Windows এর ২ টি র্পাটিশন কে এক সাথে করুন কোনো প্রকার ডাটা ডিলেট না করেই এবং কোনো সফ্‌টওয়ার ছাড়াই

টিউন বিভাগ উইন্ডোস
প্রকাশিত
জোসস করেছেন

আস্‌সালামু আলাইকুম,

আশাকরি সবাই ভাল আছেন।

আজকের টপিক হল, Windows এর ২ টি র্পাটিশন কে এক সাথে করব কোনো প্রকার ডাটা ডিলেট না করেই এবং কোনো সফ্‌টওয়ারের ব্যবহার  ছাড়াই।

কাজের কাথাই আসা যাক, এই কাজটি করতে আমাদের কোনো সফ‌টওয়্যার বা টুল ব্যবহার করতে হবে না।

আর এই কাজটি করা যাবে উন্ডোজে ৭,  উন্ডোজে ৮ বা ৮.১ ও উন্ডোজে ১০ এ।

প্রথমে আপনাকে ২ টি পার্টিশনই সিলেক্ট করতে হবে যা আপনি এক সাথে করতে চান।

  1. প্রথমে উন্ডোজে স্টাট আইকনে রাইট ক্লিক করে আপশন মেনু থেকে Disk Management প্রবেশ করুন।
  2. তারপর যে ২টি র্পাটিশন এক করতে চান সেই র্পাটিশনের ডান সাইটে থাকা র্পাটিশন টি (ডিলেট করার পূর্বে  ডাটা বেকাপ নিয়ে রাখবেন) ডিলেট করে দিন।
  3. পার্টিশন ডিলেট করার পর  Free Space দেখাবে।
  4. এখন যেই র্পাটিশনটির সাথে এড করতে চান সেই পার্টিশনে রাইট ক্লিক করুন।
  5. অপশন মেনু থেকে Extend Volume ক্লিক করুন।
  6. পর্দায় Extend Volume Wizard আসবে সেখান থেকে Next এ ক্লিক করুন।
  7. Disk Size দেখে Next এ ক্লিক করুন এবং ফিনিশ করুন।

দেখনু ২টি পার্টিশন এক সাথে হয়ে গেছে এবং আপনার ডাটা ও ডিলেট হয়নি।

কেও না বুঝলে এই ভিডিওটি দেখতে পারেন।

Level 0

আমি ইমরান হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস