কীভাবে সেভেন যিপ ব্যবহার করবেন How to use 7-Zip Bangla

টিউন বিভাগ উইন্ডোস
প্রকাশিত
জোসস করেছেন

আসসলামুআলাইকুম।

আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে আপনি 7zip ব্যবহার করবেন, 7zip ব্যবহার করে যে কোন ফাইলকে zip আর্কাইভ বানাবেন, কি ভাবে কোন ফাইল বা ফোল্ডারকে সেপারেটেড zip আর্কইভ বানাবেন এবং দেখাব কিভাবে zip ফাইলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন, সর্বশেষে দেখাব কিভাবে zip আর্কাইভকে UNzip করতে হয়।
আপনার পিসিতে 7zip  ইনস্টল করা না থাকলে আপনি 7zip এর অফিসিয়াল সাইট থকে ডাওনলোড করে ইনস্টল করে নেবেন।

আপনি চাইলে এই আর্টিক্যালের ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন।


এখন আমি আপনাদেরকে দেখাব কিভাবে 7zip ব্যবহার করে zip আর্কাইভ বানাবেন।

এই জন্য আপনি যেই ফোল্ডার বা ফাইলকে যিপ বানাতে চাচ্ছেন, সেই ফোল্ডার বা ফাইলকে সিলেক্ট করে রাইট ক্লিক করলে আপনি একটু নিচে দেখতে পাবেন 7zip লেখা নামে একটি অপশন আছে, সেই অপশনে হভার করলে আরো কিছু অপশন আসবে, নিচে দেওয়া স্ক্রিন-সট ফলো করুন

এখান থেকে আপনাকে add to archive. এই অপশনে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এমন একটি ইনটারফেজ আসবে।

আপনাকে শুধু Archive format থেকে zip সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করে ওকে করে দিলেই আপনার ফাইল বা ফোল্ডারটি zip হয়ে যাবে।

এখন আমি আপনাদেরকে দেখাব, কিভাবে 7zip ব্যবহার করে কোন একটি ফাইল বা ফোল্ডারকে, কয়েক ভাগে ভাগ করে  zip আর্কাইভ বানাবেন।

এই জন্য আপনাকে সেই আগের মতই সব গুলো ফাইল বা ফোল্ডারকে এক সাথে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর রাইট ক্লিক করে 7zip এর অপশন এ হভার করে  ad to archive এ ক্লিক করতে হবে,

ক্লিক করার পর আপনাকে Archive format থেকে zip সিলেক্ট করে দিতে হবে, এবং একটু নিচের দিকে দেখতে পাবেন, split to volumes, bytes: সেখান থেকে আপনি আপনার ইচ্ছে মত MB, GB, KB সিলেক্ট করে আপনার প্রয়োজন অনুযায়ী MB বা GB দিয়ে দিবেন।
আমি আমার প্রতিটি যিপকে ১০০এম্বি করে বানাতে চাচ্ছি তাই আমি ১০০এম্বি সিলেক্ট করে দিচ্ছি।


ওকে করার পর আপনি দেখতে পাবেন আপনার ফাইল বা ফোল্ডার গুলো ১০০এম্বি করে যিপ আর্কাইভ হতে থাকবে, পরসেস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।


এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইল গুলো ৫টি ভাগে আর্কাইভ হয়েছে, আমি যেই ফোল্ডারের ভিতরে আর্কাইভটি ক্রিয়েট করেছি সেই ফোল্ডারের নামে যিপ হয়েছে।

এখন আমি আপনাদেরকে দেখাব কিভাবে 7zip ব্যবহার করে কোন আর্কাইভকে পাসওয়ার্ড প্রটেক্টেড করবেন।

পূর্বের নিয়ম অনুযায়ী আপনি যেই ফাইল বা ফোল্ডার কে পাসওয়ার্ড প্রটেক্টেড যিপ আর্কাই বানাতে চাচ্ছেন, সেই ফাইল বা ফোল্ডার গুলোকে সিলেক্ট করে 7zip অপশন থকে ad to archive. এ ক্লিক করতে হবে,
একটু নিচের দিকে দেখতে পাবেন  Encryption লিখা আছে আপনাকে সেখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে।


পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে ওকে করে দেবেন।

এখন আমি আপনাদেরকে দেখাব কিভাবে 7zip ব্যবহার করে যেকোন zip আর্কাইভকে  UnZip করবেন।

আপনি যেই যিপ আর্কাইভটিকে  আনযিপ করবেন, সেই যিপ আর্কাইভটিকে সিলেক্ট করে 7zip এর অপশন এ হভার করে Extract files.  এ ক্লিক করলে আপনার ফাইল বা ফোল্ডার গুলো আনযিপ হয়ে যাবে।


একটি বিষয় খেয়াল রাখবেন, আপনি যখন কোন পাসওয়ার্ড প্রটেক্টেড আর্কাইভকে আনযিপ করতে চাইবেন তখন আপনার সামনে একটি পপ-আপ আসবে পাসওয়ার্ড দেওার জন্য, সঠিক পাসওয়ার্ড দিয়ে ওকে করলে আপনার আর্কাইভটি আনযিপ হয়ে যাবে।


আশাকরি আজকের পর থকে  আপনার কোন ফাইলকে ZIP অথাবা UNZIP করা নিয়ে কোন প্রকার সমস্যা হবেনা।

তারপরেও যদি কোন কিছু জানার থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে আপনি টিউমেন্ট করে জানাতে পারেন। টিউন-টি ভাল লাগলে  শেয়ার করবেন।
আমাদের সকল নতুন টিউনের আপডেট পেতে এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে,
https://www.facebook.com/groups/1049482199135258
https://www.youtube.com/channel/UC1gp4gg3MJn8ig_gZEr_1FQ
https://techbd-blog.blogspot.com/

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।

Level 0

আমি টেক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস