আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
আজকে আমি Windows 11 এর দারুণ তিনটি ট্রিকস নিয়ে আলোচনা করব যেগুলো সম্পর্কে আপনি হয়তো অবগত নন।
প্রায় সময়ই আমাদের উইন্ডোজের স্ক্রিন রেকর্ডের প্রয়োজন পড়ে। এজন্য আমরা ব্যবহার করে অভ্যস্ত থার্ডপার্টি বিভিন্ন অ্যাপ। আপনি চাইলে এই কাজটি কোন ধরনের অ্যাপ ছাড়াই এখন করতে পারেন। আপনি যদি Windows 11 ইউজার হয়ে থাকেন তাহলে এই কাজটি ছোট একটি শর্টকাটের মাধ্যমে করতে পারেন।
প্রেস করুন Win+G, আপনি গেমবার দেখতে পাবেন এখান থেকে আপনার স্ক্রিন রেকর্ডিং শুরু করুন।
Windows 11 ইউজাররা পাচ্ছে বিল্ড-ইন একটা ভয়েস টাইপিং ফিচার। যেকোনো ডকুমেন্টে Win+H প্রেস করলে আপনার সামনে চলে আসবে ভয়েস টাইপিং ফিচার। যা বলবেন স্বয়ংক্রিয়ভাবে সেটা টাইপ হতে থাকবে
আপনি অবাক হলেও সত্যি গুগলে ক্রোমের মত আপনি উইন্ডোজ এক্সপ্লোরারেও মাল্টিপল ট্যাব ওপেন করতে পারবেন।
এটা করার জন্য আপনার সিস্টেমে Windows 11 22H2 Stable Build (22621 অথবা পরের ভার্সন) লাগবে। প্রথমেই পিসিতে ViveTool, টুলটি সেটআপ করতে হবে।
ViveTool ডাউনলোড করে Extract করুন।
এক্সট্রাক্ট করা ফোল্ডারটিতে রাইট ক্লিক করুন এবং “Copy as path” অপশনটি সিলেক্ট করুন।
এবার এডমিন রাইট দিয়ে, Command Prompt ওপেন করুন।
Command Prompt এ, cd টাইপ করুন এবং আগে কপি করা কমান্ডটি পেস্ট করুন। আপনার পিসির জন্য এই কমান্ড ভিন্ন হতে পারে। যেমন,
"C:\Users\azureuser\Downloads\ViVeTool-v0.3.2"
নিচের কমান্ডটি এক্সিকিউট করুন, এটি উইন্ডোজ এক্সপ্লোরারে নতুন ট্যাব ওপেন করুন ফিচার এড করবে।
vivetool /enable /id:36354489
এবার নিচের কমান্ড দিন এটি উইন্ডোজ এক্সপ্লোরারে SV2Navpane নামে নতুন ন্যাভিগেশন এড করবে
vivetool /enable /id:37634385
সর্বশেষ আপনি নিচের কমান্ডটি দিন এবং পিসি রিস্টার্ট করুন
vivetool /enable /id:39145991
ফাইনালি এনেভল হয়ে গেলে চমৎকার ফিচারটি যা ডার্ক মুডেও দারুণ ভাবে সাপোর্ট করবে। আপনি চাইলে ট্যাব গুলো রিএরেঞ্জ ও করতে পারেন।
তবে আপনি যদি কখনো এই ফিচারটি অফ করতে চান তাহলে নিচের কমান্ড গুলো দিন
vivetool /disable /id:36354489
vivetool /disable /id:37634385
vivetool /disable /id:39145991
আপনি Windows 11 এ চমৎকার ভাবে সিস্টেম ভলিউম কন্ট্রোল করতে পারবেন। টাস্কবারে ভলিউম আইকনে মাউস পয়েন্টার রাখুন এবং মাউসের স্ক্রুলটি ঘুরান। কি চমৎকার না?
আজকের এই টিউনে যে ট্রিকস গুলো দেখালাম আমি নিশ্চিত আপনি এর যেকোনো একটি সম্পর্কে জানতেন না। আশা করছি সব গুলো ট্রিকসই আপনার ভাল লেগেছে।
বলা যায় এই টিউনে আপনি নতুন কিছু জানতে পেরেছেন, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।