নিরাপত্তার খাতিরে গোপন ফাইলগুলো ডিলিট করার আগে নষ্ট করুন।

আশা করি সবাই ভাল আছেন। প্রাত্যহিক অনেক কাজে আমরা অনেক গোপন ফাইল অথবা ভিডিও ব্যবহার করে থাকি এসেটা আমাদের পিসি থেকে ডিলিট করে ফেলি।

কিন্তু এমন কিছু সফটওয়ার আছে যেগুলো দ্বারা ডিলিট হয়ে যাওয়া ফাইল আবার ফিরিয়ে আনা যায়। এমনকি এখন রিসাইকেল বিন থেকে রিমুভ করা, শিফট ডিলিট করা এমনকি ফরম্যাট করার পরও সেই ফাইল রিকভারি সফটওয়্যার এর সাহায্যে ফিরিয়ে আনা সম্ভব হয়।
তাহলে আপনার নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন?? এই প্রশ্নের উত্তরটি জানতে টিউনটি পড়ুন...

Data Shredder ব্যবহার করে ডিলিট করলে ঝুকি অনেক কমে যায়। কিন্তু এক্ষেত্রে আলাদা সফটওয়্যার প্রয়োজন হয় ফাইল ডিলিট করার জন্য।

তাই আজ দেখাব সহজ একটি পদ্ধতি। মজার ব্যাপার হচ্ছে এই পদ্ধতিতে ফাইলটি ডিলিট করার প্রয়োজনই হবে না। ফাইলটি তার যায়গায় রেখে ফাইলটির ভেতরে থাকা তথ্য গুলো মুছে দিন। ফাইলটি পরিনত হবে 0 Byte এর একটি ফাইলে। এরপর চাইলে সেটা ডিলিট করতেও পারেন না চাইলে নাও করতে পারেন। এভাবে ফাইল রেখে তার তথ্যগুলো ভেতর থেকে মুছে দিলে কেউ আর এই ফাইলের তথ্য পুনরুদ্ধার করতে পারবে না। এমনকি আপনিও না।

তাহলে দেখুন কাজটি কিভাবে করবেন।

প্রথমে notepad ওপেন করুন।

এবার notepad এ আপনি যে ফাইলটি নষ্ট করতে চাইছেন সেটি ওপেন করুন।

অথবা সরাসরি করতে চাইলে যে ফাইলটি নষ্ট করতে চাইছেন সেই ফাইলের উপর রাইট ক্লিক করে open with অপশনের মাধ্যমে ফাইলটি notepad এ ওপেন করুন।

যেকোন ফাইলই notepad এ ওপেন হবে। অসংখ্য হিজিবিজি লেখা আর প্রতীক দেখতে পাবেন।

Ctrl+A চেপে সব কিছু সিলেক্ট করুন।

Delete বা Backspace key চেপে সব লেখা ও প্রতীক মুছে দিন।

এবার Ctrl+S চেপে বা মেনুবার থেকে ফাইলটি সেইভ করুন।

তারপর notepad থেকে বেরিয়ে যান।

এবার ফাইলের properties দেখুন। যত বড় ফাইলই হোক না কেন দেখবেন ফাইলটি 0 Byte এর একটি ফাইলে পরিণত হয়েছে। অর্থাৎ ফাইলের ভেতরে থাকা সকল তথ্য মুছে গিয়েছে।

এখন ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করার চেষ্টা করুন। দেখবেন ওপেন হচ্ছে না। এটি আর কখনোই ওপেন হবে না। এই ফাইলের সকল ডাটা চিরতরে মুছে গিয়েছে।

এখন আপনি চাইলে ফাইলটি ডিলিট করতে পারেন না চাইলে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই।

সবাইকে ধন্যবাদ। টেকটিউনসের সাথে থাকুন সবসময়।

Level 0

আমি রাইয়ান খান নিলয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে কিছুই বলতে পারবো না । নিজে বারবার চেন্জ হয়ে যাই । ছোটবেলায় মানুষ দেখলে বলতো ছেলেটা খুব কিউট । বড় হলে খুবই নম্র আর ভদ্র হবে । যখন আরেকটু বড় হলাম তখন লোকে বলতো ছেলেটার খুব বুদ্ধি আছে । বড় হয়ে খুব জ্ঞানী হবে । তারপর যখন আরেকটু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় রাইয়ান খান নিলয়,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।