উইন্ডোজ সর্টকাট Arrow চিহ্ন রিমুভ করুন খুবই সহজেই

টিউন বিভাগ উইন্ডোস
প্রকাশিত
জোসস করেছেন

আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি তারা একটা বিষয় লক্ষ্য করি যে ডেস্কটপে অনেক সফটওয়্যার আছে যেগুলোতে সর্টকাট অ্যারো চিহ্ন থাকে যা খুবই বিব্রতকর। এই অ্যারো চিহ্ন খুব সহজেই রিমুভ করুন। নিচে বিস্তারিত দেওয়া হলো।

স্টেপ ০১ :

প্রথমে আপনি আপনার পিসি’র সার্চ বারে ক্লিক করুন। তারপর run লিখে এন্টার করুন। Run এ গিয়ে regedit লিখে এন্টার করুন। তারপর Registry Editor নামে একটা উইন্ডো ওপেন হবে। সেখান থেকে HKEY_LOCAL_MACHINE ক্লিক করুন। তারপর ধাপে ধাপে SOFTWARE, Microsoft, Windows, CurrentVersion, Explorer এ ক্লিক করুন।

স্টেপ ০২ :

এখানে Explorer এ রাইট ক্লিক করুন এবং New and Key তে ক্লিক করুন। New Key এর নাম hell Icons দিয়ে এন্টার করুন।

স্টেপ ০৩ :

hell Icons এ রাইট ক্লিক করে আবার New and String Value এবং এই স্ট্রিং এর নাম দেন  29। এখন 29 এ ডাবল ক্লিক করুন এবং Value data তে “ %windir%\System32\shell32.dll, -50 “ দিয়ে ok তে ক্লিক করুন।

এবার আপনার পিসিটি রিস্ট্রার্ট দেন। দেখবেন আপনার কম্পিউটারের ডেস্কটপে  অ্যারো চিহ্ন নাই।

উপরের টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটা দেখে নিতে পারেন। এই ধরনের প্রায় ১০০+ টেক বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

Level 2

আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস