VSDC Free Video Editor একটি বহুল প্রচলিত বিনামূল্যের ভিডিও এডিটিং সফ্টওয়্যার। এই এডিটর দিয়ে আপনি আপনার কাঙ্খিত ভিডিওতে অতিরিক্ত লাইন, পাঠ্য, ছবি, চার্ট এবং সেইসাথে ভিডিওগুলির অ্যানিমেশন যোগ করতে পারেন। এর মধ্যে ভিডিও তৈরি এবং সম্পাদনা করা সহজ কাজ করার জন্য প্রচুর আলাদা উইজার্ড রয়েছে। যা আপনি আপনার চাহিদা মত ভিডীওটিকে আরো আকর্ষনীয় করতে ব্যবহার করুন।
এই এডিটিং সফটওয়্যারটি ইন্সটল করার সাথে সাথে একই সময় ভিডিও ক্যাপচার প্রোগ্রাম এবং স্ক্রিন রেকর্ডার ইন্সটল করে দিবে। যাতে আপনি এর বিশেষ একটি টুল ব্যবহার করে আপনার কম্পিউটারের স্ক্রীন রেকর্ড করতে পারেন। আর সেই রেকর্ডক্রিত ভিডীওটিয়ে এডিট করে একটি পরিপুর্ন এডভান্স শিক্ষানবিস টিউটরিয়াল বানাতে পারেন।
ভবিষ্যৎ জীবনে একজন সফল ভিডিও ইডিটর হিসেবে আত্নপ্রকাশে VSDC Free Video Editor 2020 full version আপনার একজন আদর্শ বন্ধুর মত কাজ করবে।
এই সফটওয়ারটিকে ব্যবহারকারীর সুবিধানুযায়ী দুটি ৩২বিট এবং ৬৪বিট এডিশনে ডেভেলপ করেছেন। আপনি আপনার অপারেটিং সিষ্টেম অনুযায়ী তা দাউনলোড করে ইনষ্টল করতে পারেন।
আশা করি এটি আপনাদের অনেক উপকারে আসবে।
Download for 32bit
Download for 64bit
Author site- Flash Integro
আরো সফটওয়্যার ডাউনলোড করুন
আমি মোঃ মোশাররফ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার প্রোফাইলে আসার জন্য আপনাকে ধন্যবাদ। প্রযুক্তিকে আমি খুবই ভালোবাসি। তাই নিত্য নতুন জনপ্রিয় ব্লগে লিখতে পছন্দ করি। বিশেষ করে আমি কম্পিউটারের সফটওয়্যার রিলেটেড কনটেন্ট লিখে থাকি। প্রায় বেশিরভাগ সময় আমি অনলাইনে কানেক্টেড থাকি। আমার জন্য সবাই দোয়া করবেন।