Pendrive থেকে Windows সেটাপ করুন সব থেকে সহজ আর বিশুদ্ধ উপায়ে।(৪ টি মেথড)

আজকে আপনাদের জন্য নিয়ে এলাম বহুল আলোচিত Pendrive থেকে Windows সেটাপ দেয়ার টিউটোরিয়াল নিয়ে। হ্য টিটি তে এরকম হাজারটা টইউন আছে, কিন্তু আমারটায় আপনি পাবেন সব থেকে সহজ ভাবে, এবং সব থেকে বিশুদ্ধ ভাবে Pendrive Bootable করার সিস্টেম। আর আজকে দিচ্ছি বেস্ট ৪ টি উপাউ যার মাধমে আপনি ২/১ ক্লিকেই সেটাপ করতে পারবেন আপনার Windows।

চলুন শুরু করা যাক। আজকের পর্বে ব্যবহার করা সব সফটওয়্যার এর লিঙ্ক আমি লাস্ট এ দিয়ে দিবো, সো লিঙ্ক নিয়ে ভাববেন না।

১. Power Iso

আমি নিজে এইটি দিয়ে করি, কারন এইটি দিয়ে আপনি সেটাপ থেকে শূরু করে Iso Burn করতে পারবেন, ইজি খুব। প্দেরথমে Power Iso  ওপেন করুন। এরপর দেখুন পিকচারে।

দেখুন মার্ক করা হলুদ বাটন্টিতে চাপ দিলেই আপনি আপনার সেটাপ প্রসেস পেয়ে যাবেন।

২. Rufus

এইটি অতিমাত্রায় হাল্কা জিনিষ, কিন্তু কাজে বিশাল কাজী। ওপেন করার পর মাত্র ২ ক্লিকেই বানিয়ে ফেলবে আপনার Windows. দেখুন

CD icon এ ক্লিক করে ISO সিলেক্ট করুন, আর পেন্ড্রাইভব সিলেক্ত করে স্টাট দিলেই কাজ শুরু।

৩. Universal Usb Creator

এইটি কাজের কাজী না শুধু, আরো বহুত কিছু,একাই Windows থেকে শূরু করে Linux সব কিছু বুটেবল করে দিতে পারে ইনি, ২/৩ টা সিম্পল প্রসেসেই পেয়ে যাবেন আপনার পেন্ড্রাইভ।

কাঙ্ক্ষিত Windows সিলেক্ট করে পেন্ড্রাইভ সিলেক্ট করুন, তারপর চাপুন Create, Voila !!! আপনার কাজ শেষ।

৪. Yumi

এ এক জটিল মাল, এইটিতে ৩ নাম্বারের সব তো আছেই, আরো আছে কয়েকটি দারুন ফিচার। এর মাধ্যমে আপনি একি পেন্ড্রাইভে ৩./ টি Windows দিয়ে রাখতে পারবেন, যাকে বলে মাল্টিবুট। যেমন একি পেন্ড্রাইভে Windows 7/8/10 রেখে দিলেন, যখন যেটা লাগে ইউস করবেন। তবে মাল্টি না করে সিংগেল করাই বেটার আমি বলবো।

আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, অনেকের যদি বুঝতে ঝামেলা হয় তাহলে দেখে নিতে পারেন একদম প্রাক্টিকাল টিউটোরিয়াল টি, বানিয়ে ফেলুন Bootable পেন্ড্রাইভ এক চাপেই.

All Software Link Given Below

এরকম আরো অনেক টিউটোরিয়াল পাবেন আমার চ্যনেলে, ইচ্ছে হলে ঘুরে দেখতে পারেন, হয়ত কিছু মিস ও করতে পারেন।আমার আগের টিউনঃ আজ ই নিয়ে নিন ৩০০গিগা ফ্রি Cloud Storage (Online Storage)

Level 2

আমি রাজিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

khub dorkari video

ধন্যবাদ। চাইলে আমার ভিডিও গুলো দেখতে পারেন। এমন আরো অনেক দরকারি ভিদিও আছে ওখানে।

প্রিয় টিউনার,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।