উইন্ডোজ টাস্ক ম্যানেজার উইন্ডোজের এক অনন্য ফিচার যেখান থেকে পিসির চলতি সকল অ্যাপের গতিবিধি দেখা যায়। কোন কোন অ্যাপ রানিং আছে এবং কতটুকু র্যাম, সিপিইউ, মেমরি ব্যবহার করছে ইত্যাদি দেখা যায়। এছাড়াও পিসির ফারফর্মেন্স, অ্যাপ হিস্টরি সহ অনেক কিছুই দেখতে পারবেন যা আপনাকে বিস্মিত করবেই। যেহেতু টাস্ক ম্যানেজার থেকে কোন অ্যাপ কতটুকু কি ব্যবহার করছে সেটা দেখা যায় সেহেতু অনেকেই সেখান থেকে বেশি র্যাম, সিপিইউ ব্যবহার করছে এমন অ্যাপ ইনড/বন্ধ করে দেন। এটা নিসন্দেহে ভাল দিক, কিন্তু এমন কিছু অ্যাপ আছে যেগুলো কখনো ইন্ড করা উচিৎ নয়।
উইন্ডোজ অপারেটিং সিস্টেম কখনো আপনাকে এই টাস্কটি ইনড করতে দিবেনা। কারন এটি উইন্ডজের সবচেয়ে গুরুত্বপুর্ন একটি টাস্ক যা আপনার পিসির হার্ডওয়্যার থেকে শুরু করে সকল সফটওয়্যার, ড্রাইভার, কার্নেল লেভেল অ্যাপ ইত্যাদি নিয়ন্ত্রন করে। আপনি একটু কল্পনা করলেই এটি ইনড করার পরিনতি সম্পর্কে বুঝতে পারবেন।আমরা সবাই জানি আমাদের পৃথিবি অবিরাম ঘুর্ননশীল এবং এটাও জানি যদি এক সেকেন্ডের জন্যেও পৃথিবি ঘুরা বন্ধ করে তাহলেই সব কিছু ধবংস হয়ে যাবে, ঠিক তেমনি সিস্টেম টাস্কটি বন্ধ করলেও পিসির সকল কর্মকারন্ড বন্ধ হয়ে যাবে। এই টাস্কটি ইনড করার সাথে সাথেই কম্পিউটারের সিস্টেম লক হয়ে যাবে এবং হার্ড রিবুটের প্রয়োজন হবে এবং কম্পিউটারের হার্ডওয়্যারের সমস্যা হবে। নিচের ছবিতে দেখুন সিস্টেম টাস্কটি ইনড করা যাচ্ছেনা।
এই টাস্কটি পিসিতে লগিন করার জন্য প্রয়োজন হয়। আপনি এখন ভাবতে পারেন একবার পিসিতে লগিন করার পর এই অ্যাপটির আর কি প্রয়োজন? কিন্তু না, আপনার ধারনা পুরোপুরি ভুল। পিসি চালু হওয়ার পরেও এই অ্যাপটি অনেক কাজ করে থাকে। এটি সাধারনত আপনার পিসির ইউজার ইনফরমেশন রাখে এবং সেই ইউজার আকাউন্ট থেকে কি কি পরিবর্তন করা হয়েছে তা সেভ করে রাখে। এই টাস্কটি ইনড করার ফলে আপনার পিসিতে কোন গুরুত্বপুর্ন সেটিংস পরিবর্তন হয়ে যেতে পারে অথবা আপনার পিসির সেভ থাকা গুরুত্বপুর্ন কোন তথ্য হারিয়ে যেতে পারে। এছাড়াও এটি পিসির সিকিউরিটির জন্যেও অনেক গুরুত্বপুর্ন, সে কারনেই যখন এই অ্যাপটি ইনড করতে যাবেন তখন উইন্ডোজ আপনাকে ওয়ার্নিং দিবে। পিসিতে যখন Ctrl + Alt + Del চাপা হয় তখন এই অ্যাপটি মনিটরে দৃশ্যমান হয়। যেখানে লক,চেঞ্জ পাসওয়ার্ড, সাইং আউট, টাস্ক ম্যানেজার সহ কিছু অপশন থাকে।
