কি ভাবে আটো Windows 10 এর আপডেট বন্ধ করতে হয়।

ব্যবহার করছেন। নেট কানেক্ট করলেই এমবি শেষ। কোন ভাবেই কি আটো আপডেট বন্ধ করতে পারছেন না ? তাহলে এই টিউনটি আপনার জন্য। আমরা যারা নতুন ইউজার  ব্যবহার করছি। তারা বুঝতে পারছি না কিভাবে অপারেটিং সিস্টেমের আটো আপডেট কিভাবে বন্ধ করব। তাদের জন্য আজকের আমার টিউনটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজ আমি আপনাদের দেখাব কি ভাবে বন্ধ করতে হয়।  এজন্য আমি দুটো পদ্ধতি দেখাবো। একটি আটোমেটিক আরেকটি ম্যানুয়াল। তাহলে বন্ধুরা শুরু করা যাক।
আটোমেটিক পদ্ধতি :- প্রথমে নিচের ফাইলটি ডাউনলোড করুন                ডাউনলোড

ডাউনলোড করতে আপনাকে লিংটিতে ক্লিক করলে নতুন একটি ট্যাব আসবে সেখানে আপনাকে ৬-১০ সেকেন্ড অপেক্ষা করতে হবে। উপরের ডানের কোনায় দেখবেন অ্যাড স্কিপ্। সেখানে ক্লিক করলেই আপনি একটি গুগল ডাইভ পাবেন সেখানে ডান দিকে একটি ডাউনলোড আইকন পাবেন। সেখানে ক্লিক করলেই আপনার কাজ শেষ। শুধু ওকে করলেই সেটি আপনার পিসির ডাইভে ডাউনলোড হবে।file size (386kb)

ম্যানুয়াল পদ্ধতি : ম্যানয়ালি করা আরও সহজ তবে এজন্য আমার নিচের ভিডিওটি ভালোকরে দেখতে হবে  youtbe

winwows update_x264

Level 2

আমি জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Professional Web Developer


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস