আসুন নিয়ে নিই কিছু গুরুত্বপূর্ণ পোর্টেবল অ্যাপস ফ্রিতে

টিউন বিভাগ উইন্ডোস
প্রকাশিত
জোসস করেছেন

আশাকরি সবাই ভালই আছেন। আর আপনাদের এই ভাল থাকার মূহুর্তকে আরও মনোমুগ্ধ কর রাখার জন্য আপনাদের জন্য নিয়ে এলাম বেশ কিছু জনপ্রিয় গুরুত্বপূর্ণ পোর্টেবল অ্যাপস সম্পুর্ণ ফ্রিতে। তাই আর দেরি কেন? চলুন চলে যাই মূল টপিকে।

সবার সুসাস্থ কামনা করে শুরু করছি আজকের টিউন। সাস্থ মানুষের অমূল্য সম্পদ। তাই বলে সারাদিন ঘুমিয়ে সাস্থবান হওয়ার দরকার নাই। কারণ ঐ সাস্থ তাহলে একদিন আপনার আফসোসের কারণ হয়ে দাড়াতে পারে। তাই যতটুকু দরকার ততটুকু ঘুমান। হায় হায়, আমি কি উপদেশ দিচ্ছি। সরি,   এত তাড়াতাড়ি টিউন শুরু করার অভ্যাস যেহেতু আমার নাই এরপরও আপনাদের আর আমার সময়ের কথা চিন্তা করে শুরু করেই দিলাম কারণ আজকে অনেকগুলো অ্যাপস শেয়ার করার আশা আছে।  তার আগে বলে নিই যে, আসলে পোর্টেবল অ্যাপস আসলে কি?

পোর্টেবল অ্যাপস হচ্ছে কোনো একটা সফটওয়্যারের লাইট ভার্সন যা হোস্ট কম্পিউটারে ইনস্টল করা ছাড়াই আপনি ব্যবহার করবেন। এই সফটওয়্যার আপনার কম্পিউটারের কোনো কনফিগারেশন ইনফর্মেশনকে মডিফাই করবে না। মানে আপনার মত আপনার কম্পিউটারের সাস্থও ঠিক থাকবে। আপনি নিশ্চিন্তে এই সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন। এক কথায় আপনি এগুলো রান করবেন কিন্তু কেউ জানবে না সেগুলো আপনি কোথা থেকে ব্যবহার করতেছেন।

এটা একদিকে আপনি যেমন আরামের সাথে ব্যবহার করতে পারবেন। অন্যদিকে সিকিরিটিও পাবেন যখন আপনি পাবলিক কম্পিউটার ব্যবহার করবেন। আর এই পোর্টেবল সফটওয়্যারগুলো আপনার কম্পিউটারকে স্লো করবে না। আচ্ছা চলুন আর কথা না বাড়িয়ে জেনে নিই আজকে আমি আপনাদের সাথে কোন কোন পোর্টেবল সফটওয়্যারগুলো শেয়ার করবো।

Audio & Video Players | Audio Editors & Extractors | Video Editors |  Communication |

প্রথেমেই অডিও এন্ড ভিডিও প্লেয়ার

Foobar2000

এটি খুবই সুন্দর এবং ছোট একটি মিডিয়া প্লেয়ার রয়েছে। এর রয়েছে আলাদা স্কিন, প্লেলিস্টস, এবং অডীও প্লে এবং rip অডিও সিড করা যায়। এটা বিভিন্ন ফরমেট, এডভান্সড টেগ দিতে সক্ষম এবং কিবোর্ড সর্টকার্ট রয়েছে।

AIMP

দেখেই বুঝতে পেরেছেন এটা দেখতে কতটা আকর্ষনীয়, এটাও মাল্টি ফরমেটের ফাইল, মাল্টিপল প্লেলিস্ট, অডিও কনভার্টিং, নেমিং এবং ট্যাগ সর্টিং করতে পারে। এছাড়া এর রয়েছে ইজি মিউজিক অরগানাইজেশন। রয়েছে আকর্ষনীয় এলার্ম ক্লক।

VLC Player

ভি এল সি প্লেয়ার চিনে না এমন কম্পিউটার ব্যবহারকারী হয়ত স্যাটেলাইট দিয়ে খুজলেও পাওয়া যায় কি না আমার সন্দেহ আছে। এটা একটা জনপ্রিয় প্লেয়ার। এটা এমনিতেই পপুলার হয় নি। হয়েছে এর কাজের মাধ্যমে। এটা ভার্চ্যাল্ল্য যেকোনো ধরনের ফাইল ফরমেট হ্যান্ডেল করতে সক্ষম। এর মাধ্যমে ডিভিডি ফাইল, এবং ভিডীও এবং অডিও ফাইল স্ট্রিমিং করা যায়। এছাড়াও রয়েছে ভিডিও কনভার্টিং অপশন।

PotPlayer

পটপ্লেয়ার তো ফিচার দ্বারা পরিপূর্ণ। এটা একশো এরও বেশি ধরনের ফাইল ফরমেটের  ভিডিও এবং অডিও প্লে করতে অক্ষম। এটি কোনো প্রকার কোডেক এর উপর নির্ভরশীল নয়। অসাধারণ একটি প্লেয়ার।

MPlayer

এই প্লেয়ারের বিশেষ সুবিধা হচ্ছে এর মাধ্যমে আপনি একই সাথে দুইটি ভাষার সাব টাইটেল চালাতে পারবেন। এতে করে যে ভাষা কম জানে সে খুবই উপকৃত হবে। যদিও তাদের ওয়েবসাইট ডাউন হয়ে গেছে কিন্তু প্লেয়ারটা কিন্তু অসাধারণ।

Media Player Classic

মিডিয়া প্লেয়ার ক্লাসিক অরিজিনা উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের মতই। যারা এই এপ টার সাথে পরিচিত না তাদের উদ্দেশ্যে বলছি যে এটা ভিএলসি প্লেয়ারের মতই প্রায় সকল ফরমেটের ভিডীও প্লে করতে পারে।

Audio Editors & Extractors

Audacity

এইটা কে চিনে না এমন লোকও খুব কম আছে। খুবই জনপ্রিয় এবং ভাল মানের একটা এপ। এটা এখনও আমার কম্পিউটারে ইন্সটল আছে। যদি আপনি এর ব্যবহার না জানেন তাহলে একটূ কষ্ট করে শিখে নিন। এর মাধ্যমে অডিও কাট, কপি, স্লাইস, অডিও মিক্স  এবং রেকর্ড লাইভ ফাইল, পিচ চেঞ্জ, স্পিড চেঞ্জ ইত্যাদি সহ অসংখ্য ফিচারে ভর্তি।

CDex

এটা খুবই সহজ, দ্রুত সিডি রিপ করার জন্য বেস্ট একটি সফটওয়ার। এটা ডিস্কে mp3 ফাইলকে রিপ করতে দেয় মেটা ডাটা সহ। আপনি সব মিউজিক কে নতুন প্লেলিস্টে এড করতে পারবেন এবং যখন রিপিং শেষ হবে তখন কম্পিউটার অটোমেটীক সাট ডাউন হয়ে যাবে।

MP3tag

যদি সিডেক্স আপনার mp3 ফাইলের মেটা ডাটাকে ম্যানেজ করতে না পারে তাহলে তার জন্য আছে mp3tag. এটা খুব সিপ্ললি গানr প্রাসংগিক জিনিস গুলোকে  mp3tag রুপান্তর করে। এছাড়া এর মাধ্যমে গানের টাইটেল ফিক্স করা, সিংগার/ব্যান্ড এর নাম, এলবাম এর নাম ইত্যাদি নিজের মত করে দিতে পারবেন।

এবার চলুন কিছু কমিউনিকেশন সফটওয়্যার সম্পর্কে জেনে নিই

Pidgin

অনেক সময়ই মাল্টি প্রটোকল IM প্রোগ্রাম এর দরকার হয়। কিন্তু দেখা গেছে গুগল টক মারজিং হয়ে হ্যাংআউট, উইন্ডোজ লাইভ মেসেঞ্জার মার্জিং হয়ে স্কাইপে রুপান্তরিত হয়েছে। কিন্তু সেখানে এখনও Pidgin ঠিকই আছে। XMMP protocol স্ল্যাক এবং এআইএম, আই আর সি এবং ইয়াহু মেসেঞ্জারের সাথে লিংক করতে সাহায্য করে।

Skype

সব IM প্রোগ্রাম এবং ভিডিও কলিং প্রোগ্রামের বড় বাবা হচ্ছে স্কাইপ। এখন স্কাইপ আপনার টেলিভিশনের সাথেও ইন্টিগ্রেট থাকতে পারে। XBox এবং সকল উইন্ডোজ লাইভ মেসেঞ্জার একাউন্ট এক্সেস করতে পারবেন স্কাইপ ইন্টারফেস থেকে। এটি অন্য স্কাইপ ইউজার এর সাথে আপনাকে কথা বলতে দিবে ফ্রিতে। এছাড়াও  একদম কম চার্জে মোবাইল বা ল্যান্ডফোনে ইন্টারনেশনাল ফোনে কল ও মেসেজ করা যাবে।

যাইহোক, অনেক কথাই তো বললাম, ভুল হয়ে থাকলে মাফ চেয়ে নিবেন। হা হা হা। ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কি। আপনাদের কি ধরনের টিউন দরকার তা টিউমেন্টে জানালে হয়ত আমাদের আইডিয়া জেনারেট করতে একটু সুবিধা হবে। তাই যদি আপনাদের এই টিউন বা ব্যক্তিগত কোনো টিউমেন্ট থাকে তাহলে অবশ্যোই সেটা টিউমেন্ট করে জানাবেন। আর যদি আমার টিউন আপনার কাছে ভাল লেগে থাকে তাহলে অবশ্যই সেটা ফেসবুকে শেয়ার করা অনুরোধ জানাচ্ছি।

আজকের মত বিদায় নিতে হচ্ছে। ভাল থাকুন, সুস্থ থাকুন। প্রযুক্তিকে ভালবাসুন আর প্রযুক্তির সাথেই থাকুন।

আল্লাহ হাফিজ।

ফেসবুকে আমি

Level 1

আমি মোঃ আশিকুর রহমান সরল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন প্রযুক্তি প্রেমী।কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি।পৃথিবীকে নতুন কিছু করে দেখাতে চাই। My Website


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

BDNewspaper http://www.bdnewspaper.net গুজব নয় সবার আগে সত্য সংবাদ