এই টাস্কটি আপনার পিসি চালু হওয়া থেকে বন্ধ হওয়া পর্যন্ত কাজ করে। এটি আপনার পিসির গতিবিধি লক্ষ রাখে এবং সে উনিযায়ী পিসিকে চালু রাখে এবং নির্দিষ্ট সময় পর পিসিকে স্লিপ মোড করে দেয়। এই অ্যাপটি ইনড করলে সিস্টেম ক্র্যাশ করতে পারে এবং পিসি রিস্টার্ট করা লাগতে পারে।এই টাস্কটি ইনড করার সময়ও উইন্ডোজ আপনাকে ওয়ার্নিং দিবে।
এটিও উইন্ডোজের এক অনন্য টাস্ক। এটির ব্যবহার আগের তুলনায় বেশি হয়েছে, এটি আগের কম্পিউটার গুলোতে ট্রাবলসটের কাজ করত কিন্তু বর্তমান কম্পিউটারে এটি ট্রাবলসটের পাশাপাশি গ্রাফিক্যাল কর্মকান্ডও নিয়ন্ত্রন করে এবং কমান্ড প্রমট ও লাঞ্চ করে। এটি টাস্ক ম্যানেজার থেকে ইনড করলে পরবর্তি বুটের সময় সয়ংক্রিয়ভাবে চালু নাও হতে পারে, যার ফলে গ্রাফিক্যাল সমস্যা সহ বেশ কিছু সমস্যায় পরতে পারেন।
এটি উইন্ডোজের বুট প্রসেসের এক ক্রিটিক্যাল টাস্ক। এটি উইন্ডোজ স্টার্টাপের সময় প্রিপারেশন নেয় এবং এরপর কাজ শুরু করে। উইন্ডোজ লোড হওয়ার পর ড্রাইভ সমুহুর ম্যাপ তৈরি করে ফেলে এটি winlogon এবং csrss এর উপর নজর রাখে এরপর যখন এই টাস্ক দুটি ঠিক ভাবে বন্ধ হয় ঠিক তখনি এটি ঠিক ভাবে পিসি শাট ডাউন করে, অন্যথায় এটি আপনার পিসিকে ফ্রিজং করে ফেলবে এবং পিসি শাট ডাউন হবেনা।
এটি উইন্ডোজ ১০ এর একদম নতুন একটি টাস্ক যা আগের উইন্ডোজ ১০ গুলতেও নেই। যেহেতু এটি একদম নতুন একটি টাস্ক সেহেতু এর সম্পর্কে খুব একটা বেশি জানা সম্ভব হয়নি এখনো। তবে এটি কেলেন্ডার এবং স্টোর অ্যাপ এ কাজ করে। এবং আপনি যদি আপনার ওয়ালপেপারে স্লাইডশো করে রাখেন তাহলে এই টাস্কটি ইনড করলে স্লাইডশো বন্ধ হয়ে যাবে এবং পিসি রিস্টার্ট করার প্রয়োজন হবে।
এটি উইন্ডোজের অনেক গুরুত্বপুর্ন এবং অনন্য একটি অ্যাপ। আপনি ভাবতে পারেন এর মদ্ধে সকল ফাইল, উইন্ডোজ ইত্যাদি থাকে তাই এটি এত গুরুত্বপুর্ন, কিন্তু না এটি আপনার পিসির গ্রাফিক্যাল ইন্টারফেস হ্যান্ডেল করে। যদি এই টাস্কটি ইনড করেন তাহলে টাস্কবার, স্টার্ট মেনু, সিস্টেম ট্রে হারিয়ে যাবে এবং মিনিমাইজ করা কোন কিছু আর খুজে পাবেন না। এবং সেগুলো ফিরিয়ে আনার জন্য আপনার পিসি রিস্টার্ট করতে হবে, তবে কখনো কখনো পিসি লক স্ক্রিনে দিলেও ফিরে আসতে পারে।
নোটঃ এগুলোই একমাত্র টাস্ক নয় যেগুলো কখনো ইনড করা উচিৎ নয়, এমন আরো অনেক সিস্টেম টাস্ক আছে যেগুলো ইনড করলে আপনার পিসিতে অনেক সমস্যা হতে পারে। সুতরাং আপনার উচিৎ হবে যে সকল টাস্ক সম্পর্কে আপনার ধারনা নেই সে সকল টাস্ক সমুহু কখনো ইনড না করা।
ভাল লাগলে একবার ঘুরে আসুন BanglaTrick.Com
আমি সজীব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।