আপনার কম্পিউটারে কি উইন্ডোজ ১০ আটোমেটিক শাটডাউন হয়ে যায়? প্রথম বার চালু করলে লগো বেসে আবার অফ হয়ে যায়। নিয়ে নিন সমাধান।

আসসালামু আলাইকুম,

আসা করি সাবাই ভাল আছেন।

আমি নতুন তাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন কাজের কথাই আসা যাক, আমার মত হয়তো আনেকেই এই সমস্যার মুখমুখি হয়েছেন তাহল উইন্ডোজ ১০ এর আটোমেটিক শাটডাউন।

যখন কম্পিউটার প্রথম বার চালু করা হয় তখন চালু হয়ে উইন্ডোজ লগোটি র্পদায় আসার পর কম্পিউটার টি নিজে থেকেই অফ বা বন্ধ হয়ে যায়।

আর আজ আমি দেখাবে কি করে এই সমস্যাটি দূর করতে পারবেন।

প্রথম বার কম্পিউটার চালু করার পর অফ হয়ে গেলে আবার চালু করুন। দেখন চালু হয়েছে।

*চালু হবার পর স্টাট মেনুতে রাইট বাটম ক্লিক করুন।

*মেনু অপসন আসবে সেখান থেকে Power Options এ ক্লিক করুন।

*আরেকটি সেটিংস আসবে সেখান থেকে Additional power Settings ক্লিক করুন।

*আরেকটি উইন্ডো আসবে সেখান থেকে Choose what the power button does এ ক্লিক করুন।

*সেখান থেকে change settings that are currently unavailable লেখাতে ক্লিক করুন।

*এবং সেখান থেকে Turn on fast startup (recommeded) চেক বক্স থেকে টিক র্মাক তুলেদিন।

এবার সেভ চেন্জে ক্লিক করে বেরিয়ে আসুন, দেখুন আপনার সমস্যা ঠিক হয়ে গেছে।

কেউ বুঝতে না পারলে ভিডিওটি দেখে নিতে পারেন।

 

Level 0

আমি ইমরান হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস