বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম।
আপনি তো প্রতিদিন কিছু না কিছু ডাউনলোড করতে থাকেন অথবা আপলোড করেন।
আপনাকে যদি বলা হয় আপনি অনলাইনে কত টুকু নিরাপদ তাহলে প্রশ্নের উত্তরর কি আসবে?
আপনি কি পুরো সেফ আছেন?
একবার চেক করে দেখুন তো আপনার ব্যবহার্য প্রত্যেকটা ডিভাইজ নিরাপদ আছে নাকি বিপদ শিমার ভেতরে আছে? যদি একটুও সন্দেহ জাগে তাহলে আমি রিকোয়েস্ট করবো আপনার সিকিউরিটি সিস্টেম আপডেট করুণ। তানা হলে হয়তো পড়তে পারেন এক বিশ্বাল ক্ষতির মুখে।
আপনি কি আপনার ব্যবহার্য কম্পিউটারের এন্টিভাইরাসের ডাটাবেজ আপডেট করছেন?
লাস্ট কবে করেছেন ভেবে দেখুন, যদি কয়েক ঘন্টা আগেও আপডেট করেন তার পরেও যদি সার্ভার থেকে আপডেট চায় তাহলে আপডেট করে নিন। নয়তো আপনিও আক্রান্ত হতে পাড়েন বিভিন্ন ধরনের ভাইরাস জনিত সমস্যায়।
আপনি কি উইন্ডোজ এর আপডেট চালু রেখেছেন?
নাকি সেটা বন্ধ রেখেছেন ডাটা বেশি খরচের ভয়ে?
যদি আপডেট বন্ধ রাখেন তাহলে আমার অনুরোধ থাকবে পুরো কম্পিউটার একবার আপডেট করে নেওয়া।
ডাটা নিয়ে চিন্তা বন্ধ করুণ। কারণ এইটা কোনো খেলার বিষয় নয়!
আপনার পিসিতে যদি কেউ কিলগিং করে রাখে তাহলে আপনি সেই মুহূর্তে কি করবেন?
রানিং এপস গুলো থেকে সেই সন্দেহজনক এপসটা বের করে স্টপ করে ডিলিট করে দিলেই বেঁচে গেলেন।
এই কষ্টটুকুও করতে হবে না, যদি আপনি আপনার এন্টিভাইরাস এর আপডেট রাখেন। তাহলে এই কাজটা সে নিজেই করে দেবে।
আপনি কি ফ্রি এন্টিভাইরাস ইউজার?
যদি হ্যাঁ হয়, তাহলে প্লিজ উন্নত মানের এন্টিভাইরাস ব্যবহার করুণ, প্রতিনিয়ত ডাটাবেজ আপডেট রাখুন, যেকোনো সময় উইন্ডোজ সার্ভার থেকে আপডেট আসলে সাথে সাথে আপডেট করে নিন। যদি হাই কনফিগ এর পিসি হয় তাহলে উইন্ডোজ ১০ ব্যবহার করতে পারেন, কারণ এক্সট্রা অনেক কিছুই পাবেন উইন্ডোজ ১০-এ।
প্রতিনিয়ত স্ক্যান করুণ আপনার ড্রাইভার ডিস্ক।
দেখুন তো কিছু খুঁজে পাওয়া যায় কিনা?
কিছু পেলে সুবিধা নয়, অসুবিধাজনক কিছু ঘটতে চলেছে।
এক ভাইরাস এর জন্য ফরমেট করতে হতে পারে আপনার পুরো হার্ড ডিস্ক ড্রাইব। শেষ হয়ে যেতে পাড়ে আপনার স্মৃতির বিশেষ কিছু জিনিশ।
সুতরাং আপডেট রাখুন সব কিছু। তাহলেই হয়তো হাড়াবেনা কোনো কিছুই।
প্রতি সেকেন্ডে হাজারও ভাইরাস তৈরি হচ্ছে। যা আমাদের জন্য খুব বিপদজনক। অনুরোধ থাকবে নিজের সাথে সাথে আপনার কম্পিউটার কেও আপডেট রাখার।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজকের মত বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো টিউনে, ভালো থাকুন সুস্থ্য থাকুন আল্লাহ্ হাফেজ।
যেকোনো প্রয়োজনে আমাকে নক করতে পাড়েন।
ইনশাহ আল্লাহ্ সাহায্য করতে পাড়বো।
ট্রিক্স & টিউটোরিয়াল বিষয়ক পেইজ লাইক করুন আর যে কোনো আপডেট পান
আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}