ডেস্কটপে যেভাবে imo messenger ব্যবহার করবেন

imo messenger on desktop

বর্তমানে imo messenger একটি  ব্যাপক জনপ্রিয় ভিডিও এবং অডিও কল করার অ্যাপ, অধিকাংশ বিদেশী মানুষ বর্তমানে ইমো সফটওয়্যারটি ব্যবহার করে কথা বলে। ইমো অনেক থেকেই ব্যবহার করছে সকলেই তবে এতো দিন শুধু Androidphone এ ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছিলো। অনেক দিন হয়ে গেল ডেস্কটপ ব্যবহার কারীদের জন্য রিলিজ হয়েছে,  ডেস্কটপ ভার্সন থেকেও আপনি চাইলে কথা, মেসেজ, ভিডিও কল করতে পারবেন। নতুন কিছু আপডেট হলে অবশ্যই পাবেন হয়তো একটু অপেক্ষা করতে হতে পারে। যদি আপনার মোবাইল থেকে কেউ ইমো দিয়ে কথা বলছে, তাহলে আপনি ও ডেস্কটপ থেকে অন্য একজনের সাথে কথা বলতে পারবেন, অর্থাৎ এক সাথে দুই জন পৃথক পৃথক লোকের সাথে কথা বলতে পারবেন।

নোটঃ ডেস্কটপে imo ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই কোন মোবাইল ডিবাইসে imo ইন্সটল থাকতে হবে, কারন আপনি যখন Windows এ imo একটিভ করতে যাবেন তখন imo থেকে আপনাকে একটা ভেরিফিকেশন পিন দিবে এবং সেই পিনটি আপনার মোবাইল ডিবাইস এর imo তে যাবে। আর একটি কথা, কেউ অন্য কারো মোবাইল দিয়ে এই কাজটি করবেন না, কারণ মোবাইলের সকল ইমো নাম্বার পিসির ইমো তে সেট হয়ে যাবে।

যেভাবে imo messenger পিসিতে ব্যবহার করবেন

  • ডাউনলোড শেষে সাধারণ মত ইন্সটল করে নিবেন> এর ওপেন করবেন এবং নিচের ছবির মত আসবে,  Yes এ ক্লিক করুন।



imo for pc free download windows

  • এবার আপনি ১ নাম্বার এ আপনি দেশে আছেন তা সিলেক্ট করুন> এরপর মোবাইল নাম্বার দিন> এরপর Continue তে ক্লিক করুন

imo for pc free download windows 7

  • এবার মোবাইলের ইমো তে দেখুন পিন পাঠিয়েছে

how to use imo on pc

  • এখন পিন আপনার পিসিতে এন্টার করুন, এবার ইমো ব্যবহার করতে থাকুন

how to install imo on laptop without bluestacks

how to use imo on laptop without bluestacks

imo messenger for windows V. 1.1.1 [10.84 MB]
Download Now / Mirror Link

Official Web Site

Level 0

আমি ফয়সাল ফয়সাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস