উইন্ডোজ ১০-এ নতুন সুবিধা নিয়ে এল

ত্রিমাত্রিক নকশার মতো কাজে কম্পিউটারের সর্বোচ্চ ক্ষমতার প্রয়োজন হয়। বিশেষ করে পেশাদারদের এ ধরনের কাজের জন্য উইন্ডোজ ১০-এর আসন্ন হালনাগাদে নতুন সুবিধা যোগ করছে মাইক্রোসফট। এরই মধ্যে সুবিধাটির পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করা হয়েছে। যারা ওয়ার্কস্টেশনের জন্য উইন্ডোজ ১০-এর প্রো সংস্করণ ব্যবহার করছেন তাঁদের জন্য থাকবে ‘আলটিমেট পারফরম্যান্স’ মোড।

টেকনোলজি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

হাই পারফরম্যান্স মোড ব্যবহার করেও যারা ঠিক উপকার পাচ্ছে না, তাদের জন্য বেশ কাজের নতুন সুবিধাটি। প্রয়োজন অনুযায়ী অপশনটি ব্যবহারকারীকে চালু করতে হবে। তবে কম্পিউটার উৎপাদনকারীরা এখন থেকে অপশনটি চালু অবস্থায় বাজারে ছাড়বেন। তবে ল্যাপটপ বা ট্যাবলেটের জন্য আলটিমেট পারফরম্যান্স পেতে কিছুটা দেরি হতে পারে।

নতুন হালনাগাদে সাধারণ ব্যবহারকারীদের জন্য কিছু পরিবর্তন আনা হয়েছে। বেশ কয়েকটি ইমোজি বদলানো হয়েছে। যাতে ইমোজিগুলো পরিচিত মনে হয়। ফলে বিভিন্ন ভাষাভাষীদের জন্য ইমোজি খুঁজতে সুবিধা হবে। ফলে সর্বজনীন উইন্ডোজ প্ল্যাটফর্মের অ্যাপ পরিচালনায় আরও সুবিধা হবে।

সূত্র: এনগেজেট

Level 2

আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস