উইন্ডোজে কমান্ড প্রোম্পোট ইউজ করে ড্রাইভ হাইড করুন খুব সহজেই!

টিউন বিভাগ উইন্ডোস
প্রকাশিত
জোসস করেছেন

হাই ফ্রেন্ডস, কেমন আছেন? টেকটিউনস এর নুতুন আরেকটি  আর্টিকেলে আপনাদের জানাই স্বাগতম। আমাদের সকলেরই কিন্তু পারসোনাল আর সেটার একটা প্রাইভেসি রয়েছে। আমরা প্রতিনিয়তই আমাদের কম্পিউটারে বিভিন্ন পার্সোনাল ডাটা সংরক্ষন করে রাখি। তবে অনেক ক্ষেত্রেই এরকম চান্সেস থেকেই যায় যে কোনো ভাবে আমাদের সেই পারসোনাল ডাটা ডাটা অন্য কারো হাতে পৌঁছে যেতে পারে। তবে আমরা কম্পিউটারের যে ড্রাইভে ডাটা বা হার্ড ড্রাইভ পাটিশনে আমাদের ডাটা সেভ করেছি সেটাই আমরা যদি ড্রাইভ লিস্ট থেকে হাইড করে রাখি তাহলে কেমন হয়? অনেক ভালো হয় তাই না! তো বন্ধুরা আজ আমি আপনাদের সেটাই দেখাবো কিভাবে আপনার উইন্ডোজ কম্পিউটারের আপনার কোনো ড্রাইভ লিস্ট থেকে হাইড করবেন। তো চলুন আর কথা বাড়িয়ে শুরূ করা যাক।

তো বন্ধুরা আপনারা কম্পিউটারের কোনো ড্রাইভ হাইড করার জন্য নিচের স্টেপগুলো সহ আমাকে ওয়ান বাই ওয়ান ফলো করুন।

  • ১– প্রথমেই আপনার কম্পিউটার ওপেন করে যে ড্রাইভ হাইড করতে চান সেটার নাম নোট করুন। উইন্ডোজ মেনু থেকে কমান্ড প্রোম্পোটের উপর মাউস এর রাইট বাটন ক্লিক করে ‘Run As Administrator‘ সিলেক্ট করুন।

  • ২– এবার ‘Diskpart‘ কমান্ড টি লিখে এন্টার প্রেস করুন।

  • ৩–তারপর আপনি ‘List Volume‘ কমান্ড লিখে এন্টার প্রেস করুন। তাহলে আপনাকে আপনার কম্পিউটারের সব ড্রাইভের লিস্ট দেখাবে।

  • ৪– আচ্চ্ছ বুুজলেেন না তো, মনে করুন আমি ‘F‘ ড্রাইভ হাইড করবো আর ‘F‘ ড্রাইভ লিস্টের 2 নাম্বারে আছে তাই আমাকে কমান্ড দিতে হবে ‘Select Volume 2‘, একই ভাবে অন্য কোনো ড্রাইভ হাইড করতে চাইলে সেই নাম্বার অনুযায়ি আপনার কমান্ড দিয়ে এন্টার প্রেস করতে হবে।

  • ৫– এবার আপনাকে  ‘F‘ ড্রাইভ হাইড করার জন্য ‘Remove Letter F‘ কমান্ড দিয়ে এন্টার প্রেস করে দিতে হবে। এমনি ভাবে আপনি যে ড্রাইভ হাইড করতে চান সে অনুযায়ি কমান্ড দিতে হবে, তাহলেই আপনার সিলেক্ট করা ড্রাইভ টি হাইড হয়ে যাবে।

কমান্ড দেওয়ার আগে এমন থাকবে

কমান্ড দেওয়ার পরে এমন হয়ে যাবে

তো বন্ধুরা যেহেতু ড্রাইভ হাইড করেছেন তাহলে তো কখোনো না কখোনো আনহাইড করতে হবেই তাই না! তো তাহলে চলুন এবার আমরা দেখে নিই কিভাবে আপনার সেই ড্রাইভ আন হাইড করবেন।

  • ১- তার জন্য প্রথমেই ১ থেকে ৫ পর্যন্ত স্টেপগুলো আবার ধাপে ধাপে ফলো করুন।
  • ২- এবার সবশেষে আপনার ‘Assign Letter F‘ কমান্ড দিয়ে এন্টার প্রেস করতে হবে। এমনি ভাবে আপনি যে ড্রাইভ টি আনহাইড করতে চান সে অনুযায়ি কমান্ড দিতে হবে, তাহলেই আপনার সিলেক্ট করা ড্রাইভ আনহাইড হয়ে যাবে।

বন্ধুরা এই ছিল আজকের টিউন। আশা করি আপনারা ভালো ভাবেই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আগামীতে দেখা হবে অন্য কোনো আর্টিকেলে। আর্টিকেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা টিউমেন্ট করুন। দেখা হবে পরবতী টিউন এ নতুন আরেকটি টিউন নিয়ে ততোক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আর জে রোহান। , Gaibandha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস