উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম যার সাহায্যে আমরা কম্পিউটার অথবা ল্যাপ্টপ এ বিভিন্ন প্রোগ্রাম ব্যবহার করি। যেমন ইন্টারনেটে আমরা কোন কিছু ব্রাউজ করতে গেলে একটি ওয়েব ব্রাউজারের সাহায্য ছাড়া ব্রাউজ করতে পারিনা অনুরূপভাবে আপনি কোন পিসি অথবা ল্যাপ্টপ ক্রয় করে নিয়ে আসলেই হবেনা আপনাকে যে কোন একটি অপারেটিং সিস্টেম পছন্দ করে সেটি আপনার কম্পিউটারে সেটাপ করতে হবে। অপারেটিং সিস্টেম বলতে শুধু উইন্ডোজ-ই না এ ছাড়াও আরো কিছু অপারেটিং সিস্টেম আছে তবে বেশী জনপ্রিয় এবং ব্যবহৃত হয় উইন্ডোজ, উইন্ডোজের আবার কয়েকটি ভার্সন আছে এর মধ্যে সবচেয়ে বেশী ও বর্তমানে অনুযায়ি আপডেট হচ্ছে উইন্ডোজ ১০, অনেকের কাছে এখনো উইন্ডোজ ৭ ভাল লাগে।
উইন্ডোজ কেন সেটাপ বা ইন্সটল করবেন! অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে করতে ফোনটি এক সময় খুব বেশী স্লো, হ্যাং ইত্যাদি সমস্যার কারণে আমরা অ্যান্ড্রয়েড কে রিসেট করি যার ফলে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ফাংসন একদম নতুন অবস্থায় কিনলে যেমন থাকে ঠিক তেমনই হয়ে যায়। ঠিক একই কারণে অনেকেই উইন্ডোজ নতুন ভাবে সেটাপ করে তবে কম্পিউটারে আপনি ইচ্ছা অনুযায়ী যেকোন অপারেটিং সিস্টেম ইন্সটল করতে পারবেন। ১/২ বছর উইন্ডোজ সেটাপ না দিয়ে ব্যবহার করলে কম্পিউটারে অনেক সমস্যা দেখা দিতে পারে (যদি আপনি কম্পিউটার অনেক বেশী ব্যবহার করেন) ৫/৬ পর সেটাপ দিয়ে দিতে পারেন।
এক সময় প্রায় অধিকাংশ মানুষই CD/DVD Disc কিনে উইন্ডোজ সেটাপ করত, প্রযুক্তির অগ্রগতির কারণে এখন অনেকেই পেন ড্রাইভ দিয়ে একদম লেটেস্ট উইন্ডোজ নিজে নিজেই ইন্সটল করে ফেলেন তবে যারা জানেন না তাদের কথা ভিন্ন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটাপ দিবেন। CD/DVD Disc দিয়ে আপনি উইন্ডোজ সেটাপ করলে অনেক বেশি সময় লেগে যায় কিন্তু সেই কাজটি পেন ড্রাইভ দিয়ে করলে অর্ধেক সময় লাগবে। যদি সিডি/ডিভিডি দিয়ে ৩০ মিনিট লাগে তাহলে পেন ড্রাইভ দিয়ে ১৫ মিনিট বা তার কম সময়ে কাজটি সম্পূর্ণ হবে। পেন ড্রাইভ দিয়ে সেটাপ দিতে হলে আপনার পেন ড্রাইভকে বুটেবল (Pen Drive Bootable) করতে হবে
কাজ শেষ এখন আপনার পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটাপ দিতে পারবেন। যত দিন ফর্মেট না করবেন ততদিন এভাবেই থাকবে।
আপনি উইন্ডোজের যে কোন ভার্সন পেন ড্রাইভকে বুটেবল করে সেটাপ দিতে পারবেন।
Rufus V. 2.18 (2017.11.07) [945 KB]
Download Here
টিপসটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন, এবং কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করবেন।
আমি ফয়সাল ফয়সাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।