথে JPEG, BMP, PNG ইমেজ সাপোর্ট করে। এর রয়েছে সহজ Wizard যা সবাই ব্যবহার করতে পারবে।

Hetman File Repair দিয়ে ফ্রিতে আপনি স্ক্যান করতে পারবেন তবে ফাইল সেভ করতে অ্যাপটি কিনতে হবে। পারসোনাল ইউজের জন্য হোম ভার্সনের দাম ৬০ ডলার এবং বিজনেস ভার্সনের দাম ১৪০ ডলার।

Hetman File Repair

অফিসিয়াল ওয়েবসাইট @ Hetman File Repair

৪. Digital Video Repair

নাম দেখেন ধারণা করছে পেরেছেন এই টুলের কাজ কী হবে। হ্যাঁ, এটি একটি ভিডিও রিপিয়ার টুল৷ এটি একটি ফ্রি টুল। এই Digital Video Repair সফটওয়্যারটি দিয়ে আপনি ব্রোকেন MP4, MOV, এবং AVI ভিডিও ঠিক করতে পারবেন। Xvid, DivX, MPEG4, 3ivx, এবং Angel Potion এনকোডেড ফরমেট গুলোও ঠিক করা যাবে।

এই সফটওয়্যারের রয়েছে, RelevantKnowledge একটি অনলাইন মার্কেট রিসার্চ কমিউনিটি। এটি আপনি বিশ্বাস করতে পারেন তারা ম্যালওয়ার ছড়াবে না।

এই টুলটি আপনার ভিডিও ফ্রেম মিসিং হলে ঠিক করতে পারবে না। প্লেয়ারে প্লে না হওয়া, শো না করা সমস্যার সমাধান করতে পারবে।

Digital Video Repair

অফিসিয়াল ওয়েবসাইট @ Digital Video Repair

৫. System File Checker

আপনার পিসির সিস্টেম ফাইল ড্যামেজ হলে ফিক্স করার জন্য রয়েছে System File Checker। এটি একটি ডিফল্ট অ্যাপ। খুব সহজেই আপনি System File Checker রান করতে পারবেন। প্রথমে এডমিন মুডে Command Prompt রান করুন এবং নিচের কমান্ড দিন।

sfc /scannow

এটি আপনার ফাইল স্ক্যান করা শুরু করে দেবে। পুরো সিস্টেম স্ক্যান হতে ১৫ থেকে ৬০ মিনিট লাগতে পারে এটা নির্ভর করবে হার্ডওয়্যারের উপর। এটি Windows 10 এর বিভিন্ন Error, খারাপ সিস্টেম কনফিগারেশন ঠিক করতে পারে।

শেষ কথা

একটি বিষয় মনে রাখবেন এই টুল গুলো কেবল মাইনর Error ফিক্স করতে পারবে বড় ধরনের কোন সমস্যা এটি সমাধান করতে পারবে না। আশা করছি টুল গুলো আপনাকে বিভিন্ন মাইনর ইস্যু ফিক্স করতে সাহায্য করবে।

তো আজকে এই পর্যন্তই, কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস