কম্পিউটারের উইন্ডো Button এর তিনটি গোপন টিপস না দেখলে চরম মিস করবেন

কম্পিউটারের উইন্ডো Button এর তিনটি

গোপন টিপস।

Computer window Button three secret tips, কম্পিউটারের উইন্ডো Button এর তিনটি গোপন টিপস,

• বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার
করবো কম্পিউটারের উইন্ডো Button এর ৩
টি গোপন টিপস। যা আপনার জন্য অনেক
উপকারী ও হেল্পফুল হবে। বিস্তারিত নিম্নরূপ।

1. আমরা সাধারণ সবাই জানি উইন্ডো বাটন
প্রেস করলে কম্পিউটারের কিবোর্ড এর যে Start Menu অপশন গুলো আছে সেগুলো Open হয়ে

যায়। কিন্তু, এই উইন্ডো বাটনের অনেক ম্যাজিকাল টিপস আছে যেগুলো আমরা সকলে জানিনা।

আজকের প্রথম টিপস হল কম্পিউটারের টাস্ক

বারে আমরা দেখি অনেক গুলো প্রোগ্রাম থাকে সেগুলো Open করতে আমাদের মাউস দরকার
হয়। কিন্তু, এখন থেকে মাউস ছাড়াই সহজেই
প্রোগ্রামার গুলো Open করতে পারবেন। এর
জন্য যেমন ধরুন আপনার টাস্ক বারে প্রথম
যে প্রোগ্রাম রয়েছে সেটা হল MS Word, এটা

Open করতে উইন্ডো বাটন +1 প্রেস করুন।
তাহলে Open হবে। এভাবে যদি Next প্রোগ্রাম
টি ও Open করতে চান তাহলে উইন্ডো+2 প্রেস
করুন। এভাবে উইন্ডো+ ১থেকে ৯ সংখ্যা পর্যন্ত
প্রোগ্রাম Open করতে পারবেন।

2. যখন আমরা কোনো একটা ব্রাউজার Open
করবো তখন সেই ব্রাউজারের উইন্ডো কে বড়,

ছোট, ডানে, বামে, এবং Minimize করতে
পারবেন। যেভাবে করবেন উইন্ডো+ কিবোর্ডের
যে এরো বাটন গুলো রয়েছে up, down, left,

right, ইত্যাদি।

3. আজকের টপিকে শেষ টিপস হল উইন্ডো+A
প্রেস করলে একটি উইন্ডো Open হবে সেখানে
থাকবে Tablet Mode, Network, All Settings, Airplane Mode, Location, Focus assist, VPN, Battery Saver, Project, Bluetooth, Contact, Mobile Hotspot, Night Mode, ইত্যাদি। এই অপশন গুলো খুব সহজেই বের করতে পারেন।

যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং টিউমেন্ট করতে ভুলবেন না এছাড়া উইন্ডো বাটন নিয়ে আরো গোপন টিপস নিয়ে হাজির হব Next টিউনে।

সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন
আল্লাহ হাফেজ। আমাকে পাবেন FB তে।

Level 0

আমি মোশারেফ হোসেন। , Comilla। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 30 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস