উইন্ডোজ এর কিছু মজার ব্যবহার জেনে নিন

টিউন বিভাগ উইন্ডোস
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনস পাঠক, কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভাল আছেন। কম্পিউটার ব্যবহার করেন কিন্তু উইন্ডোজ এর সাথে পরিচয় নাই এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। উইন্ডোজ এর রয়েছে জানা অজানা অনেক মজার ফিচার। আজ আমরা তেমনই পাঁচটি মজার ব্যবহার আলোচনা করবো।

উইন্ডো স্যাকিং

যখন আপনার ডেস্কটপে একই সাথে অনেকগুলো উইন্ডো ওপেন থাকে তখন আপনি যেকোন একটিকে ফোকাসে নিয়ে আসুন মানে একটিভ করুন। তারপরে নিশ্চয়ই অন্যান্য উইন্ডো গুলো এর পিছনে চলে যাবে। এখন এই সামনে থাকা উইন্ডোটা ধরে একটু নাড়াচাড়া করুন। কি? কি হল? হ্যা পিছনের উইন্ডো গুলো সব মিনিমাইজ হয়ে গেছে। আবার এরকম করেন তাহলেই আবার সবগুলো মাক্সিমাইজ হয়ে যাবে।

উইন্ডো স্নাপিং

অনেক সময় আমাদের মাল্টিপল উইন্ডো তে একসাথে কাজ করার প্রয়োজন পরে। তখন এগুলোকে ডেক্সটপ এ ভালোভাবে পাশাপাশি সাজাতে হয়। উইন্ডোজ এর এ কাজ করার জন্য ভাল একটি ফিচার রয়েছে।
ধরুন আপনি অনেক গুলো উইন্ডো একসাথে ওপেন করে আছেন। এখন যেকোন একটা ধরবে ডেক্সটপ এর ডানে অথবা বামে যে প্রান্ত আছে ওখানে নিয়ে ধরে রাখূন। একটা গ্লোসি অ্যাারিয়া আসবে। এখন ছেড়ে দেন। উইন্ডো টা ঠিক অর্ধেক জায়গায় স্নাপ হবে এবং বাকি অর্ধেক জায়গায় অন্যান্য উইন্ডো গুলো চলে আসবে। এখন এগুলোর যেকোন একটায় ক্লিক করলে বাকি জায়গায় সেটা স্নাপ হবে। এভাবে সর্বোচ্চ চারটা উইন্ডোজ স্নাপ করা যায়।

ফাইন্ড দ্যা মাউস কার্সর

অনেক সময় আমাদের মাউস কার্সর হারিয়ে যায়। এটাকে খঁজে পাওয়ার জন্য রয়েছে এক মজার ফিচার। এর জন্য আপনি যাবেন mouse settings > advance mouse option একটা উইন্ডো আসবে। এই উইন্ডো থেকে pointer options ট্যাব টা সেলেক্ট করুন। এই ট্যাবের সবথেকে শেষে থাকা show location of pointer option when i press the ctrl key
অপশন টা চালূ করে দেন। এখন আপনি ctrl চাপলেই একটা বৃত্ত আপনার মাউস কার্সর খুঁজে বের করবে।

হাইড অ্যান্ড মুভ দ্যা টাস্কবার

আমরা সাধারনত টাস্কবার নিচের পাশে রেখে রেখেই অভ্যস্ত। কিন্তু এটাকে মুভ ও হাইড করা যায়। মুভ করার জন্য টাস্কবারের উপর মাউস কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করুন। এখান থেকে টাস্কবার টাকে আনলক করে দেন। এখন মাউস দিয়ে টাস্কবারটা ধরে উপরে বা ডানে বামে নিলে টাস্কবার ওখানে চলে যাবে। এখানে নিয়ে লক করে দিলে ওখানেই টাস্কবার থেকে যাবে। আর হাইড করার জন্য taskbar settings এ যান। এখান থেকে automatically hide the taskbar in desktop mode এটা অন করে দেন। তাহলেই টাস্কবার হাইড হয়ে যাবে। যখন দরকার পরবে জাস্ট মাউস কার্সর ডেক্সটপ এর প্রান্তের দিকে নেন টাস্কবার অটোমেটিক ভেসে উঠবে।

ডার্ক থিম

settings > personalizaton > color এখান থেকে সবার নিচে থাকা ডার্ক অপশন চালু করে দেন। হয়ে যাবে।

রোটেট দ্যা স্ক্রীন

এটা করার জন্য আপনি একই সাথে ctrl + alt + left/right/down/ চাপলে স্ক্রীন arrow কী অনুসারে ঘুরে যাবে। আবার ঠিক করার জন্য ctrl + alt + up arrow চাপলেই আগের অবস্থায় চলে আসবে। এটা করার মাধ্যমে আপনি সাধারন ইউজারদের জন্য আপনার ডেক্সটপ একেবারে ব্যবহার অনুপযোগী করে ফেলতে পারেন।

Level 1

আমি জাবির আরমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